![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারণ মানুষ, সমাজ নিয়ে ভাবতে ভালো লাগে। মানুষ এর চিন্তাভাবনা গুলো বুঝার চেষ্টা, জানার চেষ্টা করি
মাঝে মাঝে আমি ভাবি কোন জীবন নেয়াটা কেমন লাগে? যেমন ধরুন একজন জল্লাদ। জল্লাদ্দের কাজ জীবন নেয়া। জল্লাদের মানসিকতাটা আসলে কেমন। জীবন যে শুধু জল্লাদরা নেয় তা না। প্রত্যেকটা মানুষ কোন কোন সময় হলেও একটা জীবন নিয়েছে। এই পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে যে জীবনে একটি জীবন কখনো নিজ হাতে নেয় নি। একটা মশা হইলেও তো কেউ মারছে এই লাইফে। কিন্তু জল্লাদের বিষয়টা শুধু এতটুকুই ডিফ্রেন্ট যে তারা মানুষের জীবন নেয়। আচ্ছা আমার খুব ইচ্ছে একজন জল্লাদকে জিজ্ঞেসা করি" আচ্ছা ভাই আপনি যখন কারো মৃত্যুদন্ড কার্যকর করেন,কখনো কি ভাবেন যে যার জীবন টা আপনি ওপারে পাঠাচ্ছেন সে কারো সন্তান,সে হয়তো কারো বাবা বা মা, সেই মুহুর্তে আপনার কি অনুভূতি হয়? সে হয়তো মৃত্যুর আসামী, তার দোষ আছে, তারপরও সেও তো একটা জলজ্যান্ত মানুষ। "
জল্লাদরা কাজ শেষে যখন বাড়ি ফিরে যায় তাদের সংসারে তারা কি তাদের নিজ হাতে করা কাজের কথা ভাবে? তারা কি রাতে ঘুমাতে পারে?
আমার মনে হয় তারা প্রথম দিক দিয়ে তারা তাদের কাজ মেনে নিতে পারে না, মানসিকভাবে ভাবে ভেঙ্গে পরে, কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা জীবন নেয়ার সাথে সাথে তাদের অনুভূতিগুলো ভোতা হয়ে যায়। এইগুলো নিয়ে তারা আর ভাবে না। জীবন নেয়াটা শুধুই একটা পেশা, তাই তারা তা আর গায়ে লাগায় না। এখন আমার মনে হচ্ছে পৃথিবী সবচেয়ে অনুভূতীহীন মানুষ হচ্ছে জল্লাদরা। আর ১০টা মানুষের মত না তারা, জীবন কেড়ে নেয়া জিনিষটা তাদের কাছে একটা পেশা ছাড়া আর কিছুই না। জল্লাদের জীবন নিয়ে আমি আগে কখনো ভাবি নাই। জীবনে অনেক গুলো ইচ্ছের মধ্যে একটি ইচ্ছে একজন জল্লাদের সাথে চায়ের আড্ডা দিবো। আশাকরি সেই সুযোগ কোন একদিন পাবো।
বিঃদ্রঃ- উপরের লেখাগুলো শুধু মাত্র মনের খেয়াল। কাউকে কোনভাবে ছোট করে বা কোন কাজকে ছোট করে লিখা হয়নি।আমি শুধু আমার মনে চিন্তা ভাবনাগুলা লিখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি মাত্র।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০
আশহাব রাফি বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা হা । বেশতো! তাহলে আমরা সবাই এক এক জন জল্লাদ বটে।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪
আশহাব রাফি বলেছেন: ভালো বলেছেন, কোন না কোন দিক দিয়ে আমরা সবাই জল্লাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫
হাবিব বলেছেন: ব্লগে আপনাে স্বাগতম