নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের সিকায় বিকাল

আসিবি

আকাশে সিকায় বিকাল

আসিবি › বিস্তারিত পোস্টঃ

দারিদ্র্য মোচনে 'তারকা' বাংলাদেশ

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

বিশ্বের দেশে দেশে দারিদ্র্য কমে আসছে খুব দ্রুতই। দারিদ্র্য মোচনে নানা উদ্যোগে 'তারকা সক্ষমতা' দেখিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 'দারিদ্র্য ও মানব উন্নয়ন উদ্যোগ' শীর্ষক এক একাডেমিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দারিদ্র্য বিমোচনের ধারায় বাংলাদেশের সঙ্গে রয়েছে নেপাল ও রুয়ান্ডা। যুক্তরাজ্যের 'দ্য গার্ডিয়ান' পত্রিকায় রোববার প্রকাশিত এক রিপোর্টে ওই গবেষণা-তথ্য তুলে ধরা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

পূর্বাভাস দেওয়া হয়, বিশ্বের চরম দারিদ্র্যের দেশগুলো এখন যেভাবে এগোচ্ছে, সে ধারা অব্যাহত রাখলে আগামী ২০ বছরের মধ্যে তারা সমূলে দারিদ্র্য উৎপাটন করতে সক্ষম হবে। এতে বর্তমান প্রজন্ম তাদের জীবদ্দশাতেই 'দারিদ্র্যমুক্ত দেশ' দেখে যেতে সক্ষম হবে।

গবেষণায় দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বাংলাদেশ, নেপাল ও রুয়ান্ডাকে 'তারকা দেশ' হিসেবে চিহ্নিত করা হয়। অগ্রগতির দিক থেকে এ দেশগুলোর পরেই রয়েছে ঘানা, তানজানিয়া, কম্বোডিয়া ও বলিভিয়া।

বহুমাত্রিক দারিদ্র্যসূচকে (এমপিআই) পুষ্টি, শিশুমৃত্যু, স্কুলে যাওয়া ও উপস্থিতি, জ্বালানি তেল, পানি, স্যানিটেশন, বিদ্যুৎ, সম্পদ এবং ঘরের পাকা মেঝে_ এগুলোকে পরিমাপক ব্যবহার করা হয়েছে।

গবেষণাসংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক সাবিনা আলকাইর বলেন, দারিদ্র্য বলতে অর্থের চেয়ে আরও বেশি কিছু বোঝায়। তা হচ্ছে, দুর্বল স্বাস্থ্য, খাদ্য-নিরাপত্তাহীনতা, কর্মহীনতা বা বেকারত্ব, সহিংসতা ও অবমাননা, স্বাস্থ্যসেবার অভাব, বিদ্যুতের অভাব এবং ভালো আবাসনের অভাব।

সম্প্রতি জাতিসংঘের সর্বশেষ মানব উন্নয়ন সূচক রিপোর্টেও উন্নয়নশীল দেশগুলো দারিদ্র্য বিমোচনে অভাবনীয় অগ্রগতি অর্জন করছে বলে উল্লেখ করা হয়। জাতিসংঘ রিপোর্টে বলা হয়, কমপক্ষে ৪০টি দেশ দারিদ্র্য থেকে বেরিয়ে একটি মধ্যম শ্রেণীর দেশে পরিণত হচ্ছে। বিশ্বের ইতিহাসে এমন দ্রুত ও নাটকীয় অগ্রগতি আর দেখা যায়নি। এ অগ্রগতির মূলে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, অবকাঠামো এবং পানির প্রবেশাধিকার খাতে দেশি ও আন্তর্জাতিক বিনিয়োগ।

অক্সফোর্ড গবেষণায় বলা হয়, বর্তমান বিশ্বে ১০৬ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। তাদের বেশিরভাগের বাস দক্ষিণ এশিয়ায় এবং এর ৪০ শতাংশই ভারতের



Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: দারিত্রতার পরিসংখ্যানে বাংলাদেশের বিশ্বের ১ নম্ভর
১৭ কোটির মধ্য ১২ কোটিই এ সংখ্যায়
৩ কোটি মধ্যবিত্ত
১ কোটি এঞ্জিও
৬০ লাখ উচ্চবিত্ত
৪০ লাখ ভেজাল

২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

কলাবাগান১ বলেছেন: "দারিদ্র্য মোচনে নানা উদ্যোগে 'তারকা সক্ষমতা' দেখিয়েছে বাংলাদেশ।"

অনেকেই এখনও বালুতে মুখ গুজে আছে..... বিশ্বাস করতে কস্ট হচ্ছে...

আজ যদি ৩০০০ মেগা ওয়াট অতিরিক্ত বিদ্যুত উৎপাদন না হত... নুতন এমপ্লয়মেন্টও বন্ধ থাকত -----কল-কারখানা বন্ধ থাকার কারনে

৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

সাদা মনের মানুষ বলেছেন:
যত সক্ষমতাই দেখাক, এই আওয়ামীগ আর বিএনপির জন্যই আমাদের ভবিষ্যত অন্ধকার :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.