![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'ও'/'এবং' অব্যয় দুটির ব্যবহারবিধি কেমন হবে? কয়েকটি উদাহরণ দিয়ে কেউ একটু বুঝিয়ে দিবেন? কখন কোনটির প্রয়োগ ভুল বলে বিবেচিত হবে?
কারো জানা থাকলে সাহায্য করুন। প্রয়োগের ভুল কখন হয় সেটা জানা বিশেষ জরুরী।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
আশীষ কুমার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এমন একটি উত্তরই আশা করছিলাম কারো কাছ থেকে।
এই নিয়মের ব্যতিক্রম আছে কি? অনেক ক্ষেত্রেই দেখি দুটো বাক্যের সংযোগ ছাড়াও 'এবং' ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে কি প্রায়োগিক ভুল হচ্ছে নাকি কোন সাধারণ নিয়ম আছে?
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
অতিক্ষুদ্র বলেছেন: ও এর জায়গায় এবং (বা এবং এর স্থানের ও ) –এর ব্যবহারে অর্থের কোন পরিবর্তন হয় না কিন্তু ব্যাকরণের ভুল হয় বা প্রায়োগিক ভুল (মনে হয়)। (তবে কথা হল – ভাষার জন্য ব্যাকরণ, ব্যাকরণের জন্য ভাষা নয়।)
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আশীষ কুমার বলেছেন: ধন্যবাদ আবারো।
৩| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯
শাহেদ খান বলেছেন: বিষয়টা এভাবে জানা ছিল না। আশীষ ভাই ও ব্লগার অতিক্ষুদ্র দুজনকেই ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
অতিক্ষুদ্র বলেছেন: দুটি শব্দের সংযোগে ও ব্যবহার হয়। দুটি বাক্যের সংযোগে এবং ব্যবহার হয়।
উদাহারনঃ
ও –এর ব্যবহারঃ বাবা ও মা । ভাই ও বোন ।
এবং –এর ব্যাবহারঃ মাসুদ চা খায় এবং রানা কফি খায় । জাওয়াদ জিলা স্কুলে পড়ে এবং বেলাল বাংলা স্কুলে পড়ে ।