![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে যেখান থেকে পারে,
খেলে দিচ্ছে, খেয়ে দিচ্ছে।
স্বাধীনতা দিবসে প্রথম আলো ফ্যাব্রিকেটেড নিউজ করল,
নিউজ ৭১ খেলে দিল।
এই দুই গ্রুপের পক্ষে বিপক্ষে খেলা চলছে,
আজ সে তো সাংবাদিক,
কাল ব্যারিস্টার,
পরশু আবার এসাইলাম নেওয়া সম্পাদক।
খেলছে অপ-সাংবাদিকতা কইরা,
কাউন্টার অপ-সাংবাদিকতা,
অতি উৎসাহী ধর ধর,
ভুয়া ব্যারিস্টার,
সদস্য পোদ,
এবিউজ।
আমরা হ্লায় কবিগানের দর্শক,
যখন যে হ্লায় যা কয়,
ওর লগেই মাথা ঝাকাই,
এক ছিলিম পাতা হইব?
আছিস কোনও হ্লায়।
প্রথম আলোর "স্বাধীনতা বিষয়ক" কয়েকটা প্রতিবেদন দেখলেই বোঝা যায়, এগুলো আসলে প্রকৃত বাস্তবতা বিবর্জিত, তাদের হাইলাইট এর মূল বিষয়বস্তু "দ্রব্যমূল্য বৃদ্ধি ", ফলস্বরূপ স্বাধারণ মানুষের ভোগান্তি।
দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে, সেটা বেশ রকমই, আমার নিজেরই এই বাজারে চলতে বেশ হিমশিম খেতে হচ্ছে, এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রকৃত অবস্থা তুলে ধরাটাই কাম্য, সেটারে যখন ই ফেব্রিকেটেড করা হবে, সেই নিউজ তার গুরুত্ব হারাবে, যেটা এখন হচ্ছে; অবশ্য দুষ্ট লোকে ভিন্ন কথা বলে, উদ্দেশ্য নাকি আসলেই সাধিত হইছে, কি উদ্দেশ্য সে তারা বলে না, নাদানের নিকট এসব প্রকাশ করা ঠিক না তাই তারা ঝেরে কাশে না, আদার ব্যাপারির পক্ষে ওসব বোঝাও দূরুহ।
জনগন খারাপ আছে, সেইটারে এনক্যাশ না করলে হয় না?
খারাপ আছে, এইটাই তো শ্যাষ, খারাপটুকুন থাকার অধিকার দ্যান।
০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৭
মৌন পাঠক বলেছেন: খুব চেষ্টায় আছি।
২| ০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৬
অক্পটে বলেছেন: ফেব্রিকেটেড নিউজ তো অবশ্যই হয়নাই। সত্যি কথাই বলা হয়েছিল নিউজে। ওই যে রাজিব বললো বোবা হয়ে থাকতে হবে। এটাই সত্য। সংবাদ পরিবেশনে কোন মসলা দেয়া হয়নাই। আমরা খুব কষ্টে আছি এটাকে মিথ্যা বা ফেব্রিকেটেড বলে কোন হালায়।
০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৭
মৌন পাঠক বলেছেন: সত্যের সাথে মিথ্যার মিশ্রন ঘটালে সে সত্য আর সত্য থাকে না,
সে সত্য তথ্য তার আসল উদ্দেশ্যে ব্যবহৃত হবে কিনা, সেটাও প্রশ্ন সাপেক্ষ।
৭১ নিউজ এর অনুসন্ধানে যেখানে দেখা যাচ্ছে সেই দিনমজুর সাজানো,
এবং ৭১ এর সংবাদের পরে প্রথম আলো বললো না, এই ঘটনা সত্য, সেখানে আপনি বলছেন " ফেব্রিকেটেড নিউজ তো অবশ্যই হয়নাই। সত্যি কথাই বলা হয়েছিল নিউজে।" আজব মানুষ আপনারা!
আরেক ব্যক্তি বলছে তার ইফতারে ৪০০/- টাকায় হয় না, এইটা ঠিক কোন লেভেলের মিথ্যাচার!
আমরা ভালো নাই, এইটা সত্য, এই সত্যরে বলতে যদি আপনাকে মিথ্যে বা সাজানো সত্যর আশ্রয় নিতে হয়; আপনার উদ্দেশ্যে ঝামেলা আছে।
সরকারের বিরোধী যারা আছে, তাদের দেখে আমার মায়া হয়, তারা এক্সিস্টিং বিষয় নিয়া আন্দোলন করতে পারে না, ইস্যু তৈরী কইরা/ সাজাইয়া সেইটা নিয়ে আন্দোলন করতে চাচ্ছে।
সূরা আল বাকারার ৪২ নং আয়াতঃ وَ لَا تَلۡبِسُوا الۡحَقَّ بِالۡبَاطِلِ وَ تَکۡتُمُوا الۡحَقَّ وَ اَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না।
৩| ০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩২
অক্পটে বলেছেন: "প্রথম আলো ২৬ মার্চ একটি অনলাইন প্রতিবেদন করে। সেই প্রতিবেদন থেকে একটি ফটোকার্ড বা গ্রাফিকসকার্ড বানানো হয় সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য। সেখানে মূল প্রতিবেদনে থাকা একটি ছবি ও একজনের উদ্ধৃতি যুক্ত করা হয়। ছবি ও উদ্ধৃতি আলাদা আলাদা দুইজনের। কিন্তু ছবি ও উদ্ধৃতি দুটিই একজনের মনে হতে পারে বলে বিভ্রান্তির সুযোগ থাকায় ফটোকার্ডটি প্রথম আলো দ্রুত ফেসবুক থেকে তুলে নেয় (১৭ মিনিটের মধ্যে) সেই উদ্ধৃতিতে কোনো ভুল ছিল না। বাংলাদেশের বাজারের ঊর্ধ্বগতি নিয়ে বানোয়াট কোনো কিছুও সেখানে বলা হয়নি। শুধু একজন সাধারণ মানুষের সাধারণ প্রতিক্রিয়া তারা প্রকাশ করেছে। তাও সাধারণ ভাষায়।"
-রিনভী তুষার
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: বোবার কোনো শত্রু নেই। এই দেশে থাকতে হবে বোবা হয়ে থাকতে হবে। কানা হয়ে থাকতে হবে।