নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচ্চা গুড় আন্ধারে মিঠা

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে ওঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

ব্যতিক্রমী

ধূসর চোখে তাকিয়ে দেখি পৃথিবী।প্রচণ্ড ভিড়ের মাঝে মিশে গিয়ে বুঝতে চেষ্টা করি ব্যস্ততার গোপন রহস্য।হকারের চোখে অন্বেষণ করি জীবন সংগ্রামের শিল্পরূপ! facebook.com/Tirondaaz © ব্যতিক্রমী

ব্যতিক্রমী › বিস্তারিত পোস্টঃ

ঘৃণা ও ভালোবাসা

০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১৮

তীব্র ঘৃণা হতে জন্ম নেয় ভালোবাসা,

সুতীব্র ভালোবাসা হতেও জন্ম নেয় ঘৃণা।

ভালোবাসার রঙ কালো

আবার ঘৃণার রঙও কালো;

দু’টোই জন্মান্ধের চোখের দৃষ্টি

কেবল ভিন্ন অনুভব।

কালো রঙের ঘৃণা শুভ্রতার দিকে

শুভ্র রঙের ভালোবাসাও কালো ঘৃণার দিকে,

শুধু দ্রুত বেড়ে উঠা, ক্ষয় হয়ে যাওয়া

স্থির দৃষ্টি, অপসৃয়মান দৃশ্য

ফেলে আসা অতীত, প্রবাহমান বর্তমান...

চিন্তার চাদরে মোড়ানো ভবিষ্যৎ।

যোগ হতে বিয়োগ, সমান, অতঃপর...

বহিত জীবন হরেক রাস্তার বাঁকে

পূর্ণতার আকুতি, সুখ ও বেদনায় মিশ্রিত হাসি।

ঘৃণা হতে ‘কালো’, ভালোবাসা হতে ‘আলো’

অভিকর্ষজ টানে ছিঁড়ে এসে

আবার পাশাপাশি...।

মন্তব্য ২৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২৬

কিবর বলেছেন: প্রিয়ায়িত +। শুভ কামনা আপনার জন্য।

০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৪৮

ব্যতিক্রমী বলেছেন: :-B :>

২| ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২৭

শিরীষ বলেছেন: ভালবাসা ও ঘৃণার রঙের সুপার্ব কন্ট্রাস্ট!

ভিন্ন অনুভব
ভিন্ন অনুভব

০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫৬

ব্যতিক্রমী বলেছেন: ধন্যবাদ হে ভালোলাগা...

৩| ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৩

অাজমাল েহােসন মামুন বলেছেন: ঘৃণা না থাকলে ভালোবাসা কি মানায়। ওথোলো নাটকে দেখেছি যে, নায়ক ওথেলো যাকে ভালোবাসে তাকে ভালোই বাসে। যাতে ঘৃণা করে তাকে ঘৃণাই করে। তবে আমি বলবো। পাপীকে ঘৃণা না করে পাপকে ঘৃণা করুন।

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

ব্যতিক্রমী বলেছেন: দু'টোর পাশাপাশি।

৪| ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৯

চতুষ্কোণ বলেছেন: +++

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪২

ব্যতিক্রমী বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫৩

আহমদ আবদুল হালিম বলেছেন: বস তো দেখি মহা কবি হয়ে গেছে..........

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

ব্যতিক্রমী বলেছেন: ধুর মিঞা, কি যে কও। ধইন্যা...

৬| ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০১

অমিত চক্রবর্তী বলেছেন: চমৎকার।

অনেক আগে আমার মধ্যেও এরকম একটা অনুভুতি এসেছিল।

উপলব্ধিটা ছিল এরকম, " ভালোবাসা ও ঘৃণার মধ্যে একটাই পার্থক্য আছে তা হল ঘৃণা মানুষের সচেতন অংশ থেকে জন্মলাভ করে এবং ভালোবাসা মানুষের অবচেতন অংশ থেকে জন্মলাভ করে। "

বাস্তবিক অর্থে কাউকে ঘৃণা করতে হলে তাকে ভালোবাসতে হয় এবং কাউকে ভালোবাসতে হলে তাকে ঘৃণা করতে হয়,শুধু ধার্না বা মতবাদ কে ভালো না বেসেও ঘৃণা করা যায়।

শুভেচ্ছা বিদ্রোহী।

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩৮

ব্যতিক্রমী বলেছেন: সম্পূর্ণ একমত।

ভালো থাকবেন দাদা।

৭| ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৪২

সায়েম মুন বলেছেন: চমৎকার!

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৩

ব্যতিক্রমী বলেছেন: প্রীত।

৮| ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: তীব্র ঘৃণা হতে জন্ম নেয় ভালোবাসা,
সুতীব্র ভালোবাসা হতেও জন্ম নেয় ঘৃণা..

নিয়ত সত্য!
ভাল থাকবেন।

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৮

ব্যতিক্রমী বলেছেন: আপনিও...

৯| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫১

খোশনবীশ বলেছেন: বাক্যগুলোর মধ্যে খুব সুন্দর কিছু ভাবনা প্রকাশ পেয়েছে।
পড়ে দেখতে পারেন অস্কার

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১২

ব্যতিক্রমী বলেছেন: দেখেছি, মন্তব্যও করেছি। ধন্যবাদ লিংকের জন্য।

১০| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৬

ফাহাদ চৌধুরী বলেছেন: ভালবাসা ও ঘৃণার ইন্টারনাল রসায়ন। একটা আপউয়িন্ড হলে অন্যটা ডাঊন উয়িন্ড । প্রচণ্ডতার দিক দিয়ে দুটোই একই রকম । চরণ গুলো দারুন লাগলো। কন্ট্রাষ্ট এর মাধ্যমে চমৎকার উপস্থাপন ।

অমিত জোস কইছে কিন্তু বাইডি । পুরা কবিতার জুসঃ

"ঘৃণা মানুষের সচেতন অংশ থেকে জন্মলাভ করে এবং ভালোবাসা মানুষের অবচেতন অংশ থেকে জন্মলাভ করে। "

০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৫

ব্যতিক্রমী বলেছেন: হে হে হে...


ভালা তাইক্কইন ভাইডি...।

১১| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

কাঠের খাঁচা বলেছেন: সুন্দর হয়েছে অনেক।


ভালোবাসার রঙ কালো
আবার ঘৃণার রঙও কালো;
দু’টোই জন্মান্ধের চোখের দৃষ্টি
কেবল ভিন্ন অনুভব।

আমার কাছে ভালবাসা সবসময়ই সাদা। যেভাবেই তাকাই সেটা সাদাই। ভালবাসা বলে কথা।

০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪১

ব্যতিক্রমী বলেছেন: আমার কাছে কালো। কারন, সাদা'র মধ্যে সাদার প্রকৃত শুভ্রতা দেখা যায় না। দেখা যায় কালো'তে। রাতের পরেই তো দিনের সৌন্দর্য অবলোকন করা যায়।

কালো'টা সাদা হয়
সাদা'টা কালো হয়।

ধন্যবাদ।

১২| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪০

নস্টালজিক বলেছেন: সুতীব্র ভালোবাসা হতেও জন্ম নেয় ঘৃণা-

ঠিক।।

০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৫

ব্যতিক্রমী বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: দুটোই তীব্র অনুভব। কথা হচ্ছে আমাদের মধ্যে অতটা তীব্রতা এখনও বিরাজমান কিনা? নাকি সব ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে এই নষ্ট সময়ে..

০৭ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৮

ব্যতিক্রমী বলেছেন: আমরা জ্ঞাত কিংবা অজ্ঞাতসারে এই প্রভেদ নিয়ে ব্যস্ত থাকি না। ব্যস্ত শুধুই জীবন গোছাতে। তবে আমরা যে জীবন গোছাতে চাই সেটা কোন রাস্তায় তাও খেয়াল করি না।

আমাদের অনুভূতিগুলি এই নষ্ট সময়ে ক্ষয়ে ক্ষয়ে'ই যাচ্ছে প্রতিনিয়ত।

ঘৃণা হতে ‘কালো’, ভালোবাসা হতে ‘আলো’
অভিকর্ষজ টানে ছিঁড়ে এসে
আবার পাশাপাশি...।


আমরা অনুভব করতে চাই আর না-ই চাই, দু'টোই পাশাপাশি চিরদিনই বিরাজমান থাকবে।

কৃতজ্ঞ মন্তব্যের জন্য।

১৪| ০৭ ই মার্চ, ২০১০ রাত ৯:০১

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: শাদা, আরো শাদা। শাদাই দেখতেছি আপাতত......

০৭ ই মার্চ, ২০১০ রাত ১১:১২

ব্যতিক্রমী বলেছেন: ভালো তাহলে। আমি দু'টোই পাশাপাশি দেখি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.