নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা

সহজে সবার কথা বিশ্বাস করি।

বোকা ছেলে ৯৮৯

ব্লগ পড়ি গত ৪ বছর ধরে কখনও লেখার ইচ্ছা হয়নি। ব্লগ লেখার চাইতে পড়াটায় হয়ত বেশি হবে

বোকা ছেলে ৯৮৯ › বিস্তারিত পোস্টঃ

হজ্জ বিষয়ক সাহায্য পোস্ট

২৯ শে জুন, ২০১৫ রাত ১১:১২

এ বছর আমার আব্বা আম্মা হজ্জে যাচ্ছেন । কি কি প্রয়োজনীয় জিনিস তাদের সাথে দিতে হবে। বিশেষ করে মহিলাদের কি কি জিনিস নিতে হয় তা যদি কোন ব্লগার ভাই বা বোন জানাতেন খুবই উপকার হতো। মক্কায় যেহেতু ৪৫ দিন থাকতে হবে। হজ্জের নিয়মাবলি তারা জানেন। কিন্তু অখানে কি কি জিনিস নিয়ে গেলে তাদের কোন কষ্ট হবে না কেউ যদি জানাতেন খুব ই খুশি হব। ধন্যবাদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ সকাল ৮:২২

তাজ উদ্দীন সুমন বলেছেন: আনতে চাইলে অনেক কিছুই আনতে পারেন যেমন অনেকে চিড়া মুড়ি তেল দাতেঁর মাজন হাত পাখা থালা গ্লাস ঔষুদ লিষ্ট দিয়ে শেষ করা যাবে না। তবে এখানে সবই পাওয়া যায়। কোন খাওয়ার আনার তেমন দরকার নেই । তবে আমার মনে হয় কপাড় চোপর আনতে পারেন একদম সাধারন সুতির কাপড়। আর তখন বছরের প্রায় শেষের দিকে একটু ঠান্ডা পড়তে পারে তাই গরম কাপড়ও সাথে থাকা ভাল। আর গাড়িতে বা হোটেলে যেহেতু এসি চলবে সারাক্ষন তাই মাপ্লার বা চাদরও সাথে রাখতে পারনে। একটা থাল আর গ্লাস চাইলে আনতে পারেন যদিও এখানে খুব সস্তায় ওয়ান টাইম প্লাসটিকের সব পাওয়া যায়। প্রয়োজনীি কিছু ঔষুদ সাথে রাখা ভাল বিশেষ করে ব্যাথা ,গ্যসটিক , পেটের অসুখ এই জাতীয় কিছু । আর বাংলাদেশী ডাক্তারত আছেই কিন্তু হয়ত দুরে বা রাতে প্রয়োজন হলে। সবচেয়ে জরুরী মোবাইল এবং সিম। সিমটি দেশে থেকে সংগ্রহ করে নিলেই ভাল তা না হলে এখনে এয়ারর্পোটেও পাবে কিন্ত তখন ব্যস্ততার মাঝে একটু বিোরাক্তকর মনে হবে । ফোন সাথে থাকলে দেশে এবং এখনে যে গাইড থাকবে তার সাথে সর্বক্ষন যোগাযোগ রাখতে পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.