নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

বেকারত্ব হারানোর সুখানুভূতি ১

১১ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২০

সেদিন নদীর পাড়ে আড্ডা দিচ্ছিলাম, সাথে ছিলেন রুপালী ব্যাংকের ব্যবস্থাপক, বেশ ক'জন কলেজ শিক্ষক।

এই আড্ডায় বিভিন্ন বিষয় এ আলাপ হচ্ছিল।

একটা বিষয়ে আড্ডার সকল সভ্যই একমত ছিল, সেটা হচ্ছে ঘুষ ও দুর্নীতির বিরোধিতা।

খুবই আশাব্যঞ্জক হওয়ার মত কথা।

অবশ্য উপস্থিত সকলকেই আমি কমবেশী জানি, তাদের সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই।

তাদের এই আড্ডায় ১টা প্রশ্ন তুললাম, আচ্ছা আপনাদের মাঝে কারো ছেলে বিশ্ববিদ্যালয় এ পড়াশোনা করে কিনা?

একজন শিক্ষক জানালেন, তার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে অধ্যয়নরত।

জানতে চাইলাম, আপনার ছেলে ঢাকাতে থাকে, তার ঢাকায় থাকা খাওয়া বাবদ কত টাকা পাঠান?

১৫০০০/- টাকা পাঠাই, ইচ্ছে আছে ২০০০০/- করে টাকা পাঠানোর, এই মুহূর্তে পারছি না, তবে শুরুতে পাঠাইছিলাম।

ভেরি গুড।

এইবারে বলেন, আমরা এখানে যারা ই আছি, সবাই নিশ্চয়ই চাইব আমাদের পুত্র সন্তানেরা গ্রাজুয়েশন কম্পলিট করে একটা সরকারি চাকরি নিক।

সবাই ই সম্মতিসূচক মাথা নাড়ালেন, কেউ কেউ হু, হ্যা বলে সম্মতি দিলেন।

এইবারে আসেন, আপনার ছেলে পড়াশোনা শেষে সরকারি চাকরি নিল, ধরেন দশম গ্রেড, এই গ্রেডে তার মাসিক বেতন আসবে সর্বসাকুল্যে ২২কে টাকা, টিএডিএ ইত্যাদি মিলিয়ে ২৪+-কে হবে। আপনি তাকে বেকার অবস্থায় পাঠাইছেন প্রতি মাসে ১৫০০০/- থেকে ২০০০০/- টাকা, সে এবারে পড়াশোনা শেষ করে দেশের ২য় শ্রেনীর চাকরি নিল ২৪কে +- বেতনে।

যেহেতু এবারে তার চাকরি হইছে, তার জীবনযাত্রার মান নিশ্চয়ই বাড়বে, সে চাইবে তার জীবনযাত্রার মান বাড়াতে।

এই ৪০০০/- টাকায় সে তার জীবনযাত্রার মান কতটুকুন বাড়াবে!

আর ও প্রশ্ন আছে, যেহেতু এতদিন তার পেছনে বিনিয়োগ করা হইছে, সেহেতু পরিবার তার নিকট থেকে রিটার্ন চাইবে, সেটা পরিবার যে অর্থ বিনিয়োগ করেছে, তার কাছাকাছি বা সমান, এর সাথে ছোট ভাই বোন, এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তার আর্থিক অনুদান এর চাহিদা সৃষ্টি হবে।

এইবারে কন, সে তার এই ২৪ কে+- স্যালারি থেকে নিজের জীবনযাত্রার ব্যয় কিভাবে নির্বাহ করবে আর কিভাবেই তার পরিবারকে সাপোর্ট দিবে, খেয়াল রাখতে হবে, তাকে অবশ্যই সমাজে "অফিসার" হিসেবে স্ট্যাটাস বজায় রেখে চলতে হবে।

আচ্ছা, আবার একটু দেখি, আপনার ছেলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সেহেতু সে নি:সন্দেহে মেধাবী, ও সে ৯ম গ্রেডের ১টা চাকরি জুটিয়েছে।

এবারে তার প্রমোশন হল, বেতন বেড়ে দাড়াল এরাউন্ড ৩৩কে। সে এবারে ফার্স্ট ক্লাস কর্মকর্তা, ভাবছেন, এখন সে তার সকল ব্যয় সঠিকভাবে নির্বাহ করতে পারবে।

যখন ই তার ফার্স্ট ক্লাসে প্রমোশন হইল, তখনই তার চারিপাশের চাহিদা বৃদ্ধি পাইল। এর পূর্বে তার যে পারিবারিক ও সামাজিক চাহিদার কথা বলা হইছিল, উহারে দ্বিগুন করে দেখুন, পোশাতে পারছেন কিনা?
উক্ত সকল চাহিদা কমপক্ষে দ্বিগুন হারে বৃদ্ধি পাবে।

উপরন্ত অনেকেই আছেন, যারা মনে করেন, এই বেতনের টাকাটা বেশী। বেশী বটে, সেটা যাদের জন্য প্রযোজ্য।

ভাবছেন, সরকারি চাকরি করা যাবে না, প্রাইভেট এ যাবেন।

ওয়েল, ওয়েল, বছর তিনেক পূর্বে অফিসে এক ভদ্রমহিলা আসলেন, টাকা তুলতে, জানতে চাইলাম, কাকি, টাকা নিয়ে কি করবেন?

জানালেন, ছেলে ম্যাটস এ পড়াশোনা করে ঢাকাতে, তাকে হাজার পনের টাকা পাঠাতে হবে খরচবাবদ।

যারা হেলথ সেক্টরে জড়িত আছেন, তারা জানবেন, ম্যাটস থেকে বের হয়ে একটা ছেলে কত টাকা বেতন পাবে?

সে টাকায় সে নিজে চলবে, নাকি...

যাক, এইবারে ধরুন ছেলে বিয়ে করবে।

বিয়ে করলে কি হবে?
সদ্য বিবাহিত ছেলে এবারে কি করবে!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: পড়লাম।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৮

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:২৫

জগতারন বলেছেন:



আমার উপস্থিতি এখানে ছিল।
মন্তব্য নেই।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৯

মৌন পাঠক বলেছেন: হাজিরা কাউন্ট করা হইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.