নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশে আমি একটি গণতান্ত্রিক সরকার চাই।

ঢংপাটি

ঢংপাটি › বিস্তারিত পোস্টঃ

যেমন কর্ম তেমন ফল, যেমন জাতি তেমন প্রধানমন্ত্রি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

এক গ্রামের মানুষ বর্তমান প্রধানমন্ত্রীর মতোই ছন্দ মিলিয়ে কথা বলেন।

গ্রামের রহিমুদ্দী বাজার করে ফিরছে। কলিমুদ্দী জিজ্ঞেস করে, কী সওদা করেছো ওহে বন্ধু?

রহিমুদ্দী জবাব দেয়, পান কিনেছি, পান।

ছন্দ কেটে কলিমুদ্দী বলে, তাহলে তো কেটে ফেলবো তোমার কান।

প্রত্যুত্তরে রহিমুদ্দী কোন ছন্দ কাটতে না পারায় মনটি খারাপ হয়ে যায়। স্বামীর ক্ষতস্থানে মলম দিতে রহিমুদ্দীর বউ এগিয়ে আসে। কলিমুদ্দী নিয়ে যাচ্ছিল কলা। বউ শিখিয়ে দেয় আপনি গিয়ে বলুন, কেটে ফেলবো তোমার গলা।

রহিমুদ্দী হন্তদন্ত হয়ে দৌড়ে যায়। কলিমুদ্দীকে থািময়ে জিজ্ঞেস করে, তুিম কী নিয়ে ফিরছো, ওহে বন্ধু ?

কলিমুদ্দী বলে, কলা নিয়ে ফিরছি, কলা।

চরম উত্তেজনায় বউয়ের শিখিয়ে দেয়া ছন্দটি ভুলে যায়। কিন্তু এবার ছাড়ার পাত্র নয় রহিমুদ্দী । বলে, ঠেইলা দিলাম ঢেঁকি টা।

কলিমুদ্দী দাঁত বের করে হেসে বলে, কিন্তু ছন্দ তো মিললো না যে।

উৎফুল্ল রহিমুদ্দী প্রশান্তি নিয়ে বলে, হে-হে-হে, ছন্দ মিলুক আর না মিলুক - ঠেললাম তো বড় টা।

এই রহিমুদ্দীর দশা হয়েছে প্রধানমন্ত্রীর।যুক্তি মিলুক আর না মিলুক, তাল মিলুক আর না মিলুক - বাগধারা মিলুক আর না মিলুক -

তিন ঠেলছেন সব সময় বড় টা ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

ঢংপাটি বলেছেন: Click This Link

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

nurul amin বলেছেন: এই রহিমুদ্দীর দশা হয়েছে প্রধানমন্ত্রীর।যুক্তি মিলুক আর না মিলুক, তাল মিলুক আর না মিলুক - বাগধারা মিলুক আর না মিলুক -
তিন ঠেলছেন সব সময় বড় টা ।

৩| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:১১

ঢংপাটি বলেছেন: রঙে ভরা বঙগ দেশের এমন ঢঙ দেখলে এর চেয়ে ভালো কৌতুক আর মনে পড়েনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.