নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

ইন্ডেমনিটি

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৭

পাকিস্তান ক্রিকেট দলকে বলা হয় মোস্ট আনপ্রেডিক্টেবল!

আনপ্রেডিক্টেবল দল বলতে বোঝানো হয়, এদের বিষয়ে কোনওরুপ নিশ্চয়তা দেয়া যাচ্ছে না, নিশ্চিতভাবে জেতা ম্যাচ ও এই দল হেরে যেতে পারে আবার নিশ্চিতভাবে হারা ম্যাচ ও জিততে পারে।

দঃ আফ্রিকাকে বলা হয় চোকার, মানে এই দলটা বিগ ম্যাচে চাপের মুখে ভেঙে পরে।

এই চোকার এবং আনপ্রেডিক্টেবল এর মাঝে সূক্ষ্ম ১টা রেখা আছে, পার্থক্যটা যৎসামান্য, সেদিকটায় এবেলা আর না যাই।

ক্রীড়াংগনে মোটামুটিভাবে এই দুইটা দলের সাথে এই টার্ম দুটো লেগে গেছে, এবং এইটা বেশ প্রতিষ্ঠিত একটা বিষয় ও বটে।

এই যে "আনপ্রেডিক্টেবল" হয়ে ওঠা, এইটা ১টা খুব রকম বাজে প্রাক্টিস।
কাউকে "আনপ্রেডিক্টেবল" সার্টিফিকেট দেয়ার মানে হচ্ছে, তাকে ইন্ডেমনিটি দেয়া বা তার এই অনিশ্চয়তাকে সামহাউ রিকগনাইজ করা বা স্থুলভাবে গ্লোরিফাই করা।

আপনি যখন কাউকে এভাবে ইন্ডেমনিটি দিবেন, সে চাইলে এর অপব্যবহার করতে পারে, সে ইচ্ছে করেই এই সুযোগটা কাজে লাগাতে পারে, ও ফাকে অনৈতিক কিছু করে বসতে পারে।

যার উদাহরণ স্পষ্টতই পাকিস্তান ক্রিকেট দল।
এবং পাকিস্তানের ক্রিকেটাররা যে এর সদ্বব্যবহার করে নি সে কথা এই দলটার ঘোর সমর্থক ও বলতে পারবে না। (৯৯ এর বিশ্বকাপে বাংলাদেশের জয় ও নাকি ডন দাউদ ভাইয়ের বদান্যতা)। Click This Link

ক্রিকেট জুয়ার ইতিহাসে পাকিস্তান একটা আলাদা চাপ্টার এর ধারক ও বাহক উইথ ডিউ প্রাইড।

অবশ্য সাউথ আফ্রিকার হ্যান্সি ক্রনিয়ে বাদে অন্য কোনও নাম সেভাবে আসে নাই।

অবশ্য আমার এখানে আলোচ্য বিষয় ক্রিকেট জুয়া না, তবু যখন ক্রিকেট নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে খানিক কথা না বলা সমিচীন মনে হচ্ছে না।

উদাহরণ স্বরুপ টিটুয়েন্টি ম্যাচ এর কথা বলা যায়।
বর্তমান ক্যাপ্টেনকে মোটামুটিভাবে দেশের ক্রীড়ানুরাগীরা অথর্ব, অচল ও বাতিল এর খাতায় ফেলে দিয়েছে (অথচ, বিপিএল এ এই সেম ক্যাপ্টেনের বেশ কিছু ম্যাচ দেখেছি, যেখানে সে খুবই লো স্কোরিং ম্যাচ জিতে এসেছে।) তার বিরুদ্ধে বড় ১ টা অভিযোগ, সে বাই বুক ক্যাপ্টেন্সি করে আর এ কারণেই দল এগিয়ে থেকে ও হেরে যায়। আমার ধারণা এটা ক্যাপ্টেন এর ও অজানা থাকার কথা না, এবং আপনারা এইভাবে ই তাকে ইন্ডেমনিটি দিয়ে দিলেন।

উদাহরনের স্বার্থে বা যুক্তির খাতিরে ধরুন, সে ম্যাচটা ফিক্সিং করল ও হেরে গেল, আপনারা ই বলবেন, “ আগেই কইছিলাম/ জানতাম"। সে যদি আপনার এই জ্ঞানটাকে এনক্যাস করতে চায়, নো ওয়ান উইল সাসপেক্ট।

এইরকম একটা সেম প্যাটার্ন পরিবার ও সমাজে অহরহ দেখা যায়ঃ
পরিবারের ক্ষেত্রে অনেকটা এইরকম, পরিবারের ১ সন্তান একটু ঘাড়ত্যাড়া, সো ঝামেলা এড়াতে তার অনেক অন্যায় আবদার ও মেনে নেয়া হয়, এর সবথেকে বড় ভুক্তভোগী হয় ওই ব্যক্তির স্বামী/ স্ত্রী। সবাই বেচারা/ বেচারীকে ই পরামর্শ দেয় "মানিয়ে নেয়ার জন্য"।

অর্থাৎ এখানে ও উক্ত ঘাড়ত্যরা ব্যক্তিকে ইন্ডেমনিটি দেয়া হয়েছে ও সে তার পূর্ণ স্বদ্বব্যবহার করছে।

স্থানীয় বাজারে খেয়াল করবেন, পাগল বেশে কিছু মানুষ ঘুরে বেড়ায়, এদের মধ্যে দুই ১জন এইরকম হয়, যখন তখন যারে তারে হামলা করে বসে, এই পাগল ও বিষয়টা জানে, ওরে ইন্ডেমনিটি দেয়া হইছে!

সমাজ বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান এর কোনও নাম দিয়েছে বোধহয়, আমার জানা নেই যদিও, নামকরণ না করে থাকলে ১ টা নাম দিয়ে দিবনে।

এই যে ধরেন দেশে একটা গোষ্টী দুই দিন পর পর অন্য আরেকটা গোষ্টীর উপর হামলা চালাচ্ছে (রাজনৈতিক গ্রুপ ও উপগ্রুপের দলাদলি), ব্যাপার হচ্ছে তারা জানে তাদের ইন্ডেমনিটি দেয়া আছে; তারা যেটা জানেনা, সেটা হচ্ছে, অন্য কেউ এই সেম ইন্ডেমনিটি তার বিরুদ্ধে ব্যবহারের জন্য দিন গুনছে, সঠিক সময়ের অপেক্ষা করছে, ১ম ধাপ চলছে, ২য় বা ৩য় ধাপে তার পালা ই আসছে।

লেখার মূল প্রসংগ হচ্ছে, কাউকেই, সে যে ই হোক, ক্রিকেটার বা পিকেটার কাউকেই ইন্ডেম্নিটি দেয়া যাবে না।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

কামাল৮০ বলেছেন: ক্রিকেট খেলা এক দেড় ঘন্টার খেলায় পরিনত করলে সবার কাছে গ্রহন যোগ্য হবে।

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৮

মৌন পাঠক বলেছেন: এখানে ক্রিকেট বা অন্য উদাহরণগুলো ইন্ডেমনিটির প্রায়োগিক দিক বুঝাতে লেখা হয়েছে, ক্রিকেট বা অন্য কিছু এই লেখার মূল ফোকাস না।

তথাপি, টিটেন ও আছে, ভার্শন যতই বেশী, বৈচিত্র্য ও বেশী, বিনোদন ও তত, বানিজ্য তার সমানুপাতিক, সাথে ইন্ডেমনিটি!

২| ১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

ইন্ডেমনিটি প্রতিষ্ঠায় বাংলাদেশ ক্রিকেট আগেই মতই।

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৮

মৌন পাঠক বলেছেন: বুঝি নাই, আপনার বক্তব্য, দুখিত।

৩| ১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

রানার ব্লগ বলেছেন: T20 বাতিল করে দেয়া উচিৎ এটা কোন ভাবেই ক্রিকেট খেলা নয়। এখানে যা হয় তা হলো গুল্লি ডান্ডা খেলা!!

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪০

মৌন পাঠক বলেছেন: হাহা হাহা

একবারে বাতিল ই করে দিচ্ছেন?

সেটা কি ফেয়ার হচ্ছে?

৪| ১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

রানার ব্লগ বলেছেন: জ্বি! দেখুন T20 খেলায় একমাত্র লাভবান হচ্ছে ভারত। এরা ছাড়া এই ফর্মেটে কেউই সুবিধা করতে পারছে না। আই পি এল নামক এক অপ্রয়োজনীয় টুর্নামেন্ট যা খেলোয়াড়দের স্কিল নষ্ট করে দিচ্ছে। ভাবুন মুস্তাফিজের কথা তাকে অপ্রয়োজনীয় ভাবে ব্যাবহার করে তার তাকে প্রায় পংগু বানিয়ে ছেড়েছে। আজকাল খেলোয়াড়েরা দেশের জন্য খেলে না আইপিএল এর জন্য খেলে।

১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৮

মৌন পাঠক বলেছেন: আপনার এই পয়েন্টটা ওকে, বাস্তবতায় এইটা সম্ভব না।
সেক্ষেত্রে, খেলাটাকে সবার জন্য উপযোগী করতে যা করার প্রয়োজন সেই পদক্ষেপ নেয়া দরকার।
একেবারে বন্ধ করে দেয়া কোনও সমাধান না।

৫| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: ক্রিকেট খেলা নিয়ে এখন আর আমার কোনো আগ্রহ নেই।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১:১৭

মৌন পাঠক বলেছেন: আমার লেখাটা ক্রিকেট নিয়ে না, এটা অক্রিকেটিয়; ক্রিকেট এখানে উদাহরণ মাত্র।

৬| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২০

হাসান কালবৈশাখী বলেছেন:


আপনার পোষ্টের মেসেজটা কেউ ধরতে পারলো না।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১:১৮

মৌন পাঠক বলেছেন: মাই ব্যাড!

৭| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:৩১

মনিরা সুলতানা বলেছেন: ক্রিকেটার বা পিকেটার কাউকেই ইন্ডেম্নিটি দেয়া যাবে না, এবং দেয়া টা অনৈতিক ও। ভুক্তভুগি রা টের পায়, ব্যালেন্স নষ্ট হয়।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১:১৯

মৌন পাঠক বলেছেন: সমাজ সেটা অফিসিয়াল্লি দিয়া রাখছে, আর রাষ্ট্রযন্ত্র আন-অফিসিয়াল্লি, এই আর কি।

৮| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন!!!


কেউ একজন একদিন মুখ ফস্‌কে বলেছিল পাকিস্তানকে - ওরা মোস্ট আনপ্রেডিক্টেবল টিম। ব্যস, বাকিরাও তার সাথে সুর মেলালো। বলতে পারেন, ৯৫ এর শুরু থেকে এই কিছুদিন আগে পর্যন্ত সব কটা টেস্ট/ওডিআই দলের স্কোর ও ম্যাচ আমার মুখস্থ ছিল। আমি তো দেখলাম - প্রতিটা ক্রিকেট দলই মোস্ট আনপ্রেডিকটেবল। পাকিস্তান আলাদা করে আনপ্রেডিক্টেবল কোনো কিছু করে নাই। পাকিস্তানের আনপ্রেডিক্টেবল ৩/৪টা ম্যাচের মতো সার্চ করে দেখুন, প্রতিটা দলেরই অনুরূপ সংখ্যক আনপ্রেডিক্টেবল রেজাল্ট আছে। ক্রিকেটে সব কটা দলই আনপ্রেডিক্টেবল - এ জন্য ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা।

যাক, ক্রিকেটকে আপনি মেটাফোর হিসাবে ইউস করেছেন। যে-বিষয়ে কনক্লুশন টেনেছেন, সে-বিষয়ে কিছু বলতে চাই না। সময় হলো সবচাইতে বড়ো হন্তারক এবং সূক্ষ্ম বিচারক। সময়ের হাতে কিছুটা ছেড়ে দিন, ও সবকিছু ঠিকঠাক করে নেবে।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১:২৫

মৌন পাঠক বলেছেন: সময়ের অপেক্ষায় আমি ও, তাদের দলে, যারা ও হাতে ইন্ডেমনিটি নিয়ে বসে আছে।
মেটাফর ওর যায়গায় ই থাক।

বরং ক্রিকেট নিয়ে কথা বলিঃ "ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা" যদিও আমি আর এ বাক্য মানতে পারছি না।
ক্রিকেট নিয়ে আমার আগ্রহ কখনো ই খুব বেশী ছিল না।

সম্প্রতি ১টা বই পড়ি, ক্রিকেট জুয়া নিয়ে লেখা, এর বেশ কিছু তথ্য ভেরিফাই করি, এখন আমার বারবার মনে হচ্ছে, ইগনোরেন্স ইজ ব্লিস!

বইটির রিভিউঃ (Click This Link)

৯| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪১

জ্যাকেল বলেছেন: এই যে সুযোগ দেওয়ার একটা সামাজিক মানসিকতা এইটা নিয়ে আমি ছোটবেলা থেকেই ভাবি। কি সুক্ষ উপায়েই না আমরা জাস্টিফাই করে দেই যেকোন অন্যায়কে! আপনি এই সমস্যাকে যেভাবে প্রায়োগিক দিক থেকে দেখালেন আমি খুব চমৎকৃত হলাম। লগিন না করে পারলাম না।

আরেকটা ব্যাপার ইগনোরেন্স ইস নট ব্লিস। ইহা ভয়াবহ বোকামি।

১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৫

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।

"ইগনোরেন্স ইজ ব্লিস!" এই বাক্যটা টা ই ১টা মারাত্মক আয়্রনি বহন করে।

ব্যাপার হচ্ছে, কোনও একদিন আপনার ও এমনটা মনে হতেই পারে, সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

১টা সহজ উদাহরণ দেই, আজ থেকে ২০/২৫ বছর পূর্বে আমাদের দেশে ইসলাম ধর্ম এর রীতি ও আচার কেমন ছিল?
আর আজ কেমন?

আজকের তুলনায় নিশ্চিতভাবেই সেটা বেশ ইউজার ফ্রেন্ডলি বা সহজ সরল ছিল, এবং আজকের তথাকথিত ঈমানদার!দের থেকে তখনকার কম জানা সাধারণ মুসল্লীদের ধর্মের প্রতি অনুরাগ অনেক ন্যাচারাল ছিল, আজ যা কিনা লোকদেখানো।

আপনি এভাবে যতই পেছাবেন এই পার্থক্য ততটা প্রকট হয়ে ধরা দেবে, এমনকি এই সহজ সরল ও ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারনে ই ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসার হয়, যে ধারাটাকে আমরা সুফিবাদ বলি।

এই যে পরিবর্তন এই পয়েন্ট টা ধরে ই বলতে পারেন, "ইগ্নোরেন্স ইজ ব্লিস!"

আবার ধরেন, আপনি কোনও একটা বিষয়ের ইন্স ও আউটস জানেন, কিন্তু বলতে পারছেন না, কিছু করতে পারছেন না, স্বাভাবিকভাবেই আপনি মনঃকষ্টে ভুগবেন, ও দ্যাটস দ্যা টাইম, ইউ আটার ইন সাইলেন্স, "ইগ্নোরেন্স ইজ ব্লিস!"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.