নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা লিখি তাহা ভুল করে লিখি যাহা লিখিতে চাই তাহা পারিনা ।সংশয়ে কলম সদা দোলেপাছে লেখা বিপদে ফেলে

আসামিহাজির

আসামিহাজির › বিস্তারিত পোস্টঃ

বনানীর এফ আর টাওয়ার এর আগুন থেকে কি শিক্ষা আমরা নিতে পারি ?

২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৩


ফটো :বনানীর আগুনে নিহত৭ প্রথম আলো ২৮ মার্চ

বনানীর বহুতল ভবনে আগুন ও নিহতের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো আমরা আসলে দুর্যোগ মোকাবেলায় কতটা অসহায় বা সক্ষম । দুর্ঘটনা ঘটতেই পারে সেটা যে কোনো দেশে কিন্তু সেই দুর্ঘটনা মোকাবেলায় আমাদের প্রস্তুতি ও তার কার্যকারিতা কতটুকু তা এইঘটনাই নয় কিছুদিন আগে চকবাজারের আগুনের ঘটনায় প্রমাণিত হয়েছে । বিমান বাহিনীর উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ।প্রিয়জনদের এবং উৎসুক জনতার ঘটনাস্থলে ভিড় করার বিষয়টা স্বাভাবিক।উন্নত দেশ হলে পুলিশ ব্যারিকেড দিয়ে জায়গাটা এম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের জন্য খোলা রাখতো এইক্ষেত্রে সেটা দরকার ছিল কিন্তু করতে না পারার দুটো কারণ
এক মানুষ নিজেরাও উদ্ধার কাজে শরিক হাতে চায়
দুই পুলিশের সেই জ্ঞানের ট্রেনিং ও চেষ্টার অভাব ।
এছাড়া উন্নত দেশে বহুতল ভবনে আগুন লাগলে তা নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপদে বের হয়ে আসার নিয়মিত ট্রেনিং বাধ্যতামূলক যা আমাদের দেশে অনুসরণ করা হয় না ।মনে রাখতে হবে আগুন যাতে না লাগে তার ব্যাবস্থা ও সেই সম্পর্কে সচেতন ও সতর্ক থাকা দরকার এবং আগুন লেগে গেলে তা নেভানো বা নিরাপদে সেই জায়গা থেকে বের হওয়ার পথ ও ট্রেনিং বা প্রাকটিস আপনার জীবন বাঁচাতে পারে ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: ২২ তালা এই ভবন টিতে কি ইমারজেন্সী দরজা বা সিঁড়ি নেই?

২| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভবনে ইমার্জেন্সি সিড়ি নিশ্চিত করা
ভবনের নিজস্ব অগ্নি নির্বাপনী ব্যবস্থা শো অফে না রেখে প্রকৃতই কার্যকর মুডে তা রাখা
মাসান্তে চেক করা।
মাঝে মাঝে মহড়া করা
সিলড গ্লাস ভবনের বদলে পর্যাপ্ত আলো -হাওয়া নির্গমনের ব্যবস্থা রাখা!
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নামেই গালভারী না রেখে কাজেও দক্ষ করা।
তাদের প্রয়োজনীয় ইকুইপমেন্টস সরবরাহ নিশ্চিত করা।
পানির অভাব আবারো প্রকট হলো এই অগ্নিকান্ডে! নগরে পর্যাপ্ত জলাধার রাখা।

৩| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

ভুয়া মফিজ বলেছেন: এসব বিপর্যয় রোধ করার জন্য আমাদের বহুকিছুই নাই, বহুকিছু ঠিক করতে হবে। যার কোন কিছুই অতীতে ঠিক করার মানসিকতা ছিল না, ভবিষ্যতেও থাকবে না। সবচেয়ে ভীতির কথা, সদিচ্ছাটাই নাই। প্রয়োজনীয়তার লিস্ট দিতে গেলে আলাদা পোষ্টই দেয়া লাগবে। কাজেই আল্লাহর মাল আল্লাহর হাতে ছেড়ে দেয়াই আমাদের নিয়তি।

আর শিক্ষা নেয়ার কথা যদি বলেন, কোন শিক্ষা না নেয়াটাই সবচেয়ে বড় শিক্ষা!

৪| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪০

ঢাবিয়ান বলেছেন: এক টার্মে বিনা ভোটে আরেক টার্মে মধ্যরাতে নির্বাচন করা হয়েছে কি জনগনের সেবা দেয়ার উদ্দেশ্যে ? কাজেই উন্নত দেশের তুলনা দিয়ে অযথা ডিপ্রেশনে ভুগে লাভ নাই।

৫| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো বলেছেন।

৬| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: এই দেশ পচে গলে নষ্ট হয়ে গেছে।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: আমরা কোনো কিছু থেকেই শিক্ষা নিই না। কয়েকদিন হা হুতাশ করি ব্যস এই পর্যন্তই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.