![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাস থ্রি থেকে ফাইভে পড়ার সময়
প্রতিদিন
বাড়ি থেকে ১৮টাকা করে দিত
স্কুলে যাওয়ায়
আগে।
যার মধ্যে ৩+৩=৬টাকা ছিল
বাসভাড়া,৩+৩=৬টাকা ছিল
রিক্সাভাড়া আর
৬টাকা ছিল টিফিন খরচের জন্য।
যেদিন একটু সময় থাকত যেদিন
বাসস্ট্যান্ডে নেমেহেঁটেই চলে যেতাম
স্কুলে।আর
বেচে যেত ৬টাকা।ঐ
৬টাকা এনে রেখে দিতাম
মাটির ব্যাংকে।
এভাবেই সপ্তাহে ১৫-২০টাকাকরেই
জমা করতাম।
বছর শেষে যখন মাটির ব্যাংক
টা ভাংতাম যখন
৫০০-৭০০টাকা বেড়িয়ে আসত।
তখন ঐ
৫০০বা ৭০০টাকা একসাথে হাতে পাওয়া
পর পৃথিবীর
সবচাইতে সুখি মানুষটা বনে যেতাম।
মনে হত,পৃথিবীর সবকিছুই এখন আমার
হাতের
মুঠো।হবেই না কেন বলুন তো?তখন
হাতে ছিল
না মোবাইল বা ফেসবুক।
চাহিদা বলতে ছিল
৭টাকা দামের একটা পটোটো চিপস আর
১০টাকা দামের একটা কাচের বোতলের
পেপসি।
কত ভাল ছিল আগের দিনগুলো।আজ
জীবনের চরম
মুহূর্তে ফেলে আসা দিনগুলোর কথা খুব
মনে পড়ছে।
আবার যদি ফিরে যেতে পারতাম!!!
GIVE ME SOME SUN SHINE,
GIVE ME SOME RAIN,
GIVE ME A ANOTHER CHANCE,
WANNA GROWN UP ONCE AGAIN..
©somewhere in net ltd.