নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

হোল্ড অন!

১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৪৩

থুথু যতক্ষণ নিজের গায়ে না পরে, অন্যের গায়ে পরে, ততক্ষণ ঠিক আছে;
নিজ গায়ে পরলেই না বিপত্তি বা আপত্তি।

যারা মাঠ পর্যায়ে কাজ করে থাকে তারা নিষ্পাপ না, একদমই না, ফুলস্টপ!

এই আপাত বা অনাপাত দৃষ্টিতে পাপী লোকগুলো যখন কোনও রাষ্ট্রীয় কাজে যায়, তখন তারা কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, সে সম্বন্ধে কিছু ফার্স্টহ্যান্ড ও সেকেন্ড হ্যান্ড অভিজ্ঞতা আছে।

দুয়েকটা উদাহরণ দেই:
★ এই প্রতিষ্ঠান এ আমার আসা যাওয়া সেই ১৯৫৩ সাল থেকে
★ আমার অমুক এখান, সমুক ওখানে
★ আমি ওমুক
★ অনকে ত হইল অভিজ্ঞতা
★ Do u know... Bla bla (ইংরেজি ছুড়ে শায়েস্তা করা)
★ কর্তৃত্বপরায়ণ আচরণ
★ নিজের সন্তান/ কাছের কাউকে ছোট করে সম্মুখের ব্যক্তিকে তেল ⛽ দেয়া
★ আপনার কথা অনেক ভালো শুনেই আসছি
★ আগে ত আসতামই না, আপনি আছেন বইলাই
★ আপনার মত লোক থাকলে দেশই পাল্টে যেত
★ অনেক সুপারিশ
★ নগদ নারায়ন অফার

এর প্রত্যেকটা কাজই করে মূলত খানিক সুবিধা নেয়ার জন্য, এবং

এসবে কাজ না হলে,

★ উর্ধ্বতন মহল থেকে চাপ প্রয়োগ
★ সরাসরি ধমক দেয়া এমনকি হুমকি প্রদান
★ ট্রান্সফারের হুমকি
★ রাস্তায় বের হইলে দেখে নেয়ার প্রকাশ্য হুমকি
★ পরিবারের উপর হামলার হুমকি
★ এমনকি হামলা (গত সপ্তাহে কৃষি ব্যাংকের ম্যানেজার এর উপর হামলা, খেলাপী ঋণের মামলায় খেলাপী জেল খাটছিল বইলা)

যদি ২য় ধাপের কোনো টায় আপনি একবার পরেন, সে আপনারে তার আর ও অনেক কইরা দেয়ার জন্য সুপারিশ, চাপ দিতে থাকবে, আজীবন মেয়াদ।

যতক্ষণ, আপনি তার কথা শুনবেন, রাখবেন, আপনি ভালো, খুব ভালো এবং সেফ, নইলেই

এবং শুরু থেকেই যদি আপনি এর বিপক্ষে কঠোর অবস্থান গ্রহন না করে, আখের মত কইরা আপনারে মেশিনে ছিবড়ে রস বের করা হবে

সেফটি মেকানিজম থেকে, শুরু থেকেই এসব আচরণের কাউন্টার দিলে সম্ভাবনা আছে এটলিস্ট কোমড় সোজা কইরা দাড়ায়া থাকবেন, আদারওয়াইজ, যদু মধু আইসা ধমকাইব

★ শক্তের ভক্ত নরমের যম!

ভাবতাছেন, ওয় ত দুর্নীতিবাজ, ঘুষখোর, হ, অধিকাংশ ক্ষেত্রেই ওয় যা পায়, বর্তমান সময়ে ওতে চলা টাফ, আর এত চাপ হুমকি ধামকি ট্যাকল দেয়ার সাহস, মানসিক শক্তি সবার থাকে না, এবং ঝামেলায় পরলে মাশাল্লাহ পুরা দুইন্যা ওর বিপক্ষে, বানী অবতীর্ণ হয়, "ম্যানেজ কইরা চলতে পারে না", সো আপোষে যাওয়া ই ওর জন্য ভালো, সব দিকই রক্ষা হইল, উহা বড্ড প্র‍্যাক্টিক্যাল!
উহাতেই নিহিত ত্রিজাহানের শান্তি, সমৃদ্ধি ও ঐশ্বর্য।

তথাপি ও যদি সে খানিক সোজা হয়া না দাড়ায়া কথা কয়, দেখা যাইব, ওরে কইব, মাগীর মাউল্লা, বিচিহীন

পার্ট ২ঃ
সাধারনের মধ্যে অ-সাধারন জনগন খেপল ক্যান!?
তারা নিজেরে ঐখানে ঐ মুরব্বির যায়াগায় নিজেগো রিলেট করছে, যেহেতু তারা সাধারনের মধ্যেও অ-সাধারন, এবং তারা সব যায়াগায় ঐরাম টুকটাক বা বেশী ব্যাকলাশ বা ঝাড়ি পেয়ে থাকেন, এমনকি ঐ মুরব্বি বা তার মতন লোকদের নিকট থেকেও ঝাড়ি পেয়ে থাকেন, তাই তার মনে হইছে, আরে এইটা ত আমি, আমারে এইভাবে কইতারল!

এবং, উক্ত ব্যক্তি বয়সে মুরব্বী, দাড়ি পাকনেওয়ালা, হাজ্বী সাব ও হইতে পারে, ২য়ত, উক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তা, একে ত বয়সে নবীন, ৩য়ত, কর্মকর্তা, লাস্ট বাট নট লিস্ট, সে সাবেক এক স্বর্ণময় অতীতের সাক্ষী বর্তমান অপছন্দনীয় এক ছাত্র সংগঠনের সাবেক কর্মী, বিরোধিতা করার জন্য এর থেকে পার্ফেক্ট কম্বিনেশন আর হয় না!

সে বিরোধিতা যদি এই অ-সাধারন সাধারণ জনগনের জন্য কাজ করা ব্যক্তির বিরুদ্ধে হয়, তাতে ও বা কি!

এই যে মুক্ত বাজার অর্থনীতির কথা কচ্ছেন,
এই সূত্রে বাজারে পন্যদ্রব্যের মূল্য বৃদ্ধি ঠিকাছে, আসলে সঠিক আছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: কিছু বুঝতে পারছি না। স্যরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.