![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইন জরিপে আমি তেমন একটা অংশগ্রহণ করি না। কদাচিৎ বিষয় পছন্দ হলে ভোট দেই। যেখানে আবার ক্যাপচা আছে সেখানে ভোট দেই না। আজ হঠাৎ করেই যুগান্তর এর অনলাইন জরিপে একটা ভোট দিলাম। কি মনে করে আবার দেয়ার চেষ্টা করলাম। দেখতে চেয়েছিলাম একই আইপি থেকে বার বার দেয়া যায় কিনা। দেখলাম দেয়া যাচ্ছে। আর তখনই চোখে পড়লো আগের বার ভোট দেয়ার মাঝখানে আরো ছয় জন ভোট দিয়েছেন।
আমি আবার চেষ্টা করলাম।
আবার
দেখলাম প্রতিবারই ছয় জন করে ভোট দিচ্ছেন।
মত পাল্টে আবার ভোট দিলাম।
সেখানেও একই কাহিনী।
ছয়জন। ভাবলাম মতামতই পাল্টে দিই।
মতামত নাই'তে দিলাম।
সেখানেও ছয় জন। বুঝেন ঠ্যালা এবার....
হ্যাঁ / না / মতামত নেই কিংবা মোট সংখ্যাগুলোকে একবার ৬ দিয়ে ভাগ করেন। নিঃশেষে বিভাজ্য; ঠিক নীতি নৈতিকতার মতো।
১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৭
আশীষ কুমার বলেছেন: জাল ভোট
২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ৫% ভোট ৪০% হইতে পারে! মায় তাতে সরকার পর্যন্ত গঠিত হয়!!!
হেতে আর কিতা করছে
বিডিনিউজের অবস্থাতো আরো ভয়াবহ!!!! স্ত্রিনশট রাখছি!!!নিয়মিত!!
১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৮
আশীষ কুমার বলেছেন: নিঃশেষে বিভাজ্য
৩| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৫
হাসিব০৭ বলেছেন: বিডিনিউজের ফলাফল খুব দ্রুত শালারা চেন্জ করে। মনে হয় পাবলিকরে ওরা আবাল মনে করে
৪| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এরাই আমাদেরকে খবর দেয়। আমরা খবর খাই। এবং খবর হই। প্রিয়তে।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৬
ম্যাংগো পিপল বলেছেন: আপনারতো মিয়া কপাল ভালো
একটা ভোট দিয়া ছয়টা ভোটের কাম করছেন
অনেক জরিপেতো নিজেদের ইচ্ছা মত ফলাফল দেখায়