![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দুঃখ আছে
আমার দুঃখে পোড়ে-
আমার দেহ
কবিতা
শিশির ভেজা ভোর
আর হিমঘরে রাখা তরতাজা স্বপ্ন।
আমার দুঃখে পোড়ে সবুজ তরুলতা
বৃষ্টি
মাঠি
সমুদ্র পোড়ে হয় শ্বাশানঘাটে।
আমার দুঃখ নীল হরফে শিরোনাম হয়
আমার দুঃখ শুধু স্পর্শ করেনা তোমায়
©somewhere in net ltd.