![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(1)
নৌকাও হতে পারে বৃক্ষ,
সমঝদার একটি গ্রহ।
-------------------
(2)
আমরা কি সেই জীবনের কথা ভেবেছিলাম
যেখানে একই বালিশে দুটি মাথা রাখা যায়!
---------------------------------
(3)
দানবেরা সরে গেলে ধূসরিত শহরে শুয়ে পড়ো,
কলাপাতা, জোছনা-পুকুর, পাথুরে চাঁদ সিথানে ঘুমাক।
-----------------------------------------
(4)
না সখি, দুটো শব্দই লেখা ছিল দসখতে
বাকি -সব ট্রামের ট্রাফিকে জমে গ্যাছে।
-----------------------------------
(5)
মিছিলে স্লোগান নয়, স্লোগানের মিছিলে
সব রাস্তায়ই ডেকে দেই অবরোধ।
------------------------------
(6)
শহর ডাকছেনা, ও শহর ডাকছে না
দুজনার ছবি একসাথে আঁকছে না!
----------------------------
(7)
বৃত্তের পরিধি জুড়ে অচেনা রেলগাড়ি
তার দাস হাঁটুভাঁজে ডালিম জোড়াতে যাই।
-------------------------------------
(8)
আমি না থাকলেও আরও কিছু পাবে,
সেফটিপিনে লাগানো কালো পতাকা।
--------------------------------------
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫
উপদ্রুত উপকূল বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
এম এ কাশেম বলেছেন: চমৎকার কোলাজ