নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

ভ্রষ্টদের হাতেই চলে গেছে সমূহ বা সব স্বর্ণকলস।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২

উর্বরতা আর বর্বরতা সমান্তরালে চলতে পারেই না
তাই নষ্ট আর ভ্রষ্টদের হাতেই চলে গেছে
সমূহ বা সব স্বর্ণকলস


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো অনুভূতি। :)

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৬

জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা। নিরন্তর।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবিটা তো পুরাই একটা ধাঁধা দেখি! অ্যাবস্ট্র্যাক্ট আর্ট নাকি? মনে হচ্ছে কয়েকটা পাখি চক্রাকারে ঘুরছে। কিন্তু পাখিরা তো আকাশে বাস করে না, তারা মাটির পৃথিবীতে নেমে এসে বাসায় ঢোকে :)

কার আঁকা ছবি এটা? আপনার? নাকি সংগৃহীত?

ছবিটার একটু ব্যাখ্যা দিন প্লিজ।

অনেক দিন পর ব্লগে এলেন। ভালো লাগলো দেখে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

জসীম অসীম বলেছেন: ছবিটির ব্যাখ্যা অবসরে দেবো। আমারই ছবি। কিন্তু আমি আর এই ব্লগ ওপেন করতে পারি না। এক জায়গায় ওপেন হয়। এখানেই এসে বসা শুরু করছি শুধু এই ব্লগে লেখার জন্যই। মতামতের জন্য অশেষ কৃতজ্ঞতা।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: আকাশে পাখিরা যেমনভাবে বাঁচে[/sb নাকি যেমনভাবে ওড়ে?
যাহোক, পাখিদের ওড়াউড়িটা একটি বিমূর্ত ছবিতে প্রকাশিত, এবং সেটা সুন্দর!

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

জসীম অসীম বলেছেন: মূলত ওড়াউড়ি। কিন্তু বাঁচে লেখার অন্য কারণ রয়েছে। কখনো ব্যাখ্যা করবো। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২

জসীম অসীম বলেছেন: আমি তো আর কোথাও থেকে এ ব্লগে লিখতেই পারছি না। কোনো ব্রাউজার দিয়েই এ ব্লগ ওপেন হয় না। ভালোবাসা নেবেন। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.