![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ সেনাবাহীনির কাজের জন্য আমরা আজ সবাই UN এর ব্যাপার এ কম বেশী জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো,UN এ আমাদের দেশের এই বিশাল দক্ষ্য জন শক্তির উচ্য বেতনে কাজ করার সুযোগ। আমার UN এ যদিও কাজ করার experience মাএ আট মাস, কিন্তু এখানে এসে অন্য দেশের UN employee দের দেখে বিশেষ করে ইনডিয়ান কিম্বা ফিলিপিনো যারা একটা ইংলিশ লাইন ঠিক ভাবে শেষ করতে পারে না তারা ৫০০০ বা ১০০০০ ডলার বেতন তুলছে আর আমার নিজের দেশের এতো ভালো ভালো ছেলেরা বড় ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে। এবং এর মুল কারন আমরা UN এ চাকুরির পদদধতি জানি না। আমার আজকের এই পোস্ট এর কারন মুলতো এটাই যে আমরা শুধু না জানার জন্য যেন সুযোগ না হারাই। আমি নিচে একটা সার সংক্ষেপ দেবার চেশটা করবো:
1. FIRST OPEN AN ACCOUNT AT THE UN OFFICIAL JOB APPLICATION WEB SITE. THE LINK IS https://inspira.un.org
2. INSPIRA IS A PORTAL WHERE ACTUALLY YOU FILL UP YOUR C.V (ITS REALLY BIG TO FILL UP )
3. NOW LOOK FOR THE TYPE OF JOBS FROM THE LISTING . THE WEB ADDRESS IS: https://careers.un.org/jobopenings/
4. YOU CHOOSE SUITABLE JOB FOR YOU AND APPLY.
এটা হলো পুরো পদদধতি কিন্তু কিছু টিপস আছে যেগুলো হলো:
১. সি.ভী সেই লাইনে পূরন করতে হবে যেমন ধরনের চাকুরী চাই।
২. কভার লেটারটা প্রতিবার নতুন ধরনের চাকুরির জন্য নতুন ভাবে একটু মাথা খাটিয়ে করতে হবে।কারন লিখিত বা ভাইভার আগে সি.ভি accept হওয়া জরুরী। আমার কাছে এর ফরমে্যট আছে প্য়োজনে মেইল করে দিব।
৩. যারা young তাদের উচিত শুরু তে UNV( united nations volientier ) হিসাবে চেশটা করা। এদের বেতন সাধারনত ৩০০০-৫০০০ ডলার এর ভেতর হয়।
সব শেষে বলতে চাই এটা একটা বিশাল সুযোগ সারা প্থিবী ঘোরার এবং un এ সিভিল staff দের সিকিউরিটি খুবই ভালো, so you can give it a try. এটা আমার প্থম পোস্ট তাই বাংলা টাইপ এ প্রচুর ভুল হয়েছে এই জন্য ক্ষমা চাইছি।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১২
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আমার মেইল আইডি - [email protected]
আপনার ইমেইল আইডিটা দিলে কিছু বিষয়ে আলাপ করতাম।