নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ করো নিপুন হাতে বাটখারা নিয়ে
ভাগ করো সম্পদ, সহায় গড়েছিল যা পূর্বপুরুষ
ভাগ করো সংসার অতীব আগ্রহে, মায়ের
নিপুন হাতে গড়া, একটু একটু, খানিক মায়ায়
সহীহ নিয়মে, হাড়ি বাটি, ঘর উনুন
গরু, গাধা, ঘোড়া গননা কর অতীব যতনে
পরিমাপ কর ইঞ্চি, কড়া শতক, জৈষ্ঠ্যে
একর, কিলোমিটার মাইলে, এ মাটি
দাও নিক্তিতে, বসাও ওজন আউন্স আনা
পাউন্ড কেজি, সের মন, আহা! মন, আহা সোনা
শস্য ধান, পান কলা চাল, ডাল ভরা গোলা
পুকুর ভরা মাছ, মাছের পোনা
ভাগ করো, প্রতি ইঞ্চি জমিন, যেন এতেই
নিহীত দোজাহানের অশেষ কল্যান
সালিশ ডাকো, ডাকো উকিল, সুষ্ঠু সমাধানে
সুষ্ঠু বন্টনে, যা তোমাদের না, তোমাদের অর্জিত না
ভাগ করো, তাই যা আজ আছে কাল নাই
ভাগ করো সব, কাল যা অন্য কারো
ভাগ করো সব, উড়াবে যা, ধোয়ায়
ভাগ করো সব, যাবে সব যা জলে
ভাগ করো সংসার, ভাগ করো ভাই বোন
পিঠাপিঠি, রক্তের বন্ধন, মায়া
ভাগ করো, দাদা দাদী শেষ যে বৃক্ষ
ভাগ করো শাসন, আহ্লাদ, আদর
ভাগ করো বাবা মা, নারীর টান
ভাগ করো, তাদের বিনীদ্র রাত
ভাগ করো তাদের নিঃস্বার্থ ত্যাগ
ভাগ করো খাবার পালা, এ বেলা ও বেলা
ভাগ করো ডাক্তার ঔষধ, পথ্য
ভাগ করো মসজিদ মন্দির তবারক প্রসাদ
ভাগ করো দায় দায়িত্ব কর্তব্য
ভাগ করো দেখি ভালোবাসা স্নেহ মায়া
এত কিছু করো বন্টন, নিয়মের ঘোরাটেপে
করে দেখাও ভাগ, আজি এখন ই বিশ
কিংবা ত্রিশের পরে
যেদিন তোমার পুত্র কন্যেরা এমনি আসরে
ভাগ কর আজ সব, শব এর কালে
ভাগ করো সম্পর্ক, সম্পর্কের নামে
ভাগ করো সব, ভবিষ্যতের আহ্বানে
ভাগ করো সব ভাগের স্বার্থে
৫ ফাল্গুন ১৪২৯
১৮ ফেব্রুয়ারি ২৩ খ্রিঃ
মেহেন্দীগঞ্জ, বরিশাল
রাত ১০ বেজে ২৭
২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৯
মৌন পাঠক বলেছেন: খসড়া এটা,
খানিক পলিশ করা হবে, আর ও কিছু আইডিয়া এড হবে।
চেষ্টা করছিলাম, অন্ত্যমিল না রেখে লিখতে...
তাতেই হয়তোবা খানিক খাপছাড়া আর কলেবরে বড়।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে ভাগাভাগি না হলে জীবন চলে না
অনেক শুভ কামনা রইল
২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫০
মৌন পাঠক বলেছেন: শুভ কামনা
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৪
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১
নেওয়াজ আলি বলেছেন: এক কথায় অসাধারণ
২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫০
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৫
সোনাগাজী বলেছেন:
জীবনের একটি নির্মম ইভেন্টের কাহিনী এসেছে পংক্তিমালায়; সবই ভালো ছিলো, কিন্তু আকারে বড় হয়ে গেছে।