নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

"স্যার/ ভাই আগে পরিচয় দিবেন না!"

১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৪

দেখুন, এই বংগদেশে আপনাকে কাংখিত সেবা পেতে গেলে "পরিচয়" দিতে হবে, আপনাকে "ভাই" বা "বড় অফিসার" হতে হবে, নইলে যে কোনও অফিসের পিয়ন ও আপনারে যেই ঝাড়ি দিবে, উহাতে মুত্র বিসর্জনের উপক্রম হতে পারে

আর যদি সে বুঝতে পারে, আপনি নোবডি, তালি গো* মারা সারা। আখ যেভাবে মেশিনে দিয়ে ছিবড়ে রস বের করা হয়, আপনাকে ছিবড়ে সেভাবে আপনার জীবনীশক্তি কেড়ে নেয়া হবে।

লিটারেল্লি, আপনি যদি সাধারণ চায়ের দোকানে এক কাপ চা এর জন্য যান, সেখানে ও আপনাকে এটলিস্ট আলাদা ভাবে বলতে হবে, "ভালো করে বানাইয়েন" ও হ্যা, সে খানিক ঠাটবাট নিয়া বলতে হবে, অথবা, আপনার ড্রেসাপ ও ভাবসাব, "ভাই" বা "অফিসার" সুলভ হতে হবে। অথচ, আপনি ওই এক কাপ চা এর জন্য পে করছেন, এবং ঐ মূল্যে তার উত্তম এক কাপ চা ই দেয়ার কথা।

আপনি কোনও অফিসে গেলেন, নির্ধারিত ফি পে করলেন।
আপনার দিকে সংশ্লিষ্ট অফিসার এমনভাবে তাকাবে, আর এমনভাবে আপনাকে ট্রিট করবে সে যেন আপনাকে করুনা করছে। অথচ, তাকে আপনি পে করছেন আর সে "পেমেন্ট" থেকেই তার স্যালারি হচ্ছে।

যখনই আপনার পরিচয় প্রকাশ পাবে বা আপনি ই ঠ্যাকায় পড়ে দিবেন, তার প্রথম ডায়লগ হবে, "স্যার/ ভাই আগে পরিচয় দিবেন না!" এর পরে কফি, সেবা মূল্যের উপরে ছাড় ও আসতে পারে।

প্রশ্ন হচ্ছে, আমাকে কেন আমার পেশাগত পরিচয় দিতে হবে?
আমিতো আমার অফিসিয়াল কাজে আসি নাই, ব্যাক্তিগত কাজে আসছি, আমাকে আমার প্রাপ্য সেবা দিলেই হল, বাড়তি সেবার দরকার নাই।

এই যে জাতিগতভাবে 'তোষন" ও "পদলেহন", এ কি সেই সাম্রাজ্যবাদ থেকেই আমাদের জ্বীন এ প্রবিষ্ট হয়ে আছে?
নাকি এ জাতি এমনই...

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫২

জ্যাকেল বলেছেন: বাঙালি বীরের জাতি, এইটা ফাঁকা বুলি ছাড়া কিছুই না।বীরের জাত বলতে প্রকৃতপক্ষে থাকলে সেইটা হইবে আফগান জাতি। আমাদের বারবার শোষণ করা হইতেছে অথচ জনগণ এক হইতে পারে না। ৭১ এও আমরা পুরোপুরি এক হইতে পারিনি, একদল পাকিস্তানিদের সাথে ছিল, একদল খামাখা ঝামেলা মনে করেছিল আর আরেকদল মুক্তিযুদ্ধ করেছিল। ভারতের সাহায্য না পাইলে পাকিরাই জয়ী হইত কারণ পাছার মত আমরা দুইভাগ হইতে থাকি। এখন আপনার পোস্টের প্রসংগে বলি- সুদীর্ঘকাল দোচন খাইতে খাইতে আমাদের জাতীগত স্বভাব হইয়া গেছে যেইখানেই ফাঁক আছে সেইখানেই আংগুল ঢুকাইতে। এই অভ্যাস ছাড়া কঠিন কাজ। তাই সরকারী অফিসে কেউ সেবা নিতে আসিলে তাকে দুচিতে কোন অসুবিধা হয় না।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৩

মৌন পাঠক বলেছেন: একটা চুতিয়া জাতি।

২| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৬

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৫৭

মৌন পাঠক বলেছেন: ধন্যযোগ।

৩| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলেছেন।
পরিচয়ে দিলে কাজ দ্রুত হয়। দেশ এরকম হয়ে গেছে।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৫৮

মৌন পাঠক বলেছেন: গলায় একখান আইডি কার্ড ঝুলালে ও কাজে আসে, আমার হ্লায় তা ও নাই।

৪| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৩

মরুর পথে বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ পোস্ট। আমিতো ভাবছি দুই চারটা মামা-চাচা হায়ার করবো নাকি?

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০১

মৌন পাঠক বলেছেন: তখন মগবাজার এক মেসে থাকি, আর্থিক সমস্যার জন্য সস্তায় একটা মেসে উঠছি।
সামান্য কি কথা কাটাকাটিতে দেখা গেল ঐ মেসের সবারই কেউ না কেউ আছে, এমনকি ঢাকার রিক্সাওয়ালা ও বেনজীর সাহেবের আত্মীয়, একমাত্র আমার ই কেউ নেই।
পরবর্তীতে এক ঝাড়িতে সব দেখি বিলাই নিকলা

৫| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪১

মোহামমদ কামরুজজামান বলেছেন: পরিচয় না দিলে কাম ঐবো কেমনে ভাই?

যেখানে আমরা কেউ ঠেলায় না পড়লে নড়তেই চাইনা।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০২

মৌন পাঠক বলেছেন: ঐ যে, "আমাকে স্যার ডাকবা"

৬| ১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এ জাতি এমনই। এটাই মনে সঠিক জবাব।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৩

মৌন পাঠক বলেছেন: এই অস্বাভাবিকতাকে ই আমরা স্বাভাবিক ভাবে নিয়েছি।

৭| ১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪

শেরজা তপন বলেছেন: সন্দেহাতীত সত্যি কথা। এ স্বভাব আমাদের আর যাবে না কোন কালে :(

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৪

মৌন পাঠক বলেছেন: সাপ নাকি মরলে সোজা হয়।

৮| ১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০

খায়রুল আহসান বলেছেন: ১৯৮০-৮১ সালের কথা। মিরপুর বোটানিকাল গার্ডেন তখন সত্যিই খুব সুন্দর একটা বেড়ানোর জায়গা ছিল। একদিন আমিও সেখানে গিয়ে ফটক দিয়ে প্রবেশের সময় লক্ষ্য করলাম, একটা মাইক্রোবাসে করে কোন একজন হোমড়া-চোমড়া ব্যক্তি সপরিবারে বেড়াতে এসেছেন। তিনি চাইছেন, মাইক্রোবাস নিয়েই ভেতরে প্রবেশ করবেন, কিন্তু গেটকীপার তাকে আটকে দিল। ড্রাইভার ত্বরিত নেমে তার কানে কী যেন বললো। সে সাথে সাথে গেট টা খুলে দিয়ে একটা লম্বা সালাম দিয়ে বললো, "আগে বলবেন তো স্যার, আই এ্যাম অমুক, আই এ্যাম তমুক"!

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৫

মৌন পাঠক বলেছেন: "তুমি জানো আমি কে?"
ঃ কে আপনি?
ঃ আমি "অমুক"
ঃ হ্যা সেটা আমি জানি ও আপনারে ভালোভাবেই চিনি, আপনি সম্ভবত আমার সম্বন্ধে জানেন না, জেনে আসা উচিৎ ছিল না

৯| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১:৫১

মেহেদি_হাসান. বলেছেন: মজার বিষয় হলো আমি একজনের পরিচয় দিয়ে বড় হই সে আবার অন্য আরেকজনের পরিচয় দিয়ে অনেক কাজ সেরে নেয় তার আবার প্রয়োজন হলে আরো বড় একজনের পরিচয় দেয় এভাবেই চলে আসছে আর আমরা এসব মেনে নিয়েছি। সেদিন দেখলাম এক রিকসাওয়ালা আরেক রিকসাওয়ালাকে বলছে-' তুই জানস বেডা মোর বাড়ি কই? মুই মন্ত্রীর বাড়ির পাসে থাহি'

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৪

মৌন পাঠক বলেছেন: পরের ধনে পোদ্দারি

১০| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৭ ই জুন, ২০২৩ রাত ১:৩৫

মৌন পাঠক বলেছেন: আমিও এলাম, একই উদ্দেশ্যে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.