![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলভেজা ভোরে তুমি দাড়ালে
আমার কুড়েঘরের ভাঙা চৌকাটে
তোমার আগমন অপ্রত্যাশিত ছিলোনা
প্রত্যাশিত ও যে ছিলো সে কথা ও বলতে পারিনা।
জলে ভেজা তোমার সারা দেহ
ইচ্ছে হচ্ছিলো তোমার ভরাট স্তনযুগল আলতো চুয়ে দেই
কিংবা ঝাপটে ধরে নৈকট্যে আনি তোমার ভেজা ঠোট
যদিও জানি তার নূন্যতম অধিকারটুকু আজ আর আমার নেই
কিন্তু তা বুঝে না ক্রমশ দ্রবীভূত দেহ।
ক্রমশ আমরা মিশে যাই একজন আরেকজনের গভীর তলদেশে ।
©somewhere in net ltd.