নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসাদুজ্জামান জুয়েল

আসাদুজ্জামান জুয়েল

রওশনারা বেগম ও আবদুর রশীদ খানের কনিষ্ঠ পুত্র আমি আসাদুজ্জামান জুয়েল। ১৯৭৮ সালের ০৫ জুন শরীয়তপুর জেলার পালং থানা পালং গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। শিক্ষা জীবন শুরু মায়ের হাতে। তুলাসার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি; শরীয়তপুর সরকারী মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি; জাজিরা ডিগ্রী কলেজে থেকে বাণিজ্য বিভাগ হতে বি.কম পাস করার পর প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে আইন অনুষদ হতে এলএল.বি ও এলএল.এম সম্পন্ন করি। প্রতিটি ক্যাম্পাসেই কেটেছে মধুর দিনগুলো। ২০০৯ সালের ০৮ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হয়ে ২৩ ডিসেম্বর ২০০৯ ঢাকা বার এসোসিয়েশনে সদস্যভূক্ত হই। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর ২০১০ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্যভূক্ত হয়ে আইন পেশার সাথে যুক্ত আছি। ঢাকা জেলা আইনজীবী সমিতি, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ও শরীয়তপুর জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য হিসাবে আইন পেশায় নিয়োজিত আছি। সাংবাদিকতা ও লেখালিখি করি মনের টানে। একই সাথে আইন পেশা ও সাংবাদিকতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছি। কর্ম জীবন শুরু লেখালিখির মাধ্যমে। দৈনিক ভোরের কাগজ দিয়ে সাংবাদিকতার শুরু। এর পর দৈনিক প্রথম আলো, দৈনিক কালের কন্ঠ, দৈনিক গণমুক্তি সহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছি। প্রকাশিত বইয়ের সংখ্যা ৬টি। প্রবাসীদের সুখ-দুঃখ নিয়ে লেখা আমার প্রথম উপন্যাস ‘যেমন আছি লন্ডনে’ প্রকাশিত হয় ২০১২ সালের একুশে বই মেলায়। দীর্ঘ বিরতির পরে ২০১৯ এর একুশে বইমেলায় প্রকাশিত হয় ভ্রমণ কাহিনী ‘কলকাতা ভ্রমণঃ জীবনে প্রথম কিছু’; প্রবন্ধ সংকলন ‘সমকালীন ভাবনা’ ও প্রথম কাব্য গ্রন্থ ‘হৃদয়ের শব্দক্ষরণ’। ২০২০ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় প্রবন্ধ সংকল ‘সমকালীন ভাবনা-২’ ও দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘তুই থাকিস পরাণের গহীনে’। এছাড়াও বেশ কিছু বই প্রকাশের অপেক্ষায় আছি। লেখালিখি করি বিভিন্ন ব্লগে। আমার ওয়েবসাইটঃ www.asadjewel.com, নিজস্ব ব্লগঃ www.asadjewel.blogspot.com এছাড়া www.somewhereinblog.net এ নিয়মিত লেখালিখি করি। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে তিনবার ও লাইব্রেরী সম্পাদক হিসাবে দু্ইবার দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, শরীয়তপুর জেলা ইউনিটের জীবন সদস্য। প্রগতি লেখক সংঘ, শরীয়তপুর জেলা শাখার সভাপতি হিসাবে দ্বায়িত্বে আছি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। সোনালী ব্যাংক লিমিটেড শরীয়তপুর, রূপালী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক শরীয়তপুর এর আইন উপদেষ্টা হিসাবেও কর্মরত আছি। গরীব-দুঃখীদের মামলা পরিচালনার জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা শরীয়তপুর জেলা শাখার প্যানেল আইনজীবী হিসাবে দুস্থ্যদের আইনগত সহায়তা প্রদান কাজে নিষ্ঠার সাথে জড়িত আছি। সুশাসনের জন্য নাগরিক (সুজন), শরীয়তপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষানিকেতন কর্ম কেন্দ্রীক পাঠাগার, শরীয়তপুরের কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। ২০০৯ সালে বাংলাদেশ বার কাউন্সিল ও অস্ট্রেলিয়ান বার এসোসিয়েশনের উদ্যোগে ইনটেনসিভ ট্রায়েল এডভোকেসী ওয়ার্কশপ, ২০১০ সালে এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার এর উদ্যোগে হিউম্যান রাইটস এন্ড রুল অফ ‘ল’, ২০০২ ও ২০১০ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর উদ্যোগে শিশু ও নারী বিষয়ক রিপোর্টিং কর্মশালা, ১৯৯৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত কম্পিউটার ট্রেড প্রশিক্ষণ, ২০১০ সালে ইউএসএইড-প্রগতি-কালেরকন্ঠ আয়োজিত দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরী ও তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণসহ পেশাগত উৎকর্ষ সাধনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছি। লেখালিখি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে সমাজ সংস্কারে একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আমার অর্ধপ্রাণ কন্যা রওশন আসাদ প্রিয়ন্তী। সহধর্মীনি মুনমুন সুলতানা লুনা পেশায় শিক্ষিকা। দুই বোন রেহানা আক্তার রেখা এবং কহিনুর আক্তার শিখা এবং একমাত্র ভাই মোহাম্মদ রুহুল আমীন খান আজাদ একজন প্রবাসী। যোগাযোগের জন্য আমাকে মেইল করতে পারেনঃ [email protected]

আসাদুজ্জামান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

করোনা রঙ্গঃ প্রনোদনার টাকা, আমার ভাগেরটা কই!

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৪


সারা বিশ্বে এখন চলছে এক ভয়াবহ মহামারী। করোনার তান্ডবে দিশেহারা বিশ্ব। করোনা মোকাবিলার সাথে সাথে ভবিষ্যৎ নিয়েও ভাবতে হচ্ছে রাষ্ট্র প্রধানদের। করোনা পরবর্তী ধাক্কা মোকাবিলায় বিভিন্ন কর্মসূচী চিন্তাভাবনা করছে এবং বিভিন্ন প্রনোদনা প্যাকেজ ঘোষণা করছে সরকার। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ৭২,৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। পরে কৃষি খাতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা এছাড়াও সারের ভর্তুকি বাবদ ৯ হাজার কোটি টাকা, কৃষিতে যান্ত্রিকীকরণের জন্য ১০০ কোটি টাকা, বীজের জন্য ১৫০ কোটি টাকা এবং কৃষকদের জন্য আরও ১০০ কোটি টাকা অর্থাৎ ধান কাটা ও মাড়াইয়ে মোট ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও চিকিৎসা সেবা কর্মী, নিরাপত্তা বাহিনীর জন্যও বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্রনোদনা প্রয়োজনের তুলনায় কোথাও কম বেশি আছে। এর একটা কারনও আছে, যাদের জোর বেশি তারাই প্রনোদনা বেশি বাগিয়ে নিতে পেরেছে। এটা অবশ্য ভিন্ন বিতর্কের বিষয়। তবে বিভিন্ন সেক্টরের প্রনোদনা ঘোষণা দেখে আমাদের দেশের ফেবুজীবীরা (ফেসবুক বুদ্ধিজীবী) নানান রকম হিসাব নিকাশ করছেন। বাহাত্তর হাজার সাতশত পঞ্চাশ কোটি টাকাকে সামনে এনে কেই কেউ হিসাব করে দেখেছেন তারা মাথাপিছু কত করে পান। হিসাবে কেউ দেখছেন চার হাজার দুইশত উনআশি টাকা হারে পান, কেউ বলেন চার হাজার দুইশত চুয়াত্তর আবার কেউ আরো বেশি দাবী করছেন। তারা বলছেন, আমার ভাগেরটা কই? বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, আমার ভাগের কম্বলটা কই? সেই সুরেই সবাই বলতে শুরু করছেন আমার ভাগের টাকাটা কোথায়, আমার টাকা আমাকে দেয়া হোক। কতটা হাস্যকর দাবী ভাবাযায়? প্রনোদনা কী কখনো মাথাপিছু বরাদ্দ করা হয়? আমি অর্থনীতি বুঝি না, তাই বলতে পারবো না। তবে প্রনোদনা ঘোষণার সাথে সাথে সেটা কোন কোন খাতে, কিভাবে ব্যবহার করতে হবে সেই নির্দেশও দেয়া হয়েছে। কেউ সেদিকে নজর না দিলেও পরিবারের সংখ্যা অনুযায় ভাগ করে দাবী করতে কার্পন্য করেনি।

নাম প্রকাশ না করে একজন ফেবুজীবীর স্টাটাস হুবহু তুলে ধরলাম। তার শব্দ গঠন ও বানান নিয়ে আমার কোন মন্তব্য নেই। তার স্টাটাসটি এমন-“বাংলা দেশে মোট জন সংখ্যা ১৬ কুটি ৪৬ লাখ । ১ কুটি প্রবাসে ১ কুটি শিশু ২ কুটি বিত্ত বান ১০ কুটি মধ্য বিত্ত ৩ কুটি গরিব। দরুন টোটাল জনসংখ্যা ১৭ কুটি। সরকার বর্তমান মহামারীতে জনগণের জন্য বরাদ্দ দিয়েছেন। ৭২৭২৬ কুটি টাকা তা হলে প্রতি টা মাথা পিচু পাওয়ার কথা = ৪২৭৪ টাকা কিন্তু ১০% লোকজন চাউল পাচ্ছে। কোথায় ও ৫ কেজি কোথাও ১০ কেজি। কেউ কেউ চাউলের জন্য গিয়ে সাথে পিডা ও খাচ্ছেন। চার দিগে হাহাকার ৫ কেজি চাউল দিয়ে চবি তুলে ১০ টা ফেসবুকে আপলোড দেয় আমরা চাউল দিচ্ছি চাউল কি তোদের বাবার টাকা দিয়ে কিনে দিসচ্চ নাকি এই চাউল জনগণের টাকা”; আরেক ফেবুজীবীর স্টাটাস এমন-“সরকার ৭২৭৫০ কোটি টাকা দিছে। ১৭ কোটি জনগন দরে মাথাপতি ভাগ করলে পায় ৪২৭৯ টাকা। আমার পরিবারে ৭ জন আছি। সে হিসাবে আমরা পাই ২৯৯৫৩ টাকা। আমার টাকাডা গেলো কই?”

এবার বুঝুন কী ভয়ংকর হিসাব নিয়ে বসে গেছে এই বুদ্ধিজীবীরা! তারা যেভাবে টাকা দাবী করছে তা অর্থনীতির কোন সূত্রে পরে আমার জানা নেই, আপনাদের জানা থাকলে একটু দয়া করে জানাবেন। ভাগ্য ভালো তারা শুধু বাহাত্তর হাজার সাতশত পঞ্চাশ কোটির কথাই শুনেছে, আরো যে বিভিন্ন খাতে প্রনোদনা দিয়েছে সেটা এখনও খবর পায়নি। অন্যান্য প্রনোদনা যোগ করে যদি মাথাপিছু ভাগ করা শুরু করে তবে সরকার কিভাবে দেবেন তা মহান আল্লাহই ভালো জানেন!

এবার আসি মূল প্রনোদনার বিষয়ে। বিভিন্ন জাতীয় গণমাধ্যম থেকে জানাযায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৭২,৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব উত্তরণের জন্য নতুন ৪টি সহ ৫টি প্যাকেজে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আর্থিক প্রণোদনার প্যাকেজ ঘোষণা করেন তিনি। এতে করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি প্রাণঘাতী করোনা মোকাবেলায় সরকারের গৃহীত নানান পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমি ইতোপূর্বে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য ৫ হাজার কোটি টাকার একটি আপৎকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলাম। সেটিসহ মোট আর্থিক সহায়তা প্যাকেজের পরিমাণ হবে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা যা জিডিপি’র প্রায় ২ দশমিক ৫২ শতাংশ।
প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক সহায়তার প্যাকেজে যা রয়েছে- সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি: সরকারি ব্যয় বৃদ্ধি করা ও মুদ্রা সরবরাহ বৃদ্ধি এই চারটি কার্যক্রম নিয়ে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কর্মপরিকল্পনার আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় এ টাকা প্রদান করা হবে।
প্যাকেজ-১: ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান: ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্পসুদে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের লক্ষ্যে ৩০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। ব্যাংক-ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকসমূহ সংশ্লিষ্ট শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল হতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করবে। এ ঋণ সুবিধার সুদের হার হবে ৯ শতাংশ। প্রদত্ত ঋণের সুদের অর্ধেক অর্থাৎ ৪ দশমিক ৫০ শতাংশ ঋণ গ্রহিতা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৪ দশমিক ৫০ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে প্রদান করবে।
প্যাকেজ-২: ক্ষুদ্র (কুটির শিল্পসহ) ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহের ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান: ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্পসুদে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। ব্যাংক-ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকসমূহ সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল হতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করবে। এ ঋণ সুবিধার সুদের হার হবে ৯ শতাংশ। প্রদত্ত ঋণের ৪ শতাংশ সুদ ঋণ গ্রহিতা শিল্প প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসাবে সংশ্লিষ্ট ব্যাংককে প্রদান করবে।
প্যাকেজ-৩: বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের (ইডিএফ) সুবিধা বাড়ানো: ব্যাক-টু-ব্যাক এলসি এর আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইডিএফ-এর বর্তমান আকার ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার হতে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। ফলে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমপরিমান অতিরিক্ত ১২ হাজার ৭৫০ কোটি টাকা ইডিএফ তহবিলে যুক্ত হবে। ইডিএফ-এর বর্তমান সুদের হার এলআইবিওআর + ১.৫ শতাংশ (যা প্রকৃত পক্ষে ২ দশমিক ৭৩%) হতে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হবে।
প্যাকেজ-৪: প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম নামে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার একটি নতুন ঋণ সুবিধা চালু করবে। এ ঋণ সুবিধার সুদের হার হবে ৭ শতাংশ।
প্যাকেজ-৫: রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের বেতন বা ভাতা পরিশোধ করার জন্য ৫ হাজার কোটি টাকার একটি আপৎকালীন প্রণোদনা প্যাকেজ যা ইতোপূর্বে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।
সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে এসব প্যাকেজ ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আশা করি, পূর্বে এবং আজকে ঘোষিত আর্থিক সহায়তার প্যাকেজসমূহ দ্রুত বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে এবং আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কাছাকাছি পৌঁছতে পারবো, ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতের ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।এছাড়াও সারের ভর্তুকি বাবদ ৯ হাজার কোটি টাকা, কৃষিতে যান্ত্রিকীকরণের জন্য ১০০ কোটি টাকা, বীজের জন্য ১৫০ কোটি টাকা এবং কৃষকদের জন্য আরও ১০০ কোটি টাকা অর্থাৎ ধান কাটা ও মাড়াইয়ে মোট ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন। প্রনোদনার এই টাকা কৃষকের মাঝে বিতরণ করার জন্য সুদ হার ৫ শতাংশ প্রস্তাব করলেও পরে কমিয়ে ৪ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে কৃষি খাতের ক্ষতি মোকাবিলায় চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। ৬ মাস গ্রেস পিরিয়ডসহ ১৮ মাস মেয়াদি এ ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৪ শতাংশ।

প্রনোদনার টাকা ভাগাভাগি নয়, এখন আমাদের নজর রাখা উচিত এবং সতর্ক থাকা উচিত এই টাকা যেন বেহাত হয়ে না যায়। প্রনোদনার এই টাকায় যেন বিদেশে কারো সেকেন্ড হোম না হয়। এই টাকা যেন কারো চালের ট্রামে, সিন্দুকে, বিছানার নিচে, বউয়ের গলায়, শালির ফ্ল্যাটে চলে না যায়। এই টাকা যেন চলে না যায় কোন ক্যাসনোতে। এই টাকা যদি সঠিক ভাবে ব্যবহার করা হয় তবে নিশ্চিত ভাবে বলা যায় আমরা আবার মেরুদন্ড সোজা করে দাড়াতে পারবো, করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামাল দিয়ে দু’বেলা দু’মুঠু ভাত খেতে পারবো। ত্রাণ বিতরণ নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। এই চোরের দল করোনার মত নুতন কোন বিষাক্ত জীবানু নয়। সবসময়ই ছিলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। চোর যেমন থাকবে তেমনি সাধুকেও সজাগ থাকতে হবে। চোরের ধর্ম চুরি করা, আর আমাদের কাজ হবে নিজের সম্পদ রক্ষা করা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


এটাকে 'প্রনোদনা প্যাকেজ' বলাটা ভুল; ইহার নাম হওয়ার দরকার 'রেসকিউ প্যাকেজ'; আপনার মতে এই টাকাগুলোর সঠিক ব্যবহার কওথায় হওয়া উচিত?

২| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: এই সব প্রনোদনার বা ত্রান লটারীর মতোণ। যারা পায় তারা ভাগ্যবান।

৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৮

নেওয়াজ আলি বলেছেন: প্রবাসীরা ৫ লাখ ঋণ পাবে

৪| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১

ক্ষুদ্র খাদেম বলেছেন: এটাই আসলে আমাদের দেশের "Irony" যে দিনশেষে আপনি আমি জানতেও পারব না, আসলে সেই টাকা কোথায় গেল?? আসলেই যার পাওয়ার কথা সে পেল কিনা আর যদি না পায়, তাহলে তার জন্যে জবাবদিহিতা টা কোথায়???

৫| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩১

মোঃ ইকবাল ২৭ বলেছেন: সারা দেশে এলাকা ভিত্তিক তালিকা হয়। চোরেরা খেয়ে ফেলে। কিছু চোর ধরা পড়লে সংখ্যায় তা খুবই কম। দেশে চাল, তেল চুরির মহোৎসব চলেছে।

৬| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৩

নুরহোসেন নুর বলেছেন: আমরা কিছু পাবো না পাওয়ার সম্ভবনাও নাই,
চোরেরা সব খেয়ে দেয়ে ঘুমাবে।
আমরা হা-হুতাশ করা ছাড়া কিছুই করতে পারব না।

৭| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ব্লগে দেখছি না, প্যাকেজের জন্য কি লাইন ধরেছেন?

৮| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৩

সাইন বোর্ড বলেছেন: অপেক্ষা করেন, হয়ত আপনারটাও পেয়ে যাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.