![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে এমন অনেকেই আছেন যারা ওবামাকে খুব ভাল জানেন বা ভালবাসেন, অনেকে মনে করেন ওবামা মুসলিম, তাদেরকে বলছি News টা একটু পড়ুন ।
যে ইসরাইল ফিলিস্থিনে হাজার হাজার মুসলমান হত্যা করলো (অধিকাংশ নারী এবং শিশু) সেই ইসরাইলকে সমর্থন দেয় ওবামা। আর এই ওবামাকে সমর্থন দেয় আমাদের জামাত ইসলাম । হায়রে মুসলমান, তোরা মানুষ হবি কবে?????????????
আমরা সবাই ইসরাইলপন্থী : ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবারো ইহুদিবাদী ইসরাইলের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সবার জানা উচিত আমরা সবাই ইসরাইলপন্থী। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদিবাদীদের সংগঠন জিউস ফেডারেশন অব নর্থ আমেরিকা এবং কনফারেন্স অব প্রেসিডেন্ট অব মেজর আমেরিকান জিউস অর্গানাইজেশন আয়োজিত এক অনুষ্ঠানে গত শুক্রবার বক্তৃতা করার সময় ওবামা এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক প্রাধান্য বজায় রাখার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকা ও ইসরাইলের মধ্যকার মতপার্থক্যকে তিনি ওয়াশিংটন এবং তেলআবিবের মধ্যে পারিবারিক কলহের মতো বলে উল্লেখ করেন। তিনি বলেন, সব পরিবারেই এ ধরনের কলহ বা মতপার্থক্য থাকে। ইরানের সঙ্গে সম্প্রতি ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়েছে। এ সমঝোতার প্রতি রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের সমর্থন আদায়ের জন্য প্রেসিডেন্ট ওবামা আপ্রাণ চেষ্টা করছেন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
মামু১৩ বলেছেন: সৌদীসহ অনেক মুসলীম দেশ ইসরাইলের সাথে বানিজ্যিক সামরিক সম্পর্ক রাখে।
"আর এই ওবামাকে সমর্থন দেয় আমাদের জামাত ইসলাম ।"---খুবই স্বাভাবিক।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
ক্ষুদে লেখক বলেছেন: অনেকে আছে যারা ছাগলের তিন নাম্বার বাচ্চার মত খেয়েও লাফায় না খেয়েও লাফায় অর্থাৎ বুঝেও হেইয়োস না বুঝেও হেইয়োস!!!
জামাত ইসলামী হলো তদ্রুপ । তারা না বুঝে ওবামা কে সমর্থন দিচ্ছে :/
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
আমি আবুলের বাপ বলেছেন: যখন মাননীয়া প্রধানমন্ত্রী এবং তার ছেলে ওবামার সাথে ছবি তুলেছেন এবং সেটা সারা ঢাকা শহরের বিলবোর্ডে ছেয়ে যায় তখন কে কাকে সমর্থন দেয়।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
রানার ব্লগ বলেছেন: ভোটের রাজনীতিতে কতই না কিছু বলতে হয়, সব ভোটের খেল রে ভাই ভোটের খেল !!!