![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাংলাদেশর নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদেরই। এখানে দলমত নির্বিশেষে দেশের মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে।
আমি বলব তফাৎ শুধু তখন রাজাকাররা মুক্তিবাহীনির তালিকা পাকিস্তানিদেরকে সরবরাহ করত। আর এখন ছাত্রলীগ ও তার সাঙ্গপাঙ্গরা বি এন পি ও জামায়াত যারা করে তাদের তালিকা যৌথবাহিনীর কাছে সরবরাহ করছে। আপনারা বলেন তফাৎটা কোথায়?
মুক্তিকামী মানুষগুলো কি মুক্তি পাবে?
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২
েফরারী এই মনটা আমার বলেছেন: সবচেয়ে গরিব কে?
এ প্রশ্নের জবাবে হাদীছ -এ বলা হয়েছে " ঐ ব্যক্তি সবচেয়ে গরিব - যে ক্বিয়ামতের দিনে পাহাড় পরিমাণ নেকী নিয়ে উঠবে, মনে করবে সে নিশ্চিত জান্নাতী। কিন্তু এরপর তার একের পর এক পাওনাদাররা আসবে। যাদের হক্ব সে নষ্ট করেছে। যাদের উপর সে জুলুম করেছে । তখন তার নেকি দ্বারা তাদের সে হক্ব আদায় করা হবে। এরপরও আরো পাওনাদার বাকি থেকে যাবে। তখন বাকি পাওনাদারদের ( যাদের হক্ব সে নষ্ট করেছে ) গুনাহ তার উপর চাপিয়ে দেয়া হবে। কিছুক্ষণ পূর্বে যে ব্যক্তি ছিল নিশ্চিত জান্নাতী এখন সে ব্যক্তি হয়ে পড়বে নিশ্চিত জাহান্নামী।”
ইসলামের পরিভাষায় হক্ব দু'প্রকার ।এক-হক্কুল্লাহ্ অর্থ্যাৎ আল্লাহ্পাকের হক্ব , দুই-হক্কুল ইবাদ অর্থ্যাৎ বান্দার হক্ব ।বলা হয়েছে তওবা করলে হক্কুল্লাহ্ অর্থ্যাৎ আল্লাহ্পাকের হক্ব ক্ষমা পাওয়া যায় , কিন্তু হক্কুল ইবাদ অর্থ্যাৎ বান্দার হক্ব আল্লাহ্ ক্ষমা করেন না , যতক্ষন পর্যন্ত যার হক্ব সে ক্ষমা না করবে ।
তাই যারা ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে,গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে ,লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি করেছে-লুটপাট করেছে এবং আজকে যারা ঐ সমস্ত অপরাধীকে রক্ষার জন্য একই রকম মানুষকে নৃশংসভাবে বোমা মেরে হত্যা করে -জুলুম করছে উপরোক্ত হাদীস মুতাবেক তারা নিশ্চিত ভাবে জাহান্নামী।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯
সাধারণ মুসলমান বলেছেন: ন্যায় এর জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, পরাজয় আওয়ামী লীগ, পরাজয় হাসিনান্ডিয়া।