![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষাঁড়ের লড়াই দেখেছেন কখনো? আজ দশ জোড়া ষাঁড়ের লড়াই দেখলাম সিলেটের এক গ্রামে। প্রায় তিন হাজার দর্শক দুপুর বারটা থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করেছেন এ লড়াই। চরম উত্তেজনাকর সে লড়াইয়ের কিছু ছবি দেখুন...
লড়াইয়ের ময়দানে প্রবেশ করছে এক ষাঁড়
লড়াই শুরুর প্রাক্কালে...
লড়াই চলছে...পেছনে দর্শক
লড়াইয়ে ক্লান্ত। কিন্তু কোন ছাড় নয়...
ষাঁড় মালিকের উস্কানি...
লম্বা সময় ধরে লড়াই হয়েছিল এ দুটোর মধ্যে
ডানদিকের ছোট ষাঁড়টিই পরে বড়টিকে হারিয়ে দিয়েছিল শুধু বুদ্ধির জোড়ে...অবিশ্বাস্য!!
বিজয়ীর বেশে ফিরছে...
২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৯
আশীষ কুমার বলেছেন: দারুণ উত্তেজনা ছিল। অনেক ভালো লেগেছে। আমিও প্রথমবার দেখলাম।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৬
ভািটবাংলা বলেছেন: চমৎকার পোষ্ট । সিলেটের কোন গ্রামের তাতো উলেলখ করেন নাই । আমরা আগামীতে যাবার চেষ্টা করবো ।
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৫
আশীষ কুমার বলেছেন: এটা গোলাপগঞ্জ থানায় সুনামপুর রোডে...
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৮
Ashish বলেছেন: দেখে ভাল লাগল।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দেখে অনেক ভাল লাগল।
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬
আশীষ কুমার বলেছেন: খুশি হলাম।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০০
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: খুব ভাল লাগলো... ষাঁড় গুলোর কিন্তু খান্দানি নামও থাকে... এদের ছিল না??... লেখায় প্লাস...
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮
আশীষ কুমার বলেছেন: খান্দানি মানে, পুরো ঝাক্কাস নাম ছিল।
যে কয়টি নাম মনে আছে বলি...
১. সন্ত্রাস
২. জল্লাদ
৩. বেঙ্গল টাইগার
৪. চাচা ভাতিজা
৫. বাংলার বাদশা
৬. লাল বাদশা
আরো যেন কী কী নাম ছিল...
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৪
মাহামুদুল হাসান লেলিন বলেছেন: অনেক ভাল লাগল।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০
আখাউরা পূলা বলেছেন: কাছা দিয়া রেডী থাকতে হয় নাকি!! গরু ছুটলেই খিচ্চা দৌড়!
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৯
আশীষ কুমার বলেছেন: ভাই দৌড়ের কথা আর বলবেন না। আমি যেদিকে যাই গরু দেখি শেষ পর্যন্ত সেইদিকেই যায়। আমিতো পরে ক্ষেত পাথালে দৌড়...
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: ধন্যবাদ দেখার সুযোগ করে দেয়ার জন্য।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৯
রুদ্র মানব বলেছেন: আমি ষাড়ের লড়াই অনেক বারই দেখেছি ,
আগে বিজয় দিবসে আমাদের স্কুল মাঠে ষাড়ের লড়াই হত ,
অনেক মজা হয় তখন
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪০
আশীষ কুমার বলেছেন: কোথায় সেটা?
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৭:০৪
ম্যঙ্গোপিপল বলেছেন: দারুণ। চমৎকার। খুব ইন্তেরেস্তিং একটা জিনিষ দেখলাম। আসলে আমরা আমাদের নিজস্ব আনন্দ আর নিজস্ব অনুষ্ঠান গুলো বর্জন করে বিদেশি ইভেন্ট এর পিছনে দউরাচ্ছি আর ওদের সাথে কম্পেয়ার করে, হীনমন্যতায় ভুগছি।
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫১
আশীষ কুমার বলেছেন: সত্যিই তাই। ভালো লেগেছে জেনে আমার নিজেরও ভালো লাগছে।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫
থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: মি: আশিষ . আপনার তুলা ছবিগুলো কি দয়া করে আমার মেইলে পাঠাবেন ও ছাপানোর অনুমতি প্রদান করবেন ?
[email protected]
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৮
আশীষ কুমার বলেছেন: আপনি কি অরিজিনাল ছবিগুলো চাইছেন? সবগুলো ছবিই জুম করে তোলা। আমি সেখান থেকে কেটে শুধু উল্লেখযোগ্য অংশটুকু আপলোড করলাম।
আপনি চাইলে যেকোন জায়গায় ছবিগুলো ব্যবহার করতে পারেন, তবে আমার পরিচয়টুকু রাখবেন।
আমি মেইলে আপনার সাথে যোগাযোগ করছি...
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৪
খায়ালামু বলেছেন: ++++
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১
আবদুল ওয়াহিদ বলেছেন: তুমি আমায় ডাকলা না......
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪১
আশীষ কুমার বলেছেন: আপনি আসবেন জানতাম। কয়েকদিন ধরে খুব বিজি। ক্লোজিং...।
কেমন লাগলো ফটোব্লগ?
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪১
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: এরকম ছবি দূর্লভ!! ষাড়ের লড়াই যে এখনো হয় তা জানতামই না! ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
আমি ব্যক্তিগত ভাবে এ ধরনের কোন নির্মম খেলা পছন্দ করি না। একবার আমি ষাড়ের লড়াই দেখেছিলাম (প্রায় ১৬ বছর আগে!)। খেলার শেষে দেখলাম দুটি ষাড়ই আহত!! ওদের শরীর থেকে রক্ত ঝরছিল। এক ষাড় যখন অন্য ষাড়ের শরীর থেকে রক্ত ঝরাচ্ছিল, তখন আসেপাশের মানুষের উল্লাস দ্বিগুন হয়ে গিয়েছিল!! আমি খেলাটা গ্রামে দেখেছিলাম, এবং তখনকার দিনে অজ-গাঁয়ে বিনোদনের বিষয় খুব কম ছিল! এখন তো সবখনেই বিনোদনের ছড়াছড়ি। এই ধরনের খেলা একেবারে বন্ধ হলে আমি অনেক অনেক খুশি হতাম। এমনিতেই প্রতিদিন খুন, ধর্ষন, দূর্ঘটনা ঘটতেই আছে, তার উপর আবার বেচারা নিরীহ ষাড় কে নিয়ে এই পোস্ট দেখে ছোট বেলার কষ্টটার কথা মনে পড়ে গেল! কি করব ভাই বলুন! আমিও ভাই গরুর কাছাকাছি নিরীহ! ষাড়-গরু-মহিষ-মোরগের (এমনকি মানুষের) লড়াই তাই আমাকে কষ্ট দেয়। ওদের মুক্তি দিলে ভালো হয়!! ওরা ষাড় হলেও তো মানুষ, নাকি?!!
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬
আশীষ কুমার বলেছেন: আপনার মন্তব্য আমাকে ভাবাচ্ছে। আমরা যারা একসাথে গিয়েছিলাম তাদের মধ্যে একজন একই কথা বলছিলেন। আসলে এই প্রশ্নের কোন উত্তর নেই আমার কাছে।
তবে এই খেলাতে যা দেখলাম, গরুগুলো অনেক ট্রেইনড। তারা জানে কখন জয় হয়। জয় নিশ্চিত করে তারা শান্ত হয়ে যায়। তার আগে অন্য ষাঁড় কে আঘাত করে। তবে আঘাত এর পরিমাণ বাড়ার আগেই ভলান্টিয়াররা থামিয়ে দেয়। আপনি নিশ্চয়ই প্রতিটি ছবিতে ভলান্টিয়ার দেখতে পাচ্ছেন।
১০ টি খেলায় মাত্র ১ টি ষাঁড় রক্তাক্ত হয়েছে। আমরা বাড়ি ফেরার পথে সে ষাঁড়ের পেছন পেছন তার মালিকের বাড়ি গেলাম। তারপর আমাদের বাসায় ফিরলাম। খুব মায়া লেগেছিল...।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: শীতে সিলেটের প্রায় প্রতিটা গ্রামেই ষাঁড়ের লড়াই উৎসবের রুপ নেয় । লড়াইয়ের উপযোগী করতে একটা ষাঁড়ের পেছনে মালিকের সারা বছর ধরে অনেক খরচ করতে হয় । ষাঁড় পালা আর হাতি পালা সমান কথা ।
ভালো কথা, সিলেটে ষাঁড়ের লড়াইয়ের আন্চলিক নাম জানেন তো ?
"বিছাল মাইর" ।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
আশীষ কুমার বলেছেন: জানি, ঐ দিনই জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক মজা হয় বিছাল মাইরে..
১৬| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
lobib বলেছেন: ভাই গোলাপগঞ্জ কত সালে এই লড়াই হয়েছিল? জানাবেন এবং আপনি আমাকে এই লড়াই এর ভাল কোয়ালিটি ফোট গুলা দিবেন কি?? আর ★Sylheti Sharer Lorai★ নামে একটি পেইজ আছে ফেইছবুকে দেখতে পারেন!!!! অইখানে সিলেট এর সব লড়াই ছাড়া হয়.....
১৭| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
lobib বলেছেন: ফোট গুলা আমাকে দিবেন ভাই কারটেছি দিয়ে আপনার ফোট ছাড়া হবে!!!!! আমি অনেক ষাড়ের লড়াই এ যাই.... সিলেট এ
১৮| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
lobib বলেছেন: আমার ফেছবুকে দিতে পারেন ফোট গুলা :-
facebook- [email protected]
এই ইমেইল সারচ করলে আমার ফেইছবুক আসবে
২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৯
আশীষ কুমার বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে আপনার লেখা দেখলাম। আমি চেষ্টা করবো ছবিগুলো দিতে। ছবিগুলো জুম করে দুর্বল ক্যামেরায় তোলা। তাই ভালো নয়।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৬
ইমাম হাসান রনি বলেছেন: একবার এক গ্রামে ঘুরতে গিয়ে দেখছিলাম ঐটাই প্রথম । মানুষের মধ্যে চরম উওেজনা থাকে ।