নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।

উপদ্রুত উপকূল

উপদ্রুত উপকূল › বিস্তারিত পোস্টঃ

অলেখা :

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

আলোটা নিভে গেল কি নিভে যায়নি

মগজে জমে গেল ধূসর আধাঁর,

সাপটা নেমে গেল কি নেমে যায়নি

শিরদাঁড়া জুড়ে নেমে গেল ভয়।

চোখ ও মনের ব্যাবধান বুঝাতে গেলেই

বীভৎসতা আসে বড়জোর,

আমি ওপাড়া বুঝিনা,

লালিত্য বুঝিনা - ভাষান্তর কড়চায়

জীবনেই ঘুচিয়ে দাও কড়ি -আনা হিসেব।

এখানে ভয়, ওখানে আধাঁর .....

ক্যানভাস থামাতে বলো মাশেক,

আমিও কল্কে এঁকেছি লালসালু পটে,

আর ঝিনুকের মণি বন্ধন।

ওদের সঙ্গম কামনা -ক্লান্ত চোখে

সরীসৃপের ছায়া ঢুকে গিয়েছিল একদিন।

আঁকা হয়নি,

আলতা মাখানো হাঁসগুলো যেভাবে

অবকাশে ছুড়ে ফেলতে চেয়েছিল

নবজন্মের পালক,

অগ্নিবিভাজিত বৃক্ষলোকে উড়ে যেতে কেন

উড়েও গেলোনা পাখি,

শুধু আলো বেঁধে রেখে মগজে ধুনটের

চাষ করে গেল ব্যাবিলনী মসলিন,

ক্যালিগ্রাফির চেটোয় বাঁকা -বোকা

চাঁদ এখনো ধূপ জ্বেলে -

জপে গেল জন্ম লতিকার পাঠ।









মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.