নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

উপদ্রুত উপকূল

উপদ্রুত উপকূল › বিস্তারিত পোস্টঃ

শিরোনামা :

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

(1)

ভালো থাকার মত ব্যাথা পেলে

ব্যাথায় পুড়িয়ে নেবো বিগত বিশ্বাস।

-------------------------------

(2)

কবিরা মাতাল চিরকাল নারী

কবিরা ভুলের তরবারি।

------------------------

(3)

তোমরা কেউ ডাকছোনা, নাম রাখছোনা

নিজেই নিজের নাম রেখেছি পাগল।

----------------------------------

(4)

তোমার চোখের পরিধি মাপতে মাপতে

খুঁজে পেয়েছি এক জীবন্ত ত্রিভূজ।

------------------------------

(5)

কোরাসশুদ্ধ গান লিখছি

দুটো শব্দ, " সয়ে যাও।"

-----------------------

(6)

মুখ খুঁজতে খুঁজতে মুখোশই কেনা হয়ে যায় অহরহ

মুখোশ ঘাটতে ঘাটতে কেবল বণিকই বনে যাই।

---------------------------------------

(7)

সোনালি হাঁসের সাথে মেঘ -মাখো মেঘ - মাখো

গরাদ খুলে শুন্য লাফ দিক পুরুষ সিংহ।

--------------------------------------------

(8)

শরবিদ্ধ তোমার পাখিদের কোলাজ

রবি -ঠাকুরের মত জেগে উঠবেনা কেউই।

--------------------------------------------

(9)

খোকা থাকনা ঘুমিয়ে,

বাবা -ই সেবা দেবে আহত পাখিদের।

-----------------------------------

(10)

সারাদিন ছিপফেলে এক মীন -নারী

কাঁধে করে বয়ে আনি সোনালি ফসিল।

.....................................................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.