![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারনেট, স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের এই যুগে এসে বাংলাদেশের তরুন প্রজন্ম যেনো টিভি দেখার আনন্দ ভুলেই যেতে বসেছে। এমনকি ঘরের বয়স্ক সদস্যরা পর্যন্ত তাদের কাজ ও বিনোদনের ক্ষেত্রে নিজ নিজ স্মার্ট ডিভাইস আর ইন্টারনেটে নির্ভরশীল।
তবুও বিশেষ বিশেষ দিনগুলোয় পুরো পরিবার ও বন্ধুদের দলকে এক ছাদের নিচে নিয়ে আসার যাদুকরী ক্ষমতার জন্য টেলিভিশনের আবেদন যেনো আজও চির অমলিন। দেখতে দেখতে আমার টিভিটিও পুরনো হয়ে যাচ্ছিলো তাই মনে মনে একটি ভালো ব্র্যান্ড এর টিভি কেনার চিন্তা করছিলাম। সেই সুবাধেই বিভিন্ন শোরুম ঘুরা হয়েছিল।
নতুন টিভি কেনার আগে আমি যেদিকগুলো বিবেচনা করেছি চলুন তা জেনে নেই-
হুট্ করেই টিভি অথবা এজাতীয় প্রোডাক্টগুলো না কেনাই ভালো। আমি যখন নতুন টিভি কেনার কথা চিন্তা করেছি এর আগেই বেশ কয়েকটা শোরুম ঘুরে দেখেছি যাচাই বাছাই করার জন্য।
স্ক্রিনের সাইজ আমার কাছে বিশাল একটা ব্যাপার
আপনি হয়ত ভাবছেন যে যত বড় স্ক্রিন, দেখতে তত বেশি ভালো লাগবে। এটা আসলেই অনেকটাই সত্যি, কিন্তু অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ শর্তসাপেক্ষে। বড় স্ক্রিনে আপনি সেরা সব ইউএইচডি বা ফোর-কে চ্যানেল দেখতে পারবেন।
একটি বড় স্ক্রিন মানে ঘরের প্রতিটি কোনা থেকে ভালো ভিউইং এঙ্গেল বা দেখার স্বাচ্ছন্দ্য পাওয়া। আপনি চাইলেই আপনার পুরো পরিবার বা বন্ধুদের দলকে একই রুমে নিয়ে একসাথে বসে পছন্দের মুভি কিংবা টিভি অনুষ্ঠান দেখতে পারবেন।
আর বড় স্ক্রিনে খেলা দেখার আনন্দের সাথে কোনকিছুর তুলনা হয় না। কিন্তু আপনার এটাও মাথায় রাখতে হবে যে সবচেয়ে স্লিম টেলিভিশন সেটটিরও কিছুটা হাওয়া-বাতাস চলাচল প্রয়োজন। টিভির প্রত্যেক পাশে অন্তত ১ থেকে ২ ইঞ্চি যায়গা ফাঁকা রাখতে হয় গরম বাতাস বের হয়ে যাওয়া ও ঠাণ্ডা বাতাসের মুক্ত চলাচলের জন্য।
আপনার রুমের সাইজও একটা বড় ব্যাপার। যদি আপনার রুম যথেষ্ট চওড়া না হয় তখন আপনি চাইলেও একটি বড় টিভি কিনতে পারবেন না, কেননা এটি দেখতে যেমন বেখাপ্পা লাগবে তেমনই খুব বেশি কাছে বসে টিভি দেখতেও ভালো লাগবে না বা চোখে সমস্যা হতে পারে। অতএব আপনার রুমের সাইজ এবং অভ্যন্তরীণ আসবাবপত্রের বিন্যাসকে মাথায় রেখে তবেই সঠিক মাপের একটি ডিসপ্লে বাছাই করতে পারবেন।
অপেক্ষা করেছি সেরা দামের জন্য
আপনি যদি প্রযুক্তির অন্ধ ভক্ত না হয়ে থাকেন বা যেকোনো ডিভাইস মার্কেটে আসা মাত্রই তা কিনে ফেলার মত পাগলামির অভ্যাস না থেকে থাকে, তবে একই ডিভাইস কিছুটা সহনীয় দামে কেনার জন্য কয়েক মাস অপেক্ষা করা ভালো। বাংলাদেশে ঈদ বা বিশেষ সেল চলার সময়গুলোর জন্য অপেক্ষা করা উচিত, কেননা এই সময় কোম্পানিগুলো বিভিন্ন রকম ছাড় ও ফ্রি আনুষঙ্গিক ডিভাইসের অফার দিয়ে থাকে।
এতে করে আপনি শুধু যে সেরা দামে পণ্যটি কিনতে পারছেন তা নয়, একই সাথে বিভিন্ন আনুষঙ্গিক ডিভাইস ফ্রি তে পাচ্ছেন, যা হয়ত লেটেস্ট পণ্যের সাথে কিনতে গেলে অতিরিক্ত খরচ হতে পারতো। এই পয়েন্ট এর কথা মাথায় রেখে এইচডি, ইউএইচডি বা ফোর-কে টিভি কেনার এটাই সবচেয়ে ভালো সময়, কেননা এখন বিভিন্ন শোরুমে বা অনলাইন মার্কেটপ্লেসগুলোয় দারুণ সব অফার চলছে।
বেশিরভাগ স্পেসিফিকেশনই আমার কাছে তেমন কাজের মনে হয়না!
ঘটা করে প্রচার করা ফিচার ও স্পেসিফিকেশনসমূহ যা আপনি বিজ্ঞাপনে দেখেন কিংবা হাতে ধরিয়ে দেয়া স্পেসিফিকেশন শীটগুলো ইচ্ছা করেই আপনাকে দেখানো হয়, যাতে আপনি ঘুরেফিরে সবচেয়ে দামী পণ্যটি কেনার কথা ভাবেন।
যেই ফিচার বা স্পেসিফিকেশন আপনার জানা দরকার সেগুলো ওজন/মাত্রা ও ইনপুট বিভাগে উল্লেখ করা থাকে, অর্থাৎ টিভির আকার আকৃতি, ডিসপ্লে এর সাইজ, কি কি ডিভাইস বা প্রযুক্তি এর সাথে ব্যবহার করা যাবে ইত্যাদি। আর প্রধানত যেই জিনিসগুলো আপনার ভালোভাবে খেয়াল করা দরকার তা হলো স্ক্রিন বা ডিসপ্লে এর মাপ, টিভির ধরণ, পিকচার কোয়ালিটি।
আমি চাচ্ছিলাম আমার পুরনো টিভিটি বিক্রি করে নতুন টিভি কিনতে। তাই অনেকেই দেখিয়েছিলাম বিক্রির জন্য কিন্তু যেই দাম বলছিলো তারা সেটাতে আমি সন্তুষ্ট ছিলামনা। হটাৎ একদিন ট্রান্সকম ডিজিটালের ফেইসবুক পেজে দেখলাম টিভি এক্সচেঞ্জ চলছে সেখানে।
তাই আর দেরি না করে নক করলাম তাদের। তারপর কিনে আনলাম আমার পুরনো টিভিটি এক্সচেঞ্জ করে পছন্দের ব্র্যান্ডের নতুন আরেকটি টিভি।
এক্সচেঞ্জ অফারে আমার টিভি কেনার কারণ
বর্তমানে আমাদের দেশের কিছু নামিদামী প্রতিষ্ঠান আমাদের পুরনো প্রোডাক্ট গুলো এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে থাকে। এদের মধ্যে রয়েছে ট্রান্সকম ডিজিটাল, বেস্ট ইলেকট্রনিক্স, পিকাবো ইত্যাদি তারা পুরনো টিভি এক্সচেঞ্জ করে দেয় নতুন টিভি, পুরনো ফ্রিজ এক্সচেঞ্জ করে দেয় নতুন ফ্রিজ, পুরনো এসি এক্সচেঞ্জ করে দেয় নতুন এসি।
আমি যে কারণে এই অফারে টিভি কিনেছিলাম তা হলো আমি এক্সচেঞ্জ ভ্যালুটা খুব ভালো পেয়েছিলাম যা অন্য কোথাও বিক্রি করলে পেতাম না। এর ফলে আমার ক্যাশ টাকা কিছুটা কম লেগেছিলো। তাছাড়া এক্সচেঞ্জ অফারের সাথে আমি আরো পেয়েছি ক্যাশব্যাক ডিসকাউন্ট, EMI ফেসিলিটি, হোম ডেলিভারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো জেনুইন প্রোডাক্ট যেটা আমি ট্রান্সকম ডিজিটাল থেকেই পেয়েছিলাম।
তো আপনি কবে যাচ্ছেন আপনার পুরনো টিভিটি পাল্টাতে?
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: এ পোস্ট পড়ে এটাকে একটি বিজ্ঞাপনের মত মনে হলো, যদিও কিছু প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শও এখানে আছে।