![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুয়েটিয়ান , ভোজনরসিক , মুভিখোর , ভ্রমণপিপাসু , আস্তিক ব্লগার । http://www.facebook.com/asif.movie.pagla বরাবর নিচে অনুসরণ করুন লেখাটার উপর ক্লিক করলে একটা ম্যাজিক দেখাবো ;)
১.
A Moment To Remember(২০০৪)
IMDb rating ৮.২
Pirate bay download link
২.
My Sassy Girl(২০০১)
IMDb rating ৮.২
Pirate bay download link
৩.
৩-Iron
IMDb rating ৮.০
torrent download link
৪.
Taegukgi-Brotherhood of War
IMDb rating ৮.১
torrent download link
৫.
Memories Of Murder
IMDb rating ৮.১
torrent download link
৬.
Daisy
IMDb rating ৭.৩(রেটিং এর তুলনায় বেশ ভাল মুভি)
torrent download link
৭.
Oldboy
IMDb rating ৮.৩
torrent download link
০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ৮:২০
আসিফ মুভি পাগলা বলেছেন: হাসান ভাই ...যদি কড়া হৃদয়ের মানুষ হয়ে থাকেন তবে ওল্ডবয় দিয়ে শুরু করেন । তা না হলে বাকি যেকোন একটা দিয়ে আপনার কোরিয়ান সিনেমার পর্ব শুরু করে দিন । ভাল লাগলে অবশ্যই জানাতে দ্বিধা করবেন না ।
২| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৩
ইশিন বলেছেন: প্রথম ২টা আর daisy দেখসি, অসাধারন।বাকিগুলা এখনি নামাইতে দিমু। আমার এক ফ্রেন্ড কোরিয়ান মুভির পাগল, তারে ফেসবুকে আপনার লেখা টা শেয়ার করলাম।
মুভির লিঙ্কের জন্য অনেকগুলা ধন্যবাদ
০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ৮:২১
আসিফ মুভি পাগলা বলেছেন: ৩ পিস ভাল লাগলে বাকি ৪ পিসও ভাল লাগবে আশা করা যায়। ধন্যবাদ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০৬
কাউসার রুশো বলেছেন: শুধু A Moment To Remember(২০০৪) দেখছি। খুব ভালো লাগছে।
দারাশিকো ভাই, মেঘদূত ভাই আর বিডি আইডল ভাইয়ের রিকেমন্ড করায় আরো কয়েকটা ডাউনলোড দিছি। প্রিয়তে রাখলাম
+++
৪| ০৯ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:০৫
আসিফ মুভি পাগলা বলেছেন: রুশো ভাই । বিফলে মূল্য ফেরত দেওয়া হবে (-_^)। কোরিয়ায় বেশ ভাল সিনেমা হয় । এই ৭টা তার উদাহরণ।
৫| ১২ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০১
স্নিগ বলেছেন: ভাইয়া, পারলে নেক্সট মুভি পোস্টে মুভির রিভিউ দিয়েন।তাহলে একটা ধারণা পাওয়া যায়।
পোস্টে+।আরো আসুক।
৬| ১৩ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:২৬
আসিফ মুভি পাগলা বলেছেন: টাইম পাইলে এইটাই এডিট করে হালকা পাতলা রিভিউ লিখে দিবো । যদিও রিভিউ লিখার ব্যাপারে আমার ভাষাজ্ঞান খুবই খারাপ :প
৭| ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ৩:১২
Neelpoddo বলেছেন: মাই লিটেল ব্রাইডটা দেখতে পারেন।আহামরী কিছু না যদিও।মেকিংটা ভাল লেগেছে অনেক।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ৩:৫৭
আসিফ মুভি পাগলা বলেছেন: দেখেছি ভাই । আমি কোরিয়ান মুভির অন্ধ পঙ্গু লুলা ভক্ত । প্রায় অর্ধশতাধিক কোরিয়ান চলচ্চিত্র অবলোকন করিয়াছি ।
জানানোর জন্য ধন্যবাদ । মাই লিটল ব্রাইড বেশ ভাল সিনেমা । ভাল লেগেছিল । মেকিং ভাল না কে বলল ( মনে হয় ভদ্রতা করেছেন )
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:১৪
স্বাধীনতার বার্তা বলেছেন: ইংলিশ ডাব আছে?????
০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২১
আসিফ মুভি পাগলা বলেছেন: আবার জিগস । ইংলিশ ডাব ছাড়া মুভি দেখবো কেমনে । কোরিয়ান ভাষা শিক্ষা করি নাই তো !!!
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২২
শান্তির দেবদূত বলেছেন: কোরিয়ান মুভির ভক্ত ছিলাম এক সময়। অনেক দিন মুভি দেখার সময় পাই না। আবার শুরু করতে হবে।
০৩ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৯
আসিফ মুভি পাগলা বলেছেন: আমার লিস্টের না দেখা গুলো দিয়েই শুরু করুন । বিফলে মূল্য ফেরত
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৭
মে ঘ দূ ত বলেছেন: বেশ কটা দেখা হয়নি। নামগুলো নিয়ে গেলাম।
ধন্যবাদ +
দারাশিকো ভায়ার কয়েকটা মুভি পোষ্ট আছে কোরিয়ান মুভি নিয়ে। আরো অনেক নাম পাবেন, যদি না ইতিমধ্যে না দেখে থাকেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৩:২২
আসিফ মুভি পাগলা বলেছেন: দারাশিকো ভাইয়ের গুলো দেখা হয়ে গিয়েছে আগেই । ভাল লাগল কিনা জানাবেন । এগুলো ছাড়াও আরও কিছু ভাল কোরিয়ান মুভি দেখেছি । দারাশিকো ভাইয়ের ব্লগে মন্তব্যগুলো পড়লে খুশী হব । ওনাকে কিছু কোরিয়ান মুভি রিকমেন্ড করেছি ।
দারাশিকো ভাইয়ের ব্লগ
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৩:২৯
মে ঘ দূ ত বলেছেন: বাহ্ অনেক নাম দেখি ঐখানে। সেইভ করে রাখলাম লিঙ্কক্টা। লেখাটা আগে পড়া ছিল কিন্তু আপনার মন্তব্যটা খেয়াল করিনি আগে।
অনেক অনেক ধন্যবাদ। কোরিয়ান মুভি দেখতে দেখতে ইদানীং আমিও সুযোগ পেলেই কোরিয়ান দেখি এখন
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৩:৩৩
আসিফ মুভি পাগলা বলেছেন: আমি কোরিয়ান ফ্যানাটিক বলতে পারেন । যদিও আগ্রহটা এখন জাপানিজ অ্যানিমেইয়ের দিকে ঝুঁকছে ।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৩:৫০
অনিখট বলেছেন: দারশিকো ভাইয়ের ব্লগে দেয়া আপনার মুভি লিস্ট পেলাম...ধন্যবাদ দাদা...আচ্ছা কোরিয়ান মুভি কিনতে পাবো কই বলতে পারবেন ???
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৪:১৫
আসিফ মুভি পাগলা বলেছেন: রাইফেলস স্কোয়ার কিংবা বসুন্ধরা সিটির দোকানে পেতে পারেন । তাও সবগুলো নয়। ডাউনলোডই একমাত্র ভরসা ।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৩:৫৮
মে ঘ দূ ত বলেছেন: আমার ভালোলাগা চলচিত্রের পোষ্টদুটোতে বেশ অনেকগুলো নাম পাবেন জাপানীজ এনিমেশনের। এইগুলোও উড়াধুরা।
স্টুডিও জিবলী-র এনিমেশনগুলোর কথাতো বলায় বাহুল্য।
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৪:১৯
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনার সিনেমাকথন সবগুলো পড়েছি । আপনার পোস্টেই প্রথম পেয়েছি পারফেক্ট ব্লুর নাম । পরে মিলেনিয়াম একট্রেস ও পাপরিকা দেখেছি । সাতোশির পুরাই ভক্ত হয়ে গিয়েছি । জাপানিজ এনিমেশন নিয়ে স্বাধীনতার বার্তা ছেলেটা খুব আগ্রহী । ও আমাকে আরও কিছু রিকমেন্ড করেছে ।
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৪:৩৩
মে ঘ দূ ত বলেছেন: আচ্ছা। সাতোশির এনিমেশনগুলোর কথা আমিও "স্বাধীনতার বার্তা"-র কাছ থেকেই পেয়েছি। পেপরিকা আমার কাছে মারাত্মক ভালো লেগেছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৪:৩৯
আসিফ মুভি পাগলা বলেছেন: আমি তো আপনারেই গুরু ঝানতাম
নাটের গুরু তাইলে ওই পিচ্চি পোলাই
রাতে কি ভাই ঘুমানোর নিয়্যত নাই??
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৪:৪৪
মে ঘ দূ ত বলেছেন: আমরা সবাই রাজা আমাদের এই সাইনের রাজত্বে
আমার ঘড়িতে এখন বাজে মাত্রে সন্ধ্যে ৫টা বেজে ৪৩ মিনিট ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৪:৪৯
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনি কি বৈদেশী নাকি?? ঝানতাম না । কুন দেশে বাস?
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৪:৫০
মে ঘ দূ ত বলেছেন: বৈদেশী না বিদেশে অবস্থান
আপাতত স্টেটসে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৪:৫৩
আসিফ মুভি পাগলা বলেছেন: কয়দিন যাবৎ । মুভি রিভিউ গুলার লেখার সময় তো সম্ভবত দেশেই ছিলেন । বৈদেশী ওইটাও কথার কথা
মেঘদূত ভাই কি বুয়েটিয়ান?
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৪:৫১
ভেগাবন্ড৬৯ বলেছেন: শুধু মাত ১ম টা দেখা হয় নাই ।
My Sassy Girl আমার প্রিয় মুভি গুলার একটা।
3-Iron এর কনসেপ্টটা বেশ মজার।
Brotherhood এর কয়েকটা দৃশ্য আমার চোখ ভারি করে দিছিল।
Old Boy টা অনেক বেশি পাশবিক।
Daisy'র গল্পটা বেশি জোশ। এইটাও আমাপ প্রিয় মুভির একটা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:০০
আসিফ মুভি পাগলা বলেছেন: ভেগাবন্ড দেখি ভাল দর্শক । তাইলে দারাশিকো ভাইয়ের ব্লগ লিংকটায় আমার মন্তব্য দেখেন । ওইটা আপনার মত অ্যাডভান্সড দর্শকের কথা চিন্তা করে লেখা । আরও ভাল কিছু মুভি পাবেন ওখানে । মেমোরিজ অফ মার্ডার এর কথা বললেন না তো???
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:০৩
আসিফ মুভি পাগলা বলেছেন: প্রথমটা দেখার জন্য বালতি নিয়া রেডি থাকবেন । ওটা দেখে আমি যত কেঁদেছি আর কোন মুভি দেখে অত কেঁদেছি কিনা সন্দেহ আছে ।
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:০৫
মে ঘ দূ ত বলেছেন: হাহা
নাহে ভায়া বুয়েটিয়ান না। বাইরে আছি অনেক বছর ধরে। না সব এইখানে বসেই লেখা। আর আমি এইসব মুভি দেখেছি গত ৩/৪ বছরে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:০৮
আসিফ মুভি পাগলা বলেছেন: দেশে ফজরের ওয়াক্ত হইল । ঘুমাতে গেলাম । আপনার সাথে ব্লগীয় চ্যাট করে চ্রম লাগল ।
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:০৯
মে ঘ দূ ত বলেছেন: আমারও
শুভ ঘুম।
২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:১২
ভেগাবন্ড৬৯ বলেছেন: Memories Of Murder এর গল্প টা অদ্ভুত। শুধু অভিনয় টা আর মেকিং টা যদি আর একটু ভাল হইত!! এত্ত সিরিয়াস এক্তা গল্প, ডিটেক্টিভ দুইটার জন্য ম্লান হয়ে গেছে।
আর আমি মুভিএ দেখার চেয়ে খাইতে বেশি ভালবাসি
১ম টা নামায়তে দিছি। কাল দেখব (খাব)!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:১৮
আসিফ মুভি পাগলা বলেছেন: আমার কাছে ডিটেক্টিভদের আচরণ খুবই ন্যাচারাল লাগসে । কোরিয়ানরা জাতি হিসেবে একটু মাথা নষ্ট । আর মোটা ডিটেক্টিভটা কিন্তু কোরিয়ার সবচেয়ে বড় স্টার ।
মুভি খাওয়ার পর জানাবেন কিন্তু কেমন হজম হল
২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:৩৯
সাজিদ. বলেছেন: Memorie Of Murderছাড়া বাকিগুলো দেখেছি। সবগুলোই অসাধারণ। ১ম টা বেশী ভালো লেগেছে।
Lover's Concerto আর Innocent Steps টা দেখেন সময় করে,দারুণ মুভি।
Click This Link)
http://en.wikipedia.org/wiki/Innocent_Steps
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৯
আসিফ মুভি পাগলা বলেছেন: lover's concerto এবং innocent steps দেখা । আপনি আর কি কি দেখেছেন বললে হয়ত আপনাকে আরও কিছু কোরিয়ান মুভির কথা বলতে পারতাম । দারাশিকো ভাইয়ের লিংকে আমার কমেন্টগুলো পড়তে পারেন । হয়ত নতুন কিছু ভাল কোরিয়ান মুভির কথা জানতে পারবেন ।
memories of murder দেখে ফেলেন । হতাশ হবেন না আশাকরি ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২৭
এক চিলতে আলো বলেছেন: ভাইজান,ট্যাকা লাগে ক্যান?ফ্রী কোন লিংক নাই?
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৩
আসিফ মুভি পাগলা বলেছেন: টাকা লাগে ক্যান??? আমি তো টরেন্ট লিংক দিসি ভাইজান । টাকা লাগার তো কথা না!!
২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:১৫
ভেগাবন্ড৬৯ বলেছেন: আসিফ, আপনাকে ধন্যবাদ A Moment To Remember মুভি টা দেখতে বলার জন্য। দেখলাম। ভাল লাগছে। অনেক ভাল। তবে কষ্ট পাইছি অনেক।
ভাল থাকবেন Thanx again.
০৮ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৩৯
আসিফ মুভি পাগলা বলেছেন: ভেগাবন্ড ভাই । মোমেন্ট টু রিমেম্বার ভাল লাগলে দা ক্লাসিক দেখেন । দারুন মুভি ।
২৫| ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:০৯
ঘুমন্ত পথিক বলেছেন: দারুন!
৭টিই আমার অনেক আগে দেখা (কোন কোনটি একাধিক বার) এবং সবগুলিই খুবই প্রিয়। তবে, #১ & #৬ এর "ডাইরেক্টরস কাট" ভারশন বেশি সুন্দর লেগেছে আমার কাছে।
একটা জিনিস ভেবে ভালো লাগছে যে ইদানিং কোরিয়ান/জাপানি মুভির ব্যাপারে আমাদের নাক সিঁটকানো ভাবটা কমেছে একটু হলেও। আজকাল হলিউডি মুভি দেখে বেশি মজা পাই না। নিজে গতকাল দেখলাম ৪১তম কোরিয়ান মুভি। কিন্তু আশেপাশের মানুষদের দেখতে বললে সবাই ঠাট্টা মস্করা করে। আফসোস!
মনে হচ্ছে আমিই আপনার চেয়ে বড় কোং-জাং মুভির ফ্যান। নৈলে কোং মুভির পোস্ট দেখেই ১+ বছর পর মন্তব্য করতে সামুতে লগিন করি !? হা হা হা...
ভ্লা থেকেন।
১১ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২৩
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনি খুব ভাল একটা কথা বলেছেন । আমি নিজেও ১ ও ৬ নং ডিরেক্টরস কাট দেখেছি । বিশেষ করে মোমেন্ট টু রিমেম্বার এর ডিরেক্টরস কাট স্ক্রিনিং কাট এর থেকে ২০ থেকে ২২ মিনিট বেশী লম্বা এবং ইমোশন এর গভীরতায় পৌছে ।
আপনি কোরিয়ান মুভি নিয়ে একটা পোস্ট দেন । পড়ার জন্য অধীর আগ্রহে বসে আছি । আমার দেখা কোরিয়ান মুভির সংখ্যা কিছুদিন হল ৫০ স্পর্শ করেছে তবে আপনিই মনে হয় কোংজাং মুভির বড় ফ্যান । কিন্তু আমার দৌড় কিন্তু আর্জেন্টিনা থেকে কাজাখস্থান পর্যন্ত
২৬| ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৮
ঘুমন্ত পথিক বলেছেন: ভাই, খুবই দুঃখিত যে পোস্ট লেখার মত সময় আসলে হয়ে উঠবে না হয়ত। একটা মুভি দেখার জন্য ২-৩ ঘন্টা সময় বের করতেই হিমশিম খাই!
আমার দৌড় অনেক কম :#> । হলিউডের বাইরে স্প্যানিশ, ফরাসি, ইতালীয়, ইরানি, হিন্দি, বাংলা আর গত ১ বছর ধরে কোং-জাং। বিভিন্ন দেশের ভালো ভালো মুভিগুলো দেখার শখ আছে। আশা রাখি ধীরে ধীরে সবই দেখা হবে।
২৭| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪০
মে ঘ দূ ত বলেছেন: আসিফ ভায়া কি মুভির নাম দিলেন!
প্রথমটা দেখেই তো আমার চোখের জল নাকের জল এক হল :#>
বাকীগুলোও দেখে একে একে জানাবো কেমন লাগলো।
১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩১
আসিফ মুভি পাগলা বলেছেন: অবশ্যই । আমি মোমেন্ট টু রিমেম্বার দেখে কম করে হলেও মেজের এক বোতল কাঁদসি । বাকিগুলাও দেখে ফেলেন । ভাল লাগবে ।
২৮| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৩
কালপুরুষ বলেছেন: কোরিয়ান ম্যুভি আমিও পছন্দ করি। কয়েকটা দেখেছি। খুব ভাল লেগেছে। নীচে কোরিয়ান ম্যুভির একটা ছোট লিস্ট দিলাম।
all about korian film-
Hong Sangsoo
Woman on the Beach (2006)
Tale of Cinema (2005)
Woman is the Future of Man (2004)
Turning Gate (2002)
Virgin Stripped Bare by Her Bachelors (2000)
The Power of Kangwon Province (1998)
The Day a Pig Fell Into the Well (1996)
Yu Hyun-mok
Mommy, Star, and Sea Anemone (1995)
Son of Man (1980)
Rainy Days (1979)
The Gate (1977)
Flame (1975)
Bun-Rye's Story (1971)
I Would Like to Become a Human (1969)
School Excursion (1969)
Arirang (1968)
Descendent of Cain (1968)
Three Henpeck Generations (1967)
Guests Who Came by the Last Train (1967)
Martyr (1965)
Daughters of Pharmacist Kim (1963)
Obaltan ("The Aimless Bullet") (1961)
Even the Clouds Are Drifting (1959)
The Lost Youth (1957)
The Crossroad (1956)
E J-yong
-------------
Dasepo Naughty Girls (2006)
Joy of Love (short) (2004)
Untold Scandal (2003)
Asako in Ruby Shoes (2001)
An Affair (1998)
Homo Videocus (short) (1990
Bong Joon-ho
-------------------
The Host (2006)
Sink and Rise (2004) (short from Twentidentity)
Influenza (2004) (30-minute short)
Memories of Murder (2003)
Barking Dogs Never Bite (2000)
Incoherence (1994) (short)
Memory Within the Frame (1994) (short)
Baeksaekin (1993) (short)
Kim Ki-duk
---------------
Time (2006)
The Bow (2005)
3-Iron (2004)
Samaritan Girl (2004)
Spring, Summer, Fall, Winter... and Spring (2003)
The Coast Guard (2002)
Bad Guy (2002)
Address Unknown (2001)
Real Fiction (2000)
The Isle (2000)
Birdcage Inn (1998)
Wild Animals (1997)
Crocodile (1996)
১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৫
আসিফ মুভি পাগলা বলেছেন: কালপুরুষ ভাই তো মনে দাগা দিলেন । এতদিন ধারনা ছিল আমিই বোধহয় সবচেয়ে বেশী কোরিয়ান মুভি দেখি । আমি ৯৮ এর আগের কোন কোরিয়ান মুভি দেখি নাই । কষ্ট করে আমারে ৫ -৬ টা রিকমেন্ড করে দেন । ডাউনলোড করবো ।
চ্যান উক পার্ক এর মুভিগুলার কথা বললেন না ?? ওল্ডবয় এর ডিরেক্টর । উনিও তো কঠিন চিজ
২৯| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৫
ঘুমন্ত পথিক বলেছেন: আমিও কয়েকটি কোরিয়ান মুভির নাম দেয়ার লোভ সামলাতে পারলাম না। আপনার লিস্টগুলোর কোথাও দেখলাম না এমন ১০টি দিলাম। আর, ১টা ফাও। #৯ বাদে সবগুলিই রোমাণ্টিক ধাঁচের।
লিংক সব asianmediawiki.com এর। আর রেটিং imdb.com থেকে।
০।
The Beast And The Beauty (রেটিং: ৬.৬)
-- আমার দেখা ১ম কোং মুভি, বছর ক্ষাণেক আগে। কমেডি। এর আগ পর্যন্ত ধারনা ছিলো কোরিয়ান ছবি মানেই কুংফু-কারাতে। :!> এটাই ফাও। যদিও খুব উঁচু মানের না, এটা দিয়েই আমার শুরু তো তাই দিলাম। আর, আমি খেয়াল করেছি এটা ছেলেদের চাইতে মেয়েরাই বেশি পছন্দ করে।
১।
...Ing (রেটিং: ৭.৫)
-- মূলত শহুরে সমাজে মায়ের সাথে অনেকটা একাকী বেড়ে ওঠা একটি মেয়ের কাহিনী।
২।
Christmas In August (রেটিং: ৭.৭)
-- ১ম বার দেখে অনুভূতি ছিলো সাদামাটা। অনেকদিন পর ২য় বার দেখে মনে হলো অসাধারণ!
৩।
Feathers In The Wind (রেটিং: ৭.৫)
-- খুব কম বাজেটের ছবি। সাদামাটা কাহিনী। শুরুর দিকে বোরিং লেগেছে। কিন্তু, সব মিলিয়ে শেষে বেশ ভালো একটা অনুভূতি হয়। খুব সাধারণদের দিয়েও যে কোরিয়ানরা দারুন অভিনয়শৈলী বের করে আনতে পারে এই ছবিটি তার প্রমাণ।
৪।
Love Phobia (রেটিং: ৬.৫)
-- রেটিং-এর চাইতে ভালো সিনেমা। শেষের দিকে একটু উদ্ভট মনে হতে পারে তবে তার একটা ব্যাখ্যা আছে আমার নিজস্ব।
৫।
Maundy Thursday (রেটিং: ৭.৫)
-- এটি Our Happy Time নামেও পরিচিত। মাঝে মাঝে কান্না করা কিন্তু চোখের জন্য উপকারী। সেজন্য দেখতে পারেন।
৬।
Once In A Summer (রেটিং: ৭.২)
-- বাজার করতে গিয়ে এক দোকানের জানালার কাঁচে কান লাগিয়ে বেতারের গান শোনার দৃশ্যটা দেখলেই মনে হয় - How Romantic!
৭।
Over The Rainbow (রেটিং: ৭.২)
-- রহস্যময়তায় ভরা ভালোবাসার জনকে খুঁজে ফেরার কাহিনী।
৮।
Sad Movie (রেটিং: ৭.৪)
-- নামই বলে দিচ্ছে এটি দুখু-দুখিনীদের গল্প। তবে ২য় বার দেখতে গিয়ে আমি বেশি দুঃখ পেয়েছি অন্ততঃ ৩ জায়গায় ক্যামেরা-র রিফ্লেকশন আর ক্রু দেখতে পেয়ে। মন খারাপ থাকলে মার্কামারা অংশগুলো আমি প্রায়ই দেখি।
৯।
Where Is Ronny (রেটিং: নাই)
-- বান্ধবী ছবিটির কথা হয়ত অনেকেই জানেন এবং দেখেছেন। "রনি, তুমি কুতায়?" - এটিও বাংলাদেশি অবৈধ কর্মীদের নিয়ে কাহিনী। বাংলা সংলাপ আছে প্রচুর। একটা কোরিয়ান সিনেমায় যদি শুনতে চান...
"কাছের মানুষ দূরে থুইয়া, মরি আমি ধড়ফড়াইয়া রে।
দারুন জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে।
আমার এতো সাধের মন বধূয়া হায় রে,
কী জানি কী করে।"
... তবে এই ছবিটি দেখুন। ব্যস্ত ঢ্যাহা শহরও দেখতে পাবেন।
১০।
Windstruck (রেটিং: ৭.১)
-- যাঁরা My Sassy Girl দেখেছেন কিন্তু এটা দেখেননি, দেখে ফেলুন। পরে বের হলেও কারও কারও মতে এটি MSG-এর আগের পার্ট। কোন কিছু গাঁজাখুরি মনে হলে বুঝে নিবেন সেটা স্বপ্ন।
*******
ভাই আসিফ, কিছু মনে করবেন না। শুধু ১০টি ছবির নাম লিখতে গিয়ে অনেক চাপাবাজি করে ফেললাম (কে জানে হয়ত সবগুলোই আপনার দেখা!)।
আর যাঁরা কোরিয়ান মুভি তেমন একটা দেখেননি তাঁদের বলছি, এটি প্রচলিত অর্থে কোন টপ টেন লিস্ট না। এই তালিকার সব ছবি সবার ভালো নাও লাগতে পারে। এগুলোর চাইতে ভালো কোরিয়ান ছবি আছে অনেক। ধন্যবাদ।
৩০| ২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪২
রোদেলা বলেছেন: ইশ ওরা যদি বাংলায় কথা বলতো...
২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৩
আসিফ মুভি পাগলা বলেছেন: ওরা কোরিয়ান ভাষায় কথা বলে দেখেই মনে হয় আমার এত ভাল লাগে । ভাষা বুঝি না কিন্তু ওদের আবেগ ছুঁয়ে যায় । কোরিয়ান মুভি না দেখলে বুঝবেন না এতদিন কি জিনিস মিস করেছেন ।
৩১| ২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১২
রোদেলা বলেছেন: দেখবতো অবশ্যই ।
২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩১
আসিফ মুভি পাগলা বলেছেন: দেখবেন অবশ্যই ।
৩২| ২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৪
রোদেলা বলেছেন: দেখবতো অবশ্যই ।
২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৭
আসিফ মুভি পাগলা বলেছেন: ভাল লাগলে জানাবেন অবশ্যই
৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২২
বুলেট কিংবা কবিতা বলেছেন:
বৃদ্ধবালক দেক্সি! এই মুবিটা ভাল্লাগছে! তয় কোরিয়ান মুভিতে আগ্রহ কম্পাই!
আর আমার উদ্ধত বালিকা ও দেক্সি ইংলিশটা!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩৯
আসিফ মুভি পাগলা বলেছেন: উদ্ধত বালিকা মুভিটা কোরিয়ানটাই বেশী ভাল । ইংলিশটা দেইখা একদমই মন ভরে নাই ।
বাকিগুলাও দেখেন । ভাললাগবে ।
৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৪
নুভান বলেছেন: কেউ যদি কমেডি/টিন ম্যুভি পছন্দ করেন তাকে কোরিয়ান ম্যুভি 'সেক্স ইজ জিরো ১ ও ২ ' দেখার অনুরোধ করব। এমেরিকান পাই বা ট্রিপ ম্যুভি গুলো থেকেও বেশি মজা পাবেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৪০
আসিফ মুভি পাগলা বলেছেন: সেক্স ইজ জিরো দেখেছি । দুর্দান্ত ।
৩৫| ২৪ শে মার্চ, ২০১১ রাত ১২:৩৩
রূপম দা বলেছেন: তোমার এই পোস্ট পড়েই প্রথমটা দেখলাম। সত্যি আসিফ, এ মুভি টু রিমেম্বার। বাকিগুলো সময় করে দেখব। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ
০৬ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪১
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ রূপম দা । বাকীগুলাও ভাল লাগবে আশাকরি । দেখে ফেলুন সময় করে ।
৩৬| ০২ রা জুন, ২০১১ বিকাল ৪:০০
েজােজা13 বলেছেন: সব গুলো দেখেসি। আমার দেখা সেরা কোরিয়ান মুভি হোলো Old Boy। তবে সেরা রোমান্টিক মুভি হলো The Classic.
১১ ই জুন, ২০১১ রাত ৮:১১
আসিফ মুভি পাগলা বলেছেন: নিয্যস । তবে ক্লাসিক এর আগে স্যাসি গার্ল দেখেছি তাই প্রথম প্রেমের মত ওটারই প্রেমে হাবুডুবু খাচ্ছি।
৩৭| ২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২১
কাওসার আল-আমিন বলেছেন: http://doramax264.com
৩৮| ২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২২
কাওসার আল-আমিন বলেছেন: http://doramax264.com
কোরিয়ান, জাপানিজ, থাই, চাইনিজ মুভির জন্য একটি
কার্যকর সাইট।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৮
আসিফ মুভি পাগলা বলেছেন: ট্রাই করে দেখবো সময় পেলে । ধন্যবাদ ।
৩৯| ০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪২
সূর্যাস্ত বলেছেন: Daisy দিয়ে কোরিয়ান মুভির প্রতি ভালোলাগা শুরু,A Moment To Remember,My Sassy Girl ভালো লাগাটা চরমে উঠালো। যদিও লিষ্ট এ নাই তবুও My Sassy Girl ২ টা ভালো লাগে নাই।Old boy তো সেই রকম লাগছে।
3 iron বাদে বাকি গুলো কাছে আছে।
লিষ্টটা আমার মনের মত হইছে,ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫২
আসিফ মুভি পাগলা বলেছেন: আমি জানতামই না স্যাসি গার্লের সিক্যুয়েল বের হয়েছে । আইএমডিবি দেখলাম । মাই স্যাসি গার্ল ২ কিন্তু কোরিয়ান না । চাইনিজ মুভি । আর চাইনিজ জিনিস একটু দুই নাম্বার হয়েই থাকে সাধারণত
৪০| ১৯ শে জুন, ২০১২ রাত ৮:২৫
আমি রাইন বলেছেন: আমি আ মোমেন্ট টু রিমেম্বার দেখে এক বালতি কান্না করসি। আর একবার দেখার সাহস ও পাচ্ছিনা।
৪১| ২৩ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ধন্যবাদ
৪২| ২৩ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৭
লিন্কিন পার্ক বলেছেন:
এই পোস্ট প্রিয়তে না নিলে পরে পস্তাইতে হবে
৪৩| ২৩ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৬
সন্দীপ হালদার বলেছেন: ১,৩,৫,৬ দেখেছি। অসাধারণ! কোরিয়ান মুভির ফ্যান আমি। কিম কি দুকের মুভি তো আরো ভাল লাগে।
৪৪| ২৩ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩১
চিকন আলি বলেছেন: মূল্য ফেরত দেন....... সবকটা মুভি দেখা .......
৪৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২০
রোকসানা ইসমাইল বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এটা আপনার পাওনা ছিল একবছর আগেই। আজকে সেফ হয়েই আপনাকে ধন্যবাদ দিতে চলে এলাম। আপনার এই পোষ্ট পড়েই আমার কোরিয়ান মুভির প্রতি আগ্রহ জন্মে। "A Moment to Remember" দেখে এতো কেদেছিলাম
এরপর তো যেখানে কোরিয়ান মুভি পাই পারলে তার পিসিটাই নিয়ে আসি। আবারো অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৪৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩২
নীল সময় বলেছেন: No.1 movie ta ami je koto bar dekheci tar hisab nei. kono MOVIE dekhe amar first kanna peyecilo.
POCKET MOMEY....CIGARRATE
৪৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২
মাহমুদ। বলেছেন: আমি কোরিয়ান মুভির ফ্যান।তবে কাউ কে The Classic মুভির কথা বলতে শুনলাম না। দেখতে পারেন
৪৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
বহুদিন পর পোস্টটা চোখে পড়লো। সবারই যেহেতু ভাল লেগেছে তাই আমারও নিশ্চয়ই ভাল লাগবে।
৪৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:৩৯
সামিউল ওয়াকিল তমাল বলেছেন: সবগুলো দেখা হয়ে গেছে এএএ
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
হাসান মাহবুব বলেছেন: আমি জীবনেও কোন কোরিয়ান মুভি দেখিনাই
