![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একের পর এক রোমহর্ষক হত্যাকাণ্ডে, আতংকের জনপদে পরিণত হয়েছে, নারায়ণগঞ্জ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি আর আইনের শাসনের অভাবে ঘটছে, এই নৃশংসতা। তবে, আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, অপরাধ ঠেকাতে সচেষ্ট তারা।
চাঞ্চল্যকর সাত খুনের ঘটনা তোলপাড় সৃষ্টি করেছিলো সারাদেশে। অভিযুক্তরা ধরা পড়লেও শেষ হয়নি বিচারকাজ। এখনো শেষ হয়নি মেধাবী শিক্ষার্থী ত্বকী হত্যার বিচারও। এই মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়া আসামিও জামিনে মুক্তি পেয়েছেন।
শনিবার রাতে ফের গণমাধ্যমের শীর্ষ খবর নারায়ণগঞ্জের বাবুরাইলে, একই পরিবারের ৫জন খুনের ঘটনা। এসব ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পরিণত হয়েছে এক আতংকের জনপদে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বিচার না হওয়ার সংস্কৃতি আর আইনের শাসনের অভাবে বাড়ছে অপরাধ প্রবণতা। এছাড়া অপরাধীদের প্রশ্রয় দেয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে।
অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, অপরাধ দমনে সবসময়ই তৎপর তারা। দিলেন সব হত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
গেম চেঞ্জার বলেছেন: কথাগুলো খুবই গুরুত্বপুর্ণ। কিন্তু পোস্টে এতো তাড়াহুড়ো করে শেষ করে দিলেন!!