![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুয়েটিয়ান , ভোজনরসিক , মুভিখোর , ভ্রমণপিপাসু , আস্তিক ব্লগার । http://www.facebook.com/asif.movie.pagla বরাবর নিচে অনুসরণ করুন লেখাটার উপর ক্লিক করলে একটা ম্যাজিক দেখাবো ;)
দুনিয়াবী সকল বিষয়ে আমার ব্যাফুউউক উৎসাহ ।
তাই আমার সম্পর্কে কিছু জানার থাকলে ,
গালি দিতে চাইলে ,
অফটপিক পাতলা প্যাচাল পারতে চাইলে ,
উবুন্টু নিয়া কথা বলতে চাইলে
কোথাও ভ্রমণ করতে চাইলে
পড়াশোনার আঁতলামি করতে চাইলে(ক্লাসমেটদের জন্য প্রযোজ্য) ,
কোন মুভি সম্পর্কে আলোচনা করতে চাইলে ,
সামুর ইতিহাস বিষয়ক কোন প্রশ্ন বা ট্রিভিয়া জানতে বা জানাতে চাইলে কিংবা
আজাইরা যে কোন দরকারে আমারে এখানে গুঁতা মারবেন ।
এই পোস্টটা আমার লিংকসে অ্যাড করা হবে । যে কোন বিপদে আপদে মুভি পাগলার সাথেই থাকুন ।পোস্টটি উৎসর্গ করলাম জিশান শা ইকরাম ভাইকে । নোটিশবোর্ডের আইডিয়া ওনার কাছ থেকেই পাওয়া ।
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৯
আসিফ মুভি পাগলা বলেছেন: জিশান শা ইকরাম ভাইরে ধইন্যা । নোটিশবোর্ডের আইডিয়া উনার থেকেই পাইসিলাম ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আপনে নাকি কালকা আইছিলেন? কুনে ছিলেন? দেকলামনাতো?
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৮
আসিফ মুভি পাগলা বলেছেন: আমি আইছিলাম । বারোটার দিকে কাইট্টা পড়সিলাম । আপনেরেও তো দেখসি বলে মনে পর্তাসে না
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আমি আইচিলাম সাড়ে বারোটার দিকে, সন্ধ্যা পর্যন্ত ছিলাম
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২২
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনের লগে দেকা দেওনের খায়েশ ছিল । আসবেন জানলে আরও খানিকক্ষণ থাকতাম ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আমার ঘুমই ভাঙছে রঞ্জু দার ফোন পাইয়া এগারোটার দিকে। উইঠাই দিছি দৌড়। পরের বার দেখা হইবো ইনশাআল্লাহ্।
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫০
আসিফ মুভি পাগলা বলেছেন: আবার জিগস
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৫
কাউসার রুশো বলেছেন: হুম..
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫০
আসিফ মুভি পাগলা বলেছেন: হুমমম
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৭
সুখসাগর বলেছেন: ভাইডি আপনে তো বহুম কামের ......................
ঠিকাছে আপনারে দরকার পরলে এইহানে গুঁতা মাড়ুম।
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৪
আসিফ মুভি পাগলা বলেছেন: আমার লিংকে এই পুস্টু সেভ কৈরা রাখসি । দরকার পড়লেই গুতা দিয়া ভর্তা কৈরা দিবেন ।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৯
শেখ আমিনুল ইসলাম বলেছেন: সময়মত গুতা মারম
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৪
আসিফ মুভি পাগলা বলেছেন: আমার লিংকে এই পুস্টু সেভ কৈরা রাখসি । দরকার পড়লেই গুতা দিয়া ভর্তা কৈরা দিবেন ।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪৯
খন্দ.লিমন বলেছেন: ভাই স্যার আর্থার কোনান্ডয়েল এর দা লাষ্ট ওয়ার্ল্ড মুভির লিঙ্কটা দিতে পারবেন ??
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫১
আসিফ মুভি পাগলা বলেছেন: আবার জিগস। পারুম না ক্যান?? আধা ঘন্টা পর আরেকটা গুতা দেন । পেয়ে যাবেন ।
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৩
আসিফ মুভি পাগলা বলেছেন: স্যার আর্থার কোনান ডয়েলের কাহিনী অনুসারে প্রথম লস্ট ওয়ার্ল্ড মুক্তি পায় ১৯২৫ সালে ।
দি লস্ট ওয়ার্ল্ড (১৯২৫) IMDb লিংক
দি লস্ট ওয়ার্ল্ড (১৯২৫) টরেন্ট লিংক
১৯৬০ সালে একই কাহিনী নিয়ে ছবি বানান irwin allen ।
দি লস্ট ওয়ার্ল্ড(১৯৬০) IMDb লিংক
[link|http://thepiratebay.org/torrent/5804463/[Classic_Sci-Fi_]_The_Lost_World_(1960).avi|দি লস্ট ওয়ার্ল্ড(১৯৬০) টরেন্ট লিংক]
১৯৯৭ সালে স্পিলবার্গও এই কাহিনী নিয়ে সিনেমা বানান যেটাই সবচেয়ে বিখ্যাত । নাম ছিল দি লস্ট ওয়ার্ল্ড : জুরাসিক পার্ক
দি লস্ট ওয়ার্ল্ড (১৯৯৭) IMDb লিংক
দি লস্ট ওয়ার্ল্ড (১৯৯৭) টরেন্ট লিংক
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫১
~স্বপ্নজয়~ বলেছেন:
গুতা দিয়ে গেলাম
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫২
আসিফ মুভি পাগলা বলেছেন: মাইরাই ফেলসিলেন আরেকটু হৈলে
আপনি তো দেখি ডেঞ্জারাস লোক
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
রেজোওয়ানা বলেছেন:
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৫
আসিফ মুভি পাগলা বলেছেন:
কেমন আছেন??
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
খন্দ.লিমন বলেছেন: লেখক বলেছেন: আবার জিগস। পারুম না ক্যান?? আধা ঘন্টা পর আরেকটা গুতা দেন । পেয়ে যাবেন ।
ধন্যবাদ ...
আধা ঘন্টা পর আবার আস্তেছি ....
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৫
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনার কাম শেষ । উপরের কমেন্টে দেখেন ।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৮
অজানার পথে বলেছেন: ভাল জিনিস হইছে।
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৩
আসিফ মুভি পাগলা বলেছেন: আবার জিগস । এবার কন আপনের কিছু লাগবে নাকি?? গুগল সাহেবের সাথে আমার আবার ব্যাফুউউক কানেকশন । কিছু খোঁজার থাকলে কন
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩১
খন্দ.লিমন বলেছেন: ধন্যবাদ .... নামানো শুরু করলাম ...
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৪
আসিফ মুভি পাগলা বলেছেন: লস্ট ওয়ার্ল্ড নিয়া কিন্তু একটা টিভি সিরিজও আছে ।আপনি মুভি চাইলেন দেখে লিংক দেই নাই
১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৪৩
খন্দ.লিমন বলেছেন: লস্ট ওয়ার্ল্ড নিয়া কিন্তু একটা টিভি সিরিজও আছে ।আপনি মুভি চাইলেন দেখে লিংক দেই নাই
ভাই টিভি দেখার সময় কই ?? ১ টা পর্ব দেখছিলাম মনে হয় ...
বাংলাদেশের যে কারেন্ট তাতে টিভি দেখতে মনেচায় না ...
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৩
আসিফ মুভি পাগলা বলেছেন: হুমমম
১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৭
দু-পেয়ে গাধ বলেছেন: উক্কে, বলেন দেহি
বাংলা pdf ফাইল কে ওয়ার্ডে নিতে হলে কিভাবে করব?
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৪
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৬
আসিফ মুভি পাগলা বলেছেন: দু পেয়ে ভাই আছেন কেমুন । আপনার ফেসবুক আইডি চাইসিলাম । দিলেন না তো!!!
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:১০
জিসান শা ইকরাম বলেছেন:
হুম, দেইক্ষা গেলাম
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৭
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনার ক্রেডিটটাও নিয়া যান ।আপনার কাছ থেকেই তো বুদ্ধিটা ধার কার আফটারঅল ।
১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২০
আলিম আল রাজি বলেছেন: বুক্মার্কাইলাম।
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৭
আসিফ মুভি পাগলা বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা ।
১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪৪
poops বলেছেন: এখন কিছু মনে পরতেছে না। পরে কমু আপ্নের ফেইসবুক id দেন।
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫০
১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২০
ডাইনোসর বলেছেন:
এক খান কতা কই।
আপনার ফেসবুক আইডি,লিনাক্সফোরাম,মুক্তমনা(যদি থাকে),সচলআয়তন(যদি থাকে),ধর্মকারী(যদি থাকে) কোন কোন বেশে আছেন জানাবেন?
ইমেল আইডি চাইমো কিনা? আবার মোবাইল নাম্বার।
ভাইডি মাইন্ড করছেন নি???
এই খানে না দিতে চাইলে....
মেইল করুম নে? কেমন?
২৬ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
আসিফ মুভি পাগলা বলেছেন: ধর্মকারী কি জিনিস?? সচলে এখনো লেখি নাই । ফেসবুক আছে ।
উপরের কমেন্টে দেখেন ।
উবুন্টু নিয়ে যে কোন সমস্যা এখানেই বলতে পারেন সমস্যা নাই ।
২০| ২৬ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫০
হার্ট লকার বলেছেন: বিপদে পড়লে আইতাছি কিন্তুক ।
২৬ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
আসিফ মুভি পাগলা বলেছেন: আমার রেঞ্জের মইদ্দে যে কুনু বিপদে আমি আচি । কুনু টেনশন লইয়েন না ।
২১| ২৬ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪১
জিসান শা ইকরাম বলেছেন:
উৎসর্গ দেইখ্যা ধন্য হইলাম
২৬ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনারে ফেসবুকে অ্যাড রিকয়েস্ট পাঠাইলাম । পাইসেন তো?? নাকি আবার অন্য কারো কাছে পাঠায়ে ফেললাম!!
২২| ২৬ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
শিপু ভাই বলেছেন: ভচ, আমি আমাদের দেশের সর্প বিষয়ক অর্থাৎ নাগ- নাগীন ভিত্তিক সিনেমা নিয়া কিঞ্চিত আলাপ কর্তে চাই। আফনে রাজি থাকলে জানান।
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:০২
আসিফ মুভি পাগলা বলেছেন: বেদের মেয়ে জোৎসনার ডাউনলোড লিংকু দিলে আলাপে রাজি আছি
২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:১০
খন্দ.লিমন বলেছেন: ভাই টরেন্ট লিঙ্ক দিসেন ,উবুনন্টু থেকে তো ডাউনলোড করতে পারতেসি না ।
২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৮
খন্দ.লিমন বলেছেন: ভাই টরেন্ট লিঙ্ক দিছেন ,উবুন্টু থেকে তো ডাউনলোড করতে পারতেছি না ।
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৫
আসিফ মুভি পাগলা বলেছেন: আমিও তো উবুন্টু ইউজ করি । সমস্যা একটু স্পেসিফিক করেন । যদি utorrent এর মত কোন ক্লায়েন্ট চান তাইলে deluge ইউজ করতে পারেন ।
অন্য কোন সমস্যা হলে একটু ডিটেইলস বলেন । ইনশাল্লাহ সমাধান দিতে পারব ।
২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৯
জিসান শা ইকরাম বলেছেন:
পাইসি
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৫
আসিফ মুভি পাগলা বলেছেন: যাক । নিশ্চিন্ত করলেন । মাঝে মাঝে ফেসবুকেও গুতাবো আপনাকে ।
২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৮
শিপু ভাই বলেছেন: আমি টেকি ব্যাপার স্যাপার বুঝি না।
লিংকু কই পাম??
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৫
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনার সাপুরে মুভির কথা হুনে আমার বেদের মেয়ে জোছনা দেখতে মুঞ্চায় । আপনি ব্যবস্থা করেন । কত্তদিন সিরিয়াস কাঞ্চন আর অঞ্জু ঘোষের ড্যান্স দেখি না
২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৫
খন্দ.লিমন বলেছেন: ভাই টরেন্ট এর জন্য কি আলাদা ডাউনলোডার লাগে ??
আমি জেডাউনলোডার + ar2c ব্যাবহার করি ...
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৭
আসিফ মুভি পাগলা বলেছেন: জে ডাউনলোডার ব্যবহার করি নাই । টরেন্ট নামানোর জন্য ডিল্যুজ ব্যবহার করি ।
ডাউনলোডের জন্য http://www.getdeb.net/app/deluge
২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৮
কূপমন্ডুক বলেছেন: পাগলা, তুমি কাস্টমার দেখি কেয়ার সিস্টেম চালু করে দিলা?? মিলাদ দিছ??
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪০
আসিফ মুভি পাগলা বলেছেন: কিরে ।তুই বাড়ীর লোক হইয়া মিলাদ চাস?? তোর লজ্জাশরম দেখি দিনদিন লোপ পাচ্ছে
আমার লগে কাস্টমার কেয়ার বিজনেসে নাইমা পড় । তোরে ক্রিয়েটিভ হেড বানামু ।
২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪০
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪২
আসিফ মুভি পাগলা বলেছেন: ভাই কোন সমস্যা ?? প্রেম ব্যতীত সকল সমস্যার সমাধান নিয়ে আমি আছি ।
৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৬
খন্দ.লিমন বলেছেন: ধন্যবাদ ....
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৭
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
আরও সমস্যা চাই । যেকোন সমস্যা পেলেই বলে দেখবেন ।
৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৭
এক্স বলেছেন: পারসোনাল নোটিশবোর্ডের কনসেপ্টটা ভাল...
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৩
আসিফ মুভি পাগলা বলেছেন: জিশান শা ইকরাম ভাইকে ধন্যবাদ ।
৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৯
খন্দ.লিমন বলেছেন: ডাউনলোড হচ্ছে । কিন্তু এইটার কার্য পদ্ধতি কিছুই বুঝতেছি না ।
অবশ্য টরেন্ট এর লিঙ্ক দিয়ে কখন ডাউনলড করি নাইতো
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৭
আসিফ মুভি পাগলা বলেছেন: ডাউনলোড হইলে ঠিক আছে ।টরেন্ট নিয়ে কি কি জিজ্ঞাসা আছে চিন্তা করে জানান ।
৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৫
অনন্যমানুষ বলেছেন: আপনি জিসান শা ইকরাম ভাই রে উৎসর্গ করলেন, দেখে খুব ভাল লাগল।
আপনার অন্য কোন পোস্ট আমার নামে উৎসর্গ করেন, প্লিজ্ .. . .
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১১
আসিফ মুভি পাগলা বলেছেন: আচ্ছা । করব ।
৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩৬
চানাচুর বলেছেন: একটু আগে আপনার একটা পোস্ট সম্ভবত উঠিয়ে দিলো। আপনার জন্য সমবেদনা।
Click This Link ......এই পোস্টটা পড়েন। এইটা আমার খুব প্রিয় পোস্ট।
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৭
আসিফ মুভি পাগলা বলেছেন:
আমার পোস্ট উঠায়ে দেয় নাই । আমি নিজেই ড্রাফট করসি ।স্ক্রিনশটগুলা ভাল দেখা যাচ্ছিল না । ওটা ঠিক করে আবার পোস্ট দিব ।
আর আপনার প্রভা ৩ পড়ে ধোকা খামু না ।ওই কাহিনী জানি ।
৩৫| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৬
চা সিগারেট বলেছেন: ওঐ ডিসুমাইক....ইয়াক ঢাই ই ই ইই ই ই......আঈঈইী...........ডিসটিং ডিসটিং ডিসটিং........... হো হো হো হো হো হা হা হা হা হা........ইয়াহু
অনেক বাধা পেরিয়ে আসলাম, ভাই কমেন্ট করার শক্তি নাই। দারান একটু জিরাই নি :-< :-< :-<
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৫
আসিফ মুভি পাগলা বলেছেন: জিরায়ে নেন । এই পুস্টু সারাজীবন থাকবে আমার লিংকে । যেকুনু ঝামেলা । আওয়াজ দিবেন ।
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১২
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনি কি ফেসবুকে রিকয়েস্ট পাঠাইসিলেন নাকি?? আমি চিনতে পারি নাই দেখে ইগনোর করে দিসি । আইডিটা আবার এখানে দেন ।
৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:০২
খন্দ.লিমন বলেছেন: এরর মারছে ...। ডাউনলোড দেয় কি ভাবে ?? আমিত + এ ক্লিক করে এড ইউরাল এ ইউরাল দিয়েছি ... এখনত এরর মারল কি করব ???
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১০
আসিফ মুভি পাগলা বলেছেন: ডিল্যুজ ইনস্টল করার পর টরেন্ট ডাউনলোড করলেই কাজ হয়ে যাবে ।
ডিল্যুজ কেমনে ব্যবহার করে Click This Link
কিভাবে ডিল্যুজকে ডিফল্ট হিসাবে সেট করবেন তাও দেওয়া আছে । পড়লেই বুঝবেন ।
৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩২
খন্দ.লিমন বলেছেন: সবই ঠিক আছে কিন্তু আমার এখানে ডাউনলোড শুরুই হচ্ছে না ...
ছবিটা দেখুন ...
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৯
আসিফ মুভি পাগলা বলেছেন: যে কোন টরেন্ট স্টার্ট হতে একটু সময় নেয় । সর্বোচ্চ ঘন্টাখানেক অপেক্ষা করুন । যদি ঠিক না হয় তাহলে বুঝতে হবে অন্য কোন সমস্যা ।
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫২
আসিফ মুভি পাগলা বলেছেন: আরেকটা কারন হতে পারে পর্যাপ্ত সিডার এর অভাব । এই টরেন্টটা চালায়ে দেখেন । Click This Link)_The_Lost_World_-_m-HD_-_x264_-_MKV_by_Ri
যদি এইডা ডাউনলোড হয় কিন্তু ওইটা না হয় তাহলে বুঝবেন সিডাররা আপনাকে সিড করছে না ।
৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫১
খন্দ.লিমন বলেছেন: বলেন কি ভাই ১ ঘন্টা ???
ঠিক আছে ...
আর ছবি এখানে সমস্যা হলে এখানে দেখুন...
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৪
আসিফ মুভি পাগলা বলেছেন: টরেন্টে যদি সিডার থাকে তাইলে এক মিনিটেই শুরু হয়ে যায় । পূর্বের কমেন্ট দেখুন ।
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৭
আসিফ মুভি পাগলা বলেছেন: আমার ছবিটা দেখুন
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:০৬
আসিফ মুভি পাগলা বলেছেন:
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:০৭
আসিফ মুভি পাগলা বলেছেন: ডাউনলোড রিজ্যুম করা যায় । কোন টেনশন নাই ।
আগের টরেন্ট ওইভাবেই রেখে দেন । যদি কোন সিডার অনলাইনে থাকে তাইলে দেখবেন ২-৪ পার্সেন্ট ডাউনলোড হবে ।
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:১১
আসিফ মুভি পাগলা বলেছেন: Click This Link
এটাতে seed leech এই টার্মগুলো দেখতে পারেন । যেকোন টরেন্ট নামানোর সময় যদি সিড বেশী থাকে তবে টরেন্ট তাড়াতাড়ি ডাউনলোড হয় । কারন পুরা ব্যাপারটাই ফাইন শেয়ারিং ।
ইনশাল্লাহ আর কোন সমস্যা হবে না ।ভাল থাকবেন ।
৪০| ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:০৯
খন্দ.লিমন বলেছেন: ধন্যবাদ ভাই ...।
টরেন্ট মনে হয় অনেক ঝামেলার ...
২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:১৪
আসিফ মুভি পাগলা বলেছেন: না রে ভাই । দুইদিন ব্যবহার করলেই ঠিক হয়ে যাবে ।
৪১| ২৭ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৭:৩১
নয়ন বলেছেন: দেখি কামে লাগেন কিনা।
"Agora" ২০০৯ এ রিলিজড এই মুভিটার HQ 300 MB ভার্সন Mediafire এর লিংক দিতে পারলে খুবই উপকৃত হতাম।
তবে আবার টরেন্ট ধরাইয়্যা দিয়েন না। এই জিনিস আমার কাছে মারাত্মক বিরক্ত লাগে। দরকারী একটারও ঠিকমতো কোন সিড পাই না। একবার একটা টরেন্ট এর জন্যে প্রায় মাসখানেক অপেক্ষা করছিলাম কিন্তু কেউ সিড দেয় না।
অপেক্ষা করতে করতে বুড়া হই যাওনের দশা হয়। :-<
ও পারলে আর একটা উপকার কইরেন ভালো কোন লিচ /সিডবক্স টাইপের সাইট পাইলে একটু জানাইয়েন। তবে ঝামেলা কম এরকম কিছু দিয়েন। বিশেষ করে লিচের অরজিনাল ইন্টারফেস আছে এরকম সাইট। যেগুলোতে লিচের অরজিনাল ইন্টারফেস নাই সেগুলার দরকার নাই। যেমন: rapid8
২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৯
আসিফ মুভি পাগলা বলেছেন: ৩০০ এমবি পাইলাম না । ৪০০ এমবি দিলাম । রেপিডশেয়ার ও মিডিয়াফায়ার লিংক দিলাম ।
রেপিডশেয়ার ও মিডিয়াফায়ার
স্লো টরেন্ট স্পিডআপ করতে চাইলে
আমার ভাই নেটের স্পিড সর্বোচ্চ ১৬ কিলোবাইট । আমি সারাদিন টরেন্টেই ইউজ করি । তেমন একটা সমস্যা তো ফেস করি নাই
৪২| ২৭ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৪১
হার্ট লকার বলেছেন: ভাই স্ক্রিনশট নিতে হয় কেমনে.... বিস্তারিত শিখাই দেন।
২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫০
আসিফ মুভি পাগলা বলেছেন: যদি উইন্ডোজে স্ক্রিনশট নিতে চান তাইলে Click This Link
যদি উবুন্টুতে স্ক্রিনশট নিতে চান তাইলে Application>Accessories>Take Screenshot এ গেলেই স্ক্রিনশট নেওয়ার সিস্টেম দেখতে পারবেন ।
যদি কাজ না হয় তাইলে জানান । দেখি অন্যকোনভাবে সমাধান দেওয়া যায় কিনা । তবে কাজ হওয়া উচিত ।
৪৩| ২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫৭
খন্দ.লিমন বলেছেন: হার্ট লকার বলেছেন: ভাই স্ক্রিনশট নিতে হয় কেমনে.... বিস্তারিত শিখাই দেন।
ভাই কিবোর্ডে print /screen / sys rq বাটনে ক্লিক করুন । তা হলেই হবে ।সেটা উবুন্টু বা জানালা যেটাই হোক না কেন ...
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৩
আসিফ মুভি পাগলা বলেছেন: ধইন্যা । আপনারে হেল্পিং এসিসটেন্ট নিয়োগ দিতে মুঞ্চায়
৪৪| ২৭ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২০
ছাইরাছ হেলাল বলেছেন:
জিশান শা ইকরামকে ধন্যবাদ জানানোয় আপনাকেও অনেক ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৪
আসিফ মুভি পাগলা বলেছেন: জিশান শা ইকরাম ভাইকে ধন্যবাদ জানানোর জন্য আপনি যে ধন্যবাদ দিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ ।
৪৫| ২৭ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪২
খন্দ.লিমন বলেছেন: ভাইয়া টরেন্ট এ সুবিধাটা কি ???
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৭
আসিফ মুভি পাগলা বলেছেন: টরেন্টে অনেক কিছুই পাওয়া যায়। আমি অনেক পুরান মুভি ডাইরেক্ট ডাউনলোডে খুঁজে পাই না, টরেন্টে পেয়ে যাই । তবে অনেকের কাছেই টরেন্ট বিরক্তিকর । আর যেহেতু আমার নেটের স্পিত খারাপ তাই আমার কাছে সবই সমান
৪৬| ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৪
poops বলেছেন: আসিফ ভাই, রিয়া আপুর ঐতিহাসিক পোস্ট টা কই গেল, পাইতাছি না।
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:০৬
আসিফ মুভি পাগলা বলেছেন: Click This Link
৪৭| ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৭
হার্ট লকার বলেছেন: থ্যানকু ব্রাদার কাম হইছে। আরেকবার পিছলা দিতে মণ্চায়
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:১১
আসিফ মুভি পাগলা বলেছেন: শুনে বড়ই প্রীত হলাম । যে কোন বিপদে একটা গুতা দিয়া দেখবেন যদি কোন কামে লাগতে পারি আর কি
৪৮| ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৬
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: মুভি দেখতে পারি না... মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। কম্পউটারের 'ক'-ও বুঝি না। আড্ডা দিতেও পারি না... খালি হাসি আর হাসি... প্রবলেম ইজ প্রবলেম
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:১৭
আসিফ মুভি পাগলা বলেছেন: ব্যাপার না । মুভি দেখার আগে চা কফি খাবেন । আর ফালতু হিন্দি সিনেমা দেখবেন না । তাইলে দেখবেন মুভি দেখতে গেলে ঘুমও আসবে না
কম্পিউটার বেশী না বুঝাই ভাল । স্যার এম ডি জাকারিয়াও কম্পিউটার ভাল বুঝতেন না । তাই উনি এটা নিয়ে চিন্তা করার উপদেশ দিয়ে গেছেন ।
৪৯| ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৯
খন্দ.লিমন বলেছেন: আমার স্পিড এক্টু বেশিতো তাই ভালো লাগতেছে না টরেন্ট ।
২ দিনে ২৯.১৩% ডাউনলোড করেছি ...
আপনারে হেল্পিং এসিসটেন্ট নিয়োগ দিতে মুঞ্চায়
দিয়া দেন কুনু সমস্যা নাই ...
২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১৪
আসিফ মুভি পাগলা বলেছেন:
৫০| ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৪৯
সময় এখন যেমন বলেছেন: alive ছবিটার লিঙ্ক কি দিতে পারবেন?
তবে সমস্যা হল কিভাবে ডাউনলোড করতে হয় আমি জানিনা।
তাই কিভাবে কী করতে হবে যদি একটু বলে দিতেন।
আপনার পোষ্ট দেখে একটু ভরসা পাচ্ছি। আপনার মত এমন জনদরদি সাথে থাকলে আর কোন ভরসা নাই সরি চিন্তা নাই।
২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১৫
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনি কি টরেন্ট দিয়ে ডাউনলোড করতে চান? নাকি ডাইরেক্ট ডাউনলোড??
এইটা আগে জানান তারপর বাকী কাজ শুরু করব ।
৫১| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২৩
হার্ট লকার বলেছেন: Hereafter (2010) দেকতে মণ্চায়। এটার DVDrip কি বের হইছে?
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৫
আসিফ মুভি পাগলা বলেছেন: ekhono shob camrip...valo print ashe nai
৫২| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪২
কাউসার রুশো বলেছেন:
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৬
আসিফ মুভি পাগলা বলেছেন:
৫৩| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৪০
নয়ন বলেছেন: অনেক ধইন্যা আপনারে।
আপনারে দেহি হুদাহুদি কষ্ট দিছি। আজকে গুতা দিতেই আরও কয়েকটা লিংকু পাইলাম।
আমি আসলে টরেন্ট এর স্লো স্পীড এর কথা বলি নাই। আমার স্পীড আহামরি কিছু না মাত্র 64KB। সমস্যা হলো সিড পাই পাই না। ঠিকমতো কোন ব্যাটা সিড দেয় না।
তাই ঠিকমতো নামাইতে পারি না। আদ্দান-খুদ্দান নামে পুরাডা আর সম্ভব হয় না।
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩০
আসিফ মুভি পাগলা বলেছেন: আজাইরা খাটনি করার জন্যই এই নোটিশবোর্ড দিসি
আসলে গুগল মামারে ঠিকমত কইতে পারলে মামাই সব খুইজা দেয় । আর স্লো টরেন্ট স্পিডআপ করার একটা লিংক দিসি দেখেন আগের কমেন্টে ।
৬৪ তো কোপা শামসু স্পিড । সারাদিন ডাউনলোড মাইরা রাখেন মিয়া
৫৪| ২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৯
ছোটমির্জা বলেছেন:
আপাতত পিলাস দিয়া গুতাইলাম।
পরে ডাইভার বা আলপিন নিয়ামুনে।
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩২
আসিফ মুভি পাগলা বলেছেন: মন চাইলেই গুতা দিয়েন । আমি আছি । মির্জা ভাই কেমুন আছেন?
৫৫| ২৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১২
চা সিগারেট বলেছেন: জি দিসিলাম। again >>>>> http://www.facebook.com/ABHIHIHI
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৬
আসিফ মুভি পাগলা বলেছেন: অ্যাড দিলুম ।
৫৬| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৯
আহাদিল বলেছেন:
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:২২
আসিফ মুভি পাগলা বলেছেন: এখানে ছোটখাট হেলপলাইন খুলে বসলাম মনে হচ্ছে । আপনার কোন সাহায্য লাগবে কি ?
৫৭| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৪
ছোটমির্জা বলেছেন:
ভালাছি,
মাশাল্লাহ,
আপ্নি কিরাম আছেন?
---------------------৩০০০০৩ ইজ ফর ছোটমির্জা।
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৫
আসিফ মুভি পাগলা বলেছেন:
৫৮| ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৮
খন্দ.লিমন বলেছেন: ওহ ভাইয়া The Lost World Jurassic Park II (1997) m-HD নামানো শেষ হলো ।
দেখেও ফেলছি .
ধন্যবাদ .
সব গুলোকি একই রকম ?? নাকি আলাদা আলাদা ??
৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩০
আসিফ মুভি পাগলা বলেছেন: অন্যগুলো অন্যরকম । যেটা দেখলেন ওটা স্পিলবার্গের বানানো । একটা ১৯৬০ সালের । আরেকটা নির্বাক যুগের ১৯২৫ সালের । এতটা ভাল হবে না স্বাভাবিক । তবে ক্লাসিক জিনিসের মূল্য কিন্তু অন্যরকম ।
৫৯| ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:০২
খন্দ.লিমন বলেছেন: The_Lost_World-1925 এইটা তো নামাতে ট্রাই করলাম কিন্তু নামে না (0.11%)। কি করব ?
৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:১৬
আসিফ মুভি পাগলা বলেছেন: সিড কম । আমিও দেখসি । কিছু করার নাই । মুভিটা পপুলার না । তাই তেমন কেউ দেখেও নাই । চাইলে নামানো বন্ধ করে দিতে পারেন । আপনি লস্ট ওয়ার্ল্ড চাইলেন দেখে আমি বাজারে যা আছে সব টরেন্টই দিয়েছিলাম
।
Click This Link
কয়েকটা ভাল মুভি রিকমেন্ড করলাম ।
৬০| ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:২৮
খন্দ.লিমন বলেছেন: ধন্যবাদ ভাইয়া ..
৩০ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৬
আসিফ মুভি পাগলা বলেছেন:
৬১| ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৬
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: ভাই আপনের বাসা কই,
কিছু মুভি নিতাম, লাগলে দিতামও।
সম্ভব???
@মনসুর ভাই
াপনেরে জাগানোর ক্রেডিত আমার।
৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৯
আসিফ মুভি পাগলা বলেছেন: আমার বাসা নাখালপাড়া । জানুয়ারীর শেষের দিকে বাসায় আসেন । জানুয়ারী ব্যাপী পরীক্ষা চলবে । আপনি কই পড়েন এখন??
৬২| ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৯
খন্দ.লিমন বলেছেন: A Beautiful Mind(২০০১) এর ডাউনলোড লিঙ্ক দেন ভাইয়া ...
৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৩
আসিফ মুভি পাগলা বলেছেন: Click This Link)_-_m-HD_-_x264_-_MKV_by_RiddlerA
সাড়ে পাঁচশ এমবি সাইজ ও এইচডি প্রিন্ট ।
৬৩| ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:১২
সত্যবাক বলেছেন:
আসিফ ভাই, ভাল আছেন?
আমি আসলে জানি না কোনটা দিয়ে ডাউনলোড করলে ভাল হবে। যেটা সহজ হয় সেটার কথাই বলুন।
প্রিন্টটা যে ভাল হয়।
ভাল থাকবেন।
৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩১
আসিফ মুভি পাগলা বলেছেন: ডাউনলোডের জন্য টরেন্ট জিনিসটাই আমার সবচেয়ে প্রিয় ।
মিউটরেন্ট ডাউনলোডের লিংক
এই সফটওয়্যারটা ডাউনলোড করেন । তারপর যেকোন টরেন্ট ফাইল ডাউনলোড করে ডাবল ক্লিক করলেই মিউটরেন্ট দিয়ে ওপেন হবে । আপনার আর কিছু করতে হবে না ।
পাইরেট বে
আইসো হান্ট
টরেন্ট নামানোর জন্য এই সাইট দুটো ব্যবহার করতে পারেন । মুভির নাম লেখে সার্চ করলেই অনেকগুলো টরেন্ট চলে আসবে । যেই গুলোর সিড বেশী সেখান থেকে যেকোন একটা টরেন্ট ডাউনলোড করে কাজ শুরু করেন ।
স্যাম্পল টরেন্ট হিসেবে পূর্বের কমেন্টে লিমন ভাইকে একটা লিংক দিয়েছি । ওটা ট্রাই করে দেখতে পারেন ।
এরপরও সমস্যা থাকলে জানান । আমি সুন্দরবন যাচ্ছি কালকে । ৪ তারিখ ফিরে এসে দেখব । হ্যাপি ব্লগিং ও শুভকামনা পরবর্তী বছরের জন্য ।
৬৪| ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩১
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: ঠিক আছে।
আমি পড়ালেখা করি না।
বখাটে যুবক।
৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১০
আসিফ মুভি পাগলা বলেছেন: কন কি!!! অবশ্য আমারো বখাটে যুবক হওয়ার ইচ্ছা ছিল । লেখাপড়া ভাল লাগে না
৬৫| ৩১ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৪০
অজানার পথে বলেছেন: এই দুইটা জিনিস কই পামু ফ্রী ?
http://pspgodownloadcenter.com/login.ph
http://www.playbrewstation.com/default.html
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৫
আসিফ মুভি পাগলা বলেছেন: প্রথমটার লিংক কাজ করে না । দ্বিতীয়টা নিয়ে দীর্ঘক্ষণ গবেষণা করে এই মর্মে উপনীত হইলাম যে জিনিসটার মধ্যে কিছু একটা ভেজাল আছে ।
আপনি গুগলে playbrew station লিখে সার্চ দিলে যতগুলো রেজাল্ট পাবেন সেগুলো ঠিক স্বাভাবিক না । সবগুলোই একই ধরনের এবং একধরনের নোংরা মার্কেটিং স্ট্রাটেজী । যদি বাজারে পিএসপির মড চিপ পাওয়া যায় তাইলে ওই রাস্তা মাপেন । এইসব ঝামেলায় যাওয়ার দরকার নাই । এই জিনিসের টরেন্ট খুঁজলাম । ডাইরেক্ট লিংকও পাইলাম না ।
যদি প্লেস্টেশন এর গেম পিসিতে খেলতে চান তাইলে হয়ত এই ইমুলেটর কাজে আসতে পারে ।
http://thepiratebay.org/torrent/3359208
৬৬| ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৮
সুদীপ্ত-বুয়েট বলেছেন: দোস্ত...এইটা আমার অনেক প্রাচীন একাউন্ট। ৭ দিনের কেচালে পইড়া পাসওয়ার্ড সহ সব কিছুই ভুলে গেছিলাম। আইজকা অনেক দিন পর এইডা উদ্ধার কইরা দেখি সেফ হইয়া গ্যাসে...জটিলজ্জজ্জজ...তাই না??...আমিও এখন কমেন্টামু...+/- দিমু...আর এই একাউন্ট থেকে পোস্ট দিলে প্রথম পাতাতেও যাবে...ইয়াহুউউউউউউউ...খালি ইউজার নেমটা একটু কেমন যেন হই গেল...ছোটকালে একাউন্ট খুলসিলাম তো তাই...খেকজ...
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৯
আসিফ মুভি পাগলা বলেছেন: সুন্দরবন গেসিলাম । কেবল ফিরলাম । মেশিনে বাম্বু খাব মনে হয়
সেফ হইসস জেনে বালা লাগলো ।
৬৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫৯
যৈবন দা বলেছেন: দোস্ত,
বঙ্গা বোঙ্গা খামুনে মেশিনে
এই দুঃখে সামনে আসিতেছে, ম্যাক,মেশিনম্যান থ্রি-বুয়েটেডিয়েট-স
০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৪
আসিফ মুভি পাগলা বলেছেন:
মামারে । বোঙ্গা বোঙ্গা আমিও খাব । ৫ দিনের ট্যুর দিয়া আসলাম সুন্দরবন থেকে ।
আজকে থেকে মেশিন শুরু করলাম ।
ফ্লিকার এ কিছু সুন্দরবনের ছবি আপলোড দিসি । দেখিস ।
http://www.flickr.com/photos/asif_al_hye
৬৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৪২
জাহাজী পোলা বলেছেন: লেখক বলেছেন: ভাই কোন সমস্যা ?? প্রেম ব্যতীত সকল সমস্যার সমাধান নিয়ে আমি আছি ।
কস্কি মমিন ??
০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:১৯
আসিফ মুভি পাগলা বলেছেন:
৬৯| ০৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৪৬
জাহাজী পোলা বলেছেন: ভাই, অনেক প্রব্লেম !!
ব্লগে মস্তফা গেম নিয়া অনেক পোস্ট পরছি কিন্তু কিচ্ছু তে কিচ্ছচু করতে পারিনাই
আমি ৭ উইজ করি এবং আই ডি এম ইউজ করি।
কেমতে কি করতে হপে যদি ভলতেন
৭০| ০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৩৩
আসিফ মুভি পাগলা বলেছেন: এই লিংক থেকে ডাউনলোড করেন ।
http://www.emulanium.com/cps1rom2.htm
এরপর
1. extract files and copy callus folder to c:
2. doble click on CALLUS95.EXE, u see a blank screen
3. press space button on ur keyboard.
4. select game menu then select directories
5. in directories, type C:Callus in all colums
6. select game menu and then select load
7. u see a game in colum cadilas & dianasours
8. press 5 to insert coin
9. press 1 to start the game
10. select the game and enjoy.
কাজ হয় কিনা জানান ।
৭১| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৭
জাহাজী পোলা বলেছেন: বশ আপণে যে ফাঈল টা আপ্লোড দিচিলেন ওটা extract করার পর CALLUS95.EXE লেখা পেলাম না cd_gfx01.rom এমুন ফাইল আহে!
তয় আমি আগে মিডিয়া ফায়ার থেকেএকটা ফাইল লোড করচিলাম। আপ্নের পদ্দতি অনুশরন করে আমার কাম হয়া গেছে
একুন মুস্তফা খেলাতাসি
যাই হোক আপ্নেরে ধইন্না
০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৪
আসিফ মুভি পাগলা বলেছেন:
তাইলে আপনে আমারে একটা টেকি সার্ফিটিফিকেট দেন ।
ভবিষ্যতেও যেকোন সমস্যায় একটা গুতা দিয়ে দেখবেন ।
৭২| ০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৭
অজানার পথে বলেছেন: দোকান এ গিয়ে পিএসপি মড করতে গেলে ১০০০/= লাগে একেকবারে। কদিন পর পর আপডেট করা লাগে নতুন গেম খেলার জন্য। দেখা যাক কি করা যায়। প্রচেষ্টার জন্য ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৬
আসিফ মুভি পাগলা বলেছেন:
৭৩| ০৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:২১
জাহাজী পোলা বলেছেন: গুতাইলাম
০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৯
আসিফ মুভি পাগলা বলেছেন:
৭৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২১
তন্ময় ফেরদৌস বলেছেন: আসিফ ভাই,একটা সমস্যা।মিডিয়াফায়ার থেকে মুভি নামানর সময় ধরেন ৪টা পারট আছে।২/৩ টা ঠিকমত নামানর পর পরেরটা নামানর সময় পেইজটা বারবার রিফ্রেশ হয়।আবার পাসঅয়ারড দেই,আবার রিফ্রেশ হয়।ডাউনলোড আর হয় না।আমি স্কিপ্সক্রিন ব্যবহার করি।কয়েকদিন পর আবার দেখি ঠিক হয়ে যায়।কেমতে কি করুম ?
আমি ৬৪কেবি দিয়া মাসে ৩০ দিনই ২৪ ঘন্টা মুভি নামাই।আর টরেন্টের জন্য ভিউজ ইউস করি।
আমি ব্লগে এ নতুন।আপ্নারে ফেসবুকে রিকুয়েস্টাইলাম।এডায়ে বাধিত করবেন।
আরেকটা জিনিস,রেডিমেড মুভি লাগ্লে সুড ভাইডারে সরন করবেন।আমার কালেকশান মোটামুটি ভালা।
০৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩১
আসিফ মুভি পাগলা বলেছেন: মিডিয়াফায়ার ও রেপিডশেয়ার আমার দুচোখের বিষ । টরেন্টে আছেন ওখানেই থাকেন । মুভির কালেকশন আমারও মাশাল্লাহ । তবে কিছু দরকার পড়লে গুতা দিমুনে । ফেসবুকে রিকয়েস্ট পাইসি । এখানে জানানোর জন্য ধন্যবাদ । নাইলে রিকয়েস্ট অ্যাকসেপ্ট কর্তাম না
৭৫| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৮
প্রিন্স (নাভানার সিভিল ইঞ্জি:) বলেছেন: সুন্দরী টিন-এজ মেয়ে দরকার। বিয়ে করব।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০২
আসিফ মুভি পাগলা বলেছেন: পর্ণস্টার হলে চলবে??
৭৬| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৭
আমি শুভ্র বলেছেন: আমার একটা software দরকার।
white smoke 2010 full version,serial key অথবা crack/patch সহ
০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:১৫
আসিফ মুভি পাগলা বলেছেন: খুঁজে দেখে যদি পাই তাইলে রাতে জানাব ।
৭৭| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫৭
সময় এখন যেমন বলেছেন: আসিফ ভাই, ভাল আছেন?
Click This Link
এই পোষ্ট দেখে দেখে alive ছবিটা ডাউনলোড করে ফেললাম।
এখন সমস্যা হল সাব টাইটেল দিলে লেখা এবং ছবির কথা একটু আগে পরে হয়ে যায়। কথার একটু পরে সাব আসে।
এখন কী করব?
০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:২১
আসিফ মুভি পাগলা বলেছেন: যদি সাবটাইটেলের ফ্রেমরেটে কোন সমস্যা না থাকে তাইলে সাবটাইটেল একটু মুভ করালেই কাজ হবে । এর জন্য সফটওয়্যার লাগবে । উইন্ডোজ ইউজার হলে এটা ট্রাই করে দেখেন । Click This Link
যদি উবুন্টু ইউজার হন তাইলে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার এ গিয়ে সাবটাইটেল এডিটর লিখে গুতা দিলেই পেয়ে যাবেন ।
সমাধান না হলে আরেকটা গুতা দেন । আছি ।
৭৮| ০৯ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৪
আমি শুভ্র বলেছেন: white smoke না পাইলেও ,যদি পারেন তাহলে ভালো কোন proofreading tool এর লিঙ্ক দেন
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৩
আসিফ মুভি পাগলা বলেছেন: ভাই আপনার হোয়াইট স্মোক খুঁজতে গিয়ে পুরা তেজপাতা হয়ে গেলাম । এই জিনিসের ফুলভার্সন কোথাও নাই ।
রেপিডশেয়ার , মেগাআপলোড , ফাইলসার্ভ , টরেন্ট ডাইরেক্ট কোথাও না ।
ট্রায়াল ভার্সন পাওয়া যায় অনেক জায়গায় । ৩ দিনের মেয়াদ । অরিজিনালটা টাকা দিয়ে কিনতে বলে ।
ট্রায়াল চাইলে এখানে ক্লিক করেন Click This Link
হোয়াইট স্মোকের মত আরেকটা ভাল সফটওয়্যার হল Click This Link কিন্তু এটাও ফ্রি পাবেন না ।
যদি কাজের কোন সাইট চান তাইলে এটা ব্যবহার করতে পারেন । অনলাইনে আপনাকে অনেক ডিটেইল অ্যানালাইসিস দিবে । http://www.paperrater.com/
৭৯| ০৯ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৮
জিসান শা ইকরাম বলেছেন:
এই পোষ্টে পিলাস দিতে ভুলে গেছিলাম কেন ?
এখন পিলাস দিলাম
শুভ কামনা
০৯ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
আসিফ মুভি পাগলা বলেছেন: প্লাস দিয়েই পালায়ে গেলেন । আসেন গপ্পো করি
দুপুরে কি দিয়া ভাত খাইলেন
৮০| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৩
আমি শুভ্র বলেছেন: আপনেরে ধইন্যা মন চাইছিলো আরেকবার প্লাস দিতে ,কিন্তু আফসোস পারলাম না
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৩
আসিফ মুভি পাগলা বলেছেন: সাহায্য করতে পেরে ভাল লাগল । এরপর থেকে আরও সহজ কিছু আবদার কৈরেন
মুভির টরেন্ট খুঁজতে আমি ব্যাপক পছন্দ করি ।
৮১| ১০ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:২৪
আকাশ_পাগলা বলেছেন: @৭২
দোকানে যেয়ে পিএসপি মড এর দরকার কী???
এত সিম্পল একটা জিনিস শিখে নিলেই ত হয়।
ইউটিউবে টিউটোরিয়াল লিখ্যা সার্চ দেন। ২ মিনিটের ভিডিওতে দেখায়া দিবে।
তবে, আমার দুই দিন পর পর মড চলে যায়। পিএসপি ৩০০৬। পরে আআর হয় না। অনেকদিন পরে হঠাত
১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৮
আসিফ মুভি পাগলা বলেছেন: কমেন্টটা মাঝ রাস্তায় থেমে গেল কেন?
৮২| ১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:০১
কূপমন্ডুক বলেছেন: ক্রিয়েটিভ হেড হইবার পরুম না। তয় প্রুফরিডার বানাইতে পারোস।
পরীক্ষায় কি খাইলি- বাঁশ না খাম্বা, নাকি তালগাছ?
১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১১
আসিফ মুভি পাগলা বলেছেন: মেশিন পরীক্ষায় রোটর স্ট্যাটর পুরা তালগোল পাকায়ে ফেলসি
৮৩| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৩
অনন্যমানুষ বলেছেন: আমার খোজ দা সার্চ মুভির লিংক দরকার .. .. . প্লিজ .. .
১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪১
আসিফ মুভি পাগলা বলেছেন: Click This Link
৮৪| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫০
অজানার পথে বলেছেন: আকাশ_পাগলা ভাই, জাতি তো আপনাকেই খুজছে। আপনি কমেন্ট শেষ করেন। আমার খুবই দরকার এই জিনিসটা। চেষ্টা করে দেখি।
আসিফ মুভি পাগলা ভাই, উনারে আরেকটা গুতা দিয়েন।
১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৯
আসিফ মুভি পাগলা বলেছেন: উনারে কেমনে গুতা দিমু বুঝতাসি না । আয়া পড়ব আবার । টেনশন নাই । পেটের কথা পেটে রেখে কেউ শান্তি পায় না
৮৫| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৩
জসিম বলেছেন: ভালো নতুন মুভির নাম লিংক দেন, থ্রিলার অ্যাকশন টাইপ
১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৮
আসিফ মুভি পাগলা বলেছেন: নতুন মুভির জন্য অস্থির হওয়া ভাল না । পুরানো অনেক ভাল মুভি আছে । দেখে শেষ করেন ।
১৯৯৪ সালের লিওন দা প্রফেশনাল দেখেছেন?
৮৬| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫০
কূপমন্ডুক বলেছেন: দোস্ত, আমারে একটু হেল্পা। আমার নেক্সট পরীক্ষাটা দিয়া দে....
১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৪
আসিফ মুভি পাগলা বলেছেন: কি পরীক্ষা । নাম ক । আমি রাজি
ইংলিশ পরীক্ষা দেওয়ার জন্য সাড়ে ৬শ ওয়ার্ড মুখস্ত করতে পারুম না । তোর পরীক্ষা দেওয়াই ভাল ।
৮৭| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩২
অনন্যমানুষ বলেছেন: ধন্যবাদ মুভি লিংকের জন্য,
ভাইয়া আমার কারেন্ট সেমিন্টারের জন্য কিছু বই দরকার, পাচ্ছি না একটু দেখবেন প্লিজ।
• The Geography of Economic Development: Regional changes, Global challenges by Timolthy J.F.K
• Diversity Amid Globalization: World Regions, Environment, Development by Rowntree
• Global Shift: The Internationalization of Economic Activity by Peter Dicken
• The World Economy: Resources, Location, Trade and Development by Anthong R de Souza and Fredrick P. Stutz
• The Global Economy: Resourse use, Locational Choice & International Trade by Brian J.L. Berry
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০১
আসিফ মুভি পাগলা বলেছেন: এই জিনিস নেটে খুঁজে পাবেন কোন গ্যারান্টি নাই । পাইলেও টাকা চাবে । আমিও খুঁজলাম, পাই নাই । নীলক্ষেতে যান । ভেজাল মিটায়ে আসেন ।
৮৮| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৯
সহৃদয় বলেছেন: পাগল ভাই
http://www.hellopdf.com/
এর কীজেন চাই।
অথবা ভালো কোন ফ্রী বাংলা পি ডি এফ টু ওয়ার্ড কনভার্টার এর লিঙ্ক দ্যান।
১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৭
আসিফ মুভি পাগলা বলেছেন: কিজেন পাই নাই । এই সাইট থেকে পিডিএফরে ডকে কনভার্ট করেন ।
http://www.pdfonline.com/pdf2word/index.asp
৮৯| ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৯
অনন্যমানুষ বলেছেন:
নীলক্ষেতেও পাইনি
১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৯
আসিফ মুভি পাগলা বলেছেন: তাইলে সেমিস্টারে পাস করা নিয়াই টানাটানি পড়ে গেল । পড়শুদিন আরেকবার কড়া করে একটা সার্চ দিব । তবে পাওয়ার আশা ক্ষীণ
৯০| ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪২
জাহাজী পোলা বলেছেন: ছিন্তা করতাসি সব ব্লগাররা মিল্লা আপ্নের বেতন ঠিক কইরা দিমু,
যা খাটা খাটনি করতাসেন
১৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩
আসিফ মুভি পাগলা বলেছেন: জাহাজে থাইকা আপনার বুদ্ধি দিন দিন বাড়তেসে । এক্কেরে মনের কথা কইসেন
৯১| ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৯
জাহাজী পোলা বলেছেন: ভাই, আমি ভারতীয় লেখক " শরদিন্দু বন্দ্যোপাধ্যায়" এর রহস্য উপন্যাস " ব্যোমকেশ সমগ্র" টা চাই।
একটু কষ্ট করে বের করে দেওয়া যাবে??
না হলে দেশে এসে কিনে নিব। অসাধারন লেগেছে গল্প গুলো।
১৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১২
আসিফ মুভি পাগলা বলেছেন: খুঁজে দেখি । পাইলে আওয়াজ দিমু ।
৯২| ১৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭
জাহাজী পোলা বলেছেন:
বুদ্ধি না বাইরা যাইব কই? বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরির মানুষের সাথে কাজ যখন করতে হয় তখন একটু ছালাক ছতুর না হইলে কি ছল্পে???
ভাইডি, বইটা দেখেন একটু
১৫ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৫
আসিফ মুভি পাগলা বলেছেন: কালকে পরীক্ষা আছে । ওইটা শেষ করেই এক্কেবারে হারিকেন নিয়া খোঁজা স্টার্ট দিমুনো
৯৩| ১৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:২০
জাহাজী পোলা বলেছেন: আসিফ ভাই, আমার লগে গুগল মামার সম্পরক ভালা না, মামা আমারে দেক্তারে না
তয় মামা কেনু জানি আইজকা ভ্লা ভেভহার করল । :#>
একটু মামারে তেল দিতেই মামা ব্যোমকেশ সমগ্র পুরাটা বাইর কইরা দিল ।
ভাবতাসি সবগুলা বইয়ের ডাউনলোড লিঙ্ক দিয়া আইজকা একটা পুষ্ট দিমু।
আপ্নে কি ব্যোমকেশ-এর বই গুলা পড়ছেন? না পড়লে আমন্ত্রন রইল, আমার মতে ব্যোমকেশ হল বাংলায় রচিত সবচাইতে সার্থক রহস্য উপন্যাস।
ভাল থাকেন।
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৫
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনি তো দেখি ব্যোমকেশ এর বস হয়ে গেলেন
পুরা কালেকশন একলগে উদ্ধার
৯৪| ১৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪০
জাহাজী পোলা বলেছেন: ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য)
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৫
আসিফ মুভি পাগলা বলেছেন: ভাল জিনিস । ব্যোমকেশ কয়েকটা পড়সি । বাকিগুলাও পড়ে ফেলব টাইম পাইলে
৯৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:২২
নয়ন বলেছেন: ভাই ভালো একটা লিচের সন্ধান লাগবো। লিচের অভাবে ঠিকমতো ডাওনলোড করতে পারতেছি না।
বহুত ঝামেলায় আছি। ক্যারফা ওয়ালা হইলে দরকার নাই। যেমন: এ্যাড থেকে শুরু কইর্যা দুনিয়ার নানান ক্যাচাল।
আমি চাইতাছি ক্যারফা ফ্রি।
মনে হয় পাইবেন না। আমি বহুত টাইম নষ্ট করছি মাগার কাম অয় নাই। যাইহোক আপনে ও ট্রাই দিয়া দেহেন।
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৭
আসিফ মুভি পাগলা বলেছেন: আমি টেরাই দিসিলাম । ভাল জিনিস পাওয়া যায় না । রেপিড ৮ পর্যন্তই ভরসা ।
তবে কিকঅ্যাসটরেন্ট রিসেন্টলি একটা নতুন ফিচার চালু করেছে । দেখতে পারেন ।
৯৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
নয়ন বলেছেন: দেহি টেরাই দিয়া কপালে কি আচে। একটু দোয়া-টোয়া দিয়েন।
আইচ্ছা আরেকটা ছুটু কাম পারলে এট্টু কইর্যা দেন। আখিরাইতে বড় কইর্যা সোওয়াব পাইবেন।
Ludovio Einaudi এর I Giorni পুরা এ্যালবামটা 320kbps এর ভালো কোন টরেন্ট পাইলে আওয়াজ দিয়েন। VBR হইলেও সমস্যা নেই।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১০
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনারে অনেক ধইন্যা । লোকটার পিয়ানো শুনলাম ।বস জিনিস । খুশী হইয়া আপনারে পৃথিবীর সবচেয়ে দামী মেলন খাইতে দিলাম ।
টরেন্ট চাইলে এইটা নামান । Click This Link কোপা স্পিড । ১৯২ kbps । পুরা ডিস্কোগ্রাফি একসাথে । যেই অ্যালবাম ভাল লাগে নামান । আমি পুরাটা ধরেই নামাতে দিসি ।
সময় পাইলে লোকটা সম্পর্কে একটু পড়াশোনা করে একটা পোস্ট দিব ।
৯৭| ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৭
চা সিগারেট বলেছেন: মাননীয়,
মুভি পাগলা
সামহোয়ারইন ব্লগ
বিষয়ঃ গানের লিংক খুজিয়া দেয়ার জন্য আবেদন
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন ,আমি এই ব্লগে আপনার সমাজসেবা তথা ব্লগীয় সেবা বেশ কিছুদিন যাবত পর্যবেক্ষন করে আসছি। বিভিন্ন মুভি এবং অন্যান্য বিষয় খুজিয়া পাওয়ার ব্যাপারে অন্যদের আপনি সাহায্য করে থাকেন। গু বাবা/ গুগল মামার সাথে আপনার ঘনিষ্ঠ খাতির আছে বলিয়া জ্ঞাত আছি। আমি বেশ কিছুদিন যাবত একটি গানের এল্বামের(CHITTAGONIAN MYSTREY) খোজে আন্তরজাল তোল্পাড় করিতেছি। কিন্তু উহা পাওয়া আমার পক্ষে সম্ভব হইয়া উঠে নাই। তাই আপনার নিকট আবেদন করিতেছি উক্ত এল্বামটি খুজিয়া দেয়ার জন্য।
অতএব মহোদয়, আশা করি আপনি CHITTAGONIAN MYSTREY এল্বামের লিংক দিয়া বাধিত করবেন এবং গুগল মামার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্কের খ্যাতি অক্ষুণ্ণ রাখবেন।
আপনার গুণমুগ্ধ
চা সিগারেট ।
পুনশ্চঃ আপানার সুবিধারতে ওই এল্বামের একটি গানের লিরিক তুলিয়া ধরিলাম
আরে শুন শুন পোলাপাইন কাছে আইসা কান পাত
বই খাতা ফেলে দিয়ে club e এসে dance মার
কলম হাতে খাতা খুলে বসে থেকে লাভ নাই
মাথার ভিতর অন্য কিছু লিখাপড়ার বেল নাই
লিখা পড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে
ফালতু কথার দাম নাই, খাইয়া-দাইয়া কাম নাই
জন্ম হওয়ার পর থেকে ফাইজারুদি মারি টান
চিড়িয়াখানায় বইসা বইসা ঘোড়ার উপর গাই গান
লিখাপড়া করি না,বাপ-মার কথা শুনি না
School e বসি last bench e ,board e কিছু দেখি না
টিচার যখন আইসা কয়,ওই হালা তোর homework কই
ফুয়া কদ্দে ভুলি গেই,টিচার হদ্দে nice work
এই হল generation, without any liberation ,মাথা full of hesitation people fucking federation
This is in crap ,কলার তুলে মার rap
ধুর বই খাতা সাইড করে মাইয়াটারে দেখ
এই লিখাপড়ার জন্য শালার করি কত কষ্ট,বেতের বাড়ি খাইতে খাইতে চেহারাটা নষ্ট
বাপ বলে অংক কর, মা বলে essay লিখ,বোন বলে কেম্নে শেষ করে বাইরে আন
Uf man এ কিজে জালা,বালের লেখাপড়া নিয়ে মাথার চারিদিকে ঝালাপালা
স্কুলে কোচিং,বাসায় পড়া, চারিদিকে এক গাদা
দুইদিন পরে পরীক্ষা তো তিনদিন পরে ফুন্দের ঠেলা
Look at the time now,সব খালি ফাকাফাকি
Grade 5 পোলাপাইন girl নিয়া টানাটানি
স্কুল ক্লাস বন্ধ করে চলে শুধু মারামারি
গলির মাথায় আইসা বলে চু(পিপ) তোর মারে (পিপ)
কোচিং is the best part,স্যারের বেতন পেয়ে দে fart
আধা ঘন্টা পড়া করে দেড় ঘন্টা চল far
বাপের গাড়ি চুরি করে beach road e জোরে টান
Drift করে থেমে গেলে শুরু করে ধুমপান
ঐ সালা কি যে part লাগে, উই বাবা সেরকম লাগে
ওই বেটা বল কেন লাগে? ঘরে গিয়ে পরে শুধু বাঁশ ঢুকে
Set it bounce, everybody just bounce, come on come on bounce, yo baby girl bounce bounce bounce bounce bounce
১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩৪
আসিফ মুভি পাগলা বলেছেন: মাননীয়
চা সিগারেট
সামহোয়্যারইন ব্লগ
আপনার পত্র আমার দৃষ্টিগোচর হইয়াছে । সঙ্গীতের কথা শুনিয়া আমি যারপরনাই মুগ্ধ হইলাম । আমি নিজেও গানটি শোনার তীব্র ইচ্ছা পোষণ করছি । তবে যেহেতু গানটি কোন ব্যান্ড কিংবা কোন গায়কের গাওয়া জানা নাই তাই অনুসন্ধান কার্যক্রম ব্যহত হচ্ছে ।
অচিরেই উত্তর জানিয়ে আরেকটি চিঠি লিখে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত করতে সাহায্য করবেন আশা করছি ।
ইতি
আসিফ মুভি পাগলা
১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১৭
আসিফ মুভি পাগলা বলেছেন: জনাব
চা সিগারেট
সামহোয়্যারইন ব্লগ
আপনার গানের নাম ও গায়কের নাম ছাড়াই গুগল মামার সাথে আমার মহব্বতের দরুন আমি গানের যাবতীয় ইতিহাস উদ্ধার করতে সমর্থ হয়েছি । গায়কের নাম
SHAZY । এরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সাথে বাংলা ইংলিশ মিশিয়ে গানের রেপ (দুঃখিত rap কথাটা বাংলায় লেখা যায় না) করে থাকে ।
http://www.reverbnation.com/shazy এই লিংক এ গিয়ে songs ট্যাব এর ৩ নং গানটা ডাউনলোড করবেন । ওটাই আপনার কাঙ্খিত গান । আমি রিপ্লাই দেওয়ার আগে নিজে একবার শুনে নিশ্চিৎ হয়েছি । আশাকরি আমার পারফর্মেন্সে আপনি সন্তুষ্ট । তাই অচিরেই আমার চা সিগারেটের বন্দোবস্ত করুন ।
ইতি
আসিফ মুভি পাগলা
অট : সামুতে চিঠি লেখার ব্যাপারটা অনেক ভাল লাগল । এখন থেকে আমিও এই তরিকায় মানুষজনের ব্লগে কমেন্ট করব ।
৯৮| ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:০৮
চা সিগারেট বলেছেন: voc:shazy , name of album: chittagonian mystrey, song type: rap/hip hop, online released 2009.
১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১৮
আসিফ মুভি পাগলা বলেছেন: ব্যাপার না । আমি অলরেডী গানটা খুঁজে পেয়েছি । উপরের কমেন্টে দেখুন ।
৯৯| ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৫৩
চা সিগারেট বলেছেন: reverbnation এ খোজ করসি, কিন্তু পাই নাই। অশেষ ধন্যবাদ খুজে দেয়ার জন্য। একটা কথা বলি, আমার নাম অভি, ফ্রেন্ড্রা ফান করে বলে অভি সারাদিন দেখে মুভি। এই জিনিস্টা আমাতে তোমাতে মিল আছে দেখা যায়।
১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫২
আসিফ মুভি পাগলা বলেছেন:
১০০| ১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৬
পাস্ট পারফেক্ট বলেছেন: Amelie মূভিটার ইংলিশ এ ডাবিং করা (ভাষা- ইংলিশ) ডিভিডি রিপ এভিআই ফরম্যাটের টরেন্ট লিঙ্ক খুজতাসি। হেল্পান।
১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৬
আসিফ মুভি পাগলা বলেছেন: http://homepage.ntlworld.com/alm005/amelie.htm
এই লিংকের শেষের দিক থেকে চতুর্থ প্যারাটা পড়ুন । অ্যামেলি মুভিটার ইংলিশ ডাবড ভার্সন কখনোই বের করা হয় নি ডিরেক্টরের অনিচ্ছায় । তাই টরেন্ট পাওয়ার প্রশ্নই আসে না । যদি ইংলিশ সাবটাইটেল সহ টরেন্ট চান দিতে পারি ।
আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন । ধন্যবাদ ।
১০১| ১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৭
পাস্ট পারফেক্ট বলেছেন: কিন্তু যি-সিনেমায় একবার ইংলিশ ডাবে দেখসিলাম বহু আগে। তাই ভাব্লাম হয়তো থাকতে পারে।
১৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪১
আসিফ মুভি পাগলা বলেছেন: তাইলে হয়ত টিভির জন্য ডাব করা হয়েছে । সিনেমায় প্রদর্শনের জন্য যতদূর জানি ইংলিশ ডাবড ভার্সন বানাতে ডিরেক্টর নারাজ ছিলেন ।
আমি অবশ্য ভিনদেশি সিনেমা ওই দেশের ভাষায়ই ইংলিশ সাবটাইটেলসহ দেখতে পছন্দ করি । ডাব করলে অনেক সময় মান খারাপ হয়ে যায় ।
১০২| ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:১৫
নয়ন বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৪২
আসিফ মুভি পাগলা বলেছেন: এখন তো মনে হয় বাজারে ধইনয় পাতা সস্তা । তাই এক কেজি দিলেন
অফ সিজনে দুই আটি কইরা দিয়েন মনে করে
১০৩| ২৪ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:০০
ঝটিকা বলেছেন: ভাই আমাকে 'Lion King' গেমটার ডাউনলোড লিংক দিয়েন।আমার খুব প্রিয় ১টা গেম।
উল্লেখ্য আমি কয়েকবার চেস্টা করে ব্যর্থ হয়েছি।অনেক আগে win 98 এ গেমটা ছিল, এখন xp ব্যবহার করি।
২৪ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৫
আসিফ মুভি পাগলা বলেছেন: Click This Link
এই লিংকে যান । কি করতে হবে বিস্তারিত বলা আছে । যদি বুঝতে সমস্যা হয় আমি তো আছিই । হ্যাপি গেমিং ।
১০৪| ২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৪
জাহাজী পোলা বলেছেন: আমি স্বীকার করিতসি যে আসিফ ভাই আমাকে একখানা ডিকশেনারি খুজিয়া দিয়া অশেষ উপকার করিয়াছিলেন। উন্নার মঙ্গল কামনা করি
(উপকার স্বীকার করিলাম)
২৪ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৮
আসিফ মুভি পাগলা বলেছেন:
১০৫| ২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৫
জাহাজী পোলা বলেছেন: আমি আশা করিতেসি যে- একখানা মেডিক্যালের ডিকশেনারি খুজিয়া দিয়া আবারও অশেষ উপুকার করিবেন
২৪ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৯
আসিফ মুভি পাগলা বলেছেন: http://www.medical-dictionary.ro/download.html
ভার্সন ২ ডাউনলোড করে ইনস্টল দেন । কাজ না হইলে জানান ।
১০৬| ২৫ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৩
সুস্ময়০০৭ বলেছেন: ek se mera kya hoga (2006) - B grade hindi film
আপনি আমাকে এই মুভির ডাউনলোড লিঙ্কটা দিতে পারবেন?
আমি জানি এই মুভিটি ভালো নয়।কিন্তু এর শেষটা তবুও দেখতে ইচ্ছে করছে।কারণ আমি প্রথম যখন দেখি তখন পুরোটুলু দেখিনি।তাই আপনাকে বলা।
mediafire হলে ভালো হয়।
২৫ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩১
আসিফ মুভি পাগলা বলেছেন: Click This Link
Click This Link
Click This Link
Click This Link
রেপিডশেয়ার দিলাম । আশাকরি কাজ হবে ।
১০৭| ২৬ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৭
সুস্ময়০০৭ বলেছেন: সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া যায় না?
তাছাড়া আপনি আমাকে যে লিঙ্কগুলো দিয়েছেন,সেগুলোতে আমি আগেই দিয়েছি।কিন্তু আমার কাছে ঝামেলার মনে হয়েছিল।
কোনভাবেই কি মিডিয়াফায়ারে করা যায় না?
২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ১:১৪
আসিফ মুভি পাগলা বলেছেন: মিডিয়াফায়ার পাই নাই রে ভাই । আর রেপিড, মিডিয়াফায়ার এই জিনিসগুলা আমার বড়ই অসহ্য লাগে সারাজীবন টরেন্ট নামায়ে আসতেসি । যদি টরেন্ট চান তাইলে এইটা নেন । যদি স্পিডআপ করতে সমস্যা হয় তাইলে উপরে একটা কমেন্টের রিপ্লাউয়ে একটা লিংক দিসি । কষ্ট করে দেখেন ।
Click This Link
১০৮| ২৬ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫২
মামু্ন মামু্ন বলেছেন: বাসায় কোন ধরনের instrument এর ব্যাবহার ছাড়াই কি কি ধরনের ব্যায়াম এর মাধ্যমে শরীরের অতিরিক্ত মেদ কমানো যায়?
এই বার?
২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ১:২৩
আসিফ মুভি পাগলা বলেছেন: Click This Link
এখানে অনেকগুলা আর্টিকেল আছে । খুঁজে দেখেন কোনটা স্যুট করে ।
২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ১:২৪
আসিফ মুভি পাগলা বলেছেন: আর যেকোন সমস্যায় ডাক্তারের কাছে যান । ব্লগে অনেক ডাক্তার থাকতে ইঞ্জিনিয়ারের কাছে এসেছেন কেন ?? পার্শ্বপ্রতিক্রিয়া হইলেও কিন্তু আমি দায়ী থাকব না
১০৯| ২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ১:২৮
নয়ন বলেছেন: @ মামুন মামুন
Progressive Power Yoga By Mark Blanchard নামিয়ে দেখেন।
শুধু নিয়মিত চর্চা করতে হবে।
তবে এইটা খুজেঁ দেওয়ার দায়িত্ব পাগলা ভাইয়ের।
২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৩৪
আসিফ মুভি পাগলা বলেছেন: খেক খেক । আমার উপর আবার ঝামেলা চাপায়ে দিলেন
Click This Link
সমাধান দিলাম ।
১১০| ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১১
নয়ন বলেছেন: @ মামুন মামুন : যদি ভালো ব্যান্ডওয়েথ থাকে তাহলে এইটা নামাতে পারেন।
আপলোডিং এর কিছু লিংক ডেড তবে বাকিগুলো ঠিকই আছে।
আসিফ ভাই আপনারে কিছু টরেন্ট কাম ধরা্ইয়্যা দিতাছি। আমি কেন জানি টরেন্টরে তেমন ভালা পাই না। আমার একদিনের ফাইল এই ব্যাড্যা তিনদিনে নামায়।
১. Total Training Adobe Photoshop CS5 Extended Essentials Training
২. Lynda Drupal Gardens Essential Training
এই ফাইলগুলোর সেরা টরেন্ট এবং যতোগুলো সম্ভব ট্র্যাকার এর লিস্ট (ইউটরেন্ট ফেন্ড্রলি) জোগাড় করে দিলে খুবই খুশি হতাম। আর ধইন্যা ও আরো কয়েক কেজি দিতাম।
৩০০ এমবি হাই-কোয়ালিটি মুভির জন্যে টপ টরেন্ট সাইট কোনগুলো এবং সার্চ কৌশল কি?
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৬
আসিফ মুভি পাগলা বলেছেন: ফটোশপের টরেন্টটা নেন । ৭৩টা সিডার আছে । এর থেকে বেশী আশাকরা ভাল না । http://thepiratebay.org/torrent/5500549
ড্রুপালের একটা লিংক পাইলাম যদিও টরেন্ট না । Click This Link
লিন্ডা কি জিনিস জানেন আশাকরি । এইটা একটা টিউটোরিয়াল সাইট । আপনি চাইলে ইউটিউবের মত লিন্ডা থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন । তবে লিন্ডা সাইটটি ফ্রি না । তবে এদের কালেকশন এতটাই ভাল যে মাথা ঘুরে যাবে ।
প্রশ্ন হচ্ছে কিভাবে লিন্ডা থেকে ভিডিও নামাবেন । ওদের ইউজারনেম হ্যাক করার জন্য এই লিংকে যান । পড়লে বুঝতে পারবেন । Click This Link
৩০০ এমবি মুভি আমার দুইচোখের বিষ । আমি কম দেখবো তবুও ভাল জিনিস দেখবো নীতিতে বিশ্বাসী ।
১১১| ২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২১
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: আমি অটোগ্রাফ সিনেমাটা খুঁজছি,বাংলাটা।পাইনা কোথাও।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩০
আসিফ মুভি পাগলা বলেছেন: টরেন্ট লিংক নেন । ডাইরেক্ট ডাউনলোড ভালা পাই না ।
Click This Link
১১২| ২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৩
আকাশটালাল বলেছেন: @ অসবা আপু, এই নেন
Click This Link
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১:০২
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনি দেখি আমার কাজটাই করে দিসেন । থ্যাংকু
১১৩| ২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১০
নয়ন বলেছেন: এখানে কেউ Demonoid.com এর সদস্য থাকলে একটু আওয়াজ দেন। আমার একটা ইনভাইট লাগবো।
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১:১৫
আসিফ মুভি পাগলা বলেছেন: মজার ব্যাপার হল আমি ডেমোনয়েড এ কোন লগইন ছাড়াই টরেন্ট নামায়ে চালায়ে দিসি । ইনভাইটেশন তো অনেক দূরের কথা । ট্রাই দিয়ে দেখেন । যদি ইনভাইটেশন লাগে তাইলেও দিতে পারব ।
১১৪| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪৩
বাবুই চড়ুই বলেছেন: গডফাদার এর ছোটখাট সাইজের লিঙ্ক চাই।
এই পোস্ট দেখে মনে পড়ে গেলো-
'জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈসশর"
ব্যাফক সওয়াব কামাইতেছেন
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫৭
আসিফ মুভি পাগলা বলেছেন: খেক খেক
। মাইনসেরে মুভি নামাইতে সাহায্য কৈরা বেশী সওয়াব পামু না ।
৫৯৫ এমবির এই টরেন্ট দেখতে পারেন । প্লুটোর টরেন্ট ভাল পাই । Click This Link
যদি কখনো মনে হয় বড় সাইজ ডাউনলোডাবো তাইলে ৬০ জিবির ট্রিলজিও একটা দিলুম
Click This Link)
১১৫| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১৩
বাবুই চড়ুই বলেছেন: যদি কখনো মনে হয় বড় সাইজ ডাউনলোডাবো তাইলে ৬০ জিবির ট্রিলজিও একটা দিলুম ;
মাথায় পানি দিয়া আসতে হল, ইনসুলেশন ক্লাস ভাল না
টরেন্ট নারে ভাই, IDM এর কোন বিকল্প লিনাক্সে পাইলাম না, টরেন্ট মাঝে মাঝে বড় দিগদারি করে। ডিরেক্ট লিঙ্ক দিতে পারলে অনেক দোয়া দিতাম :#> :#> :#> :#>
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:২৯
আসিফ মুভি পাগলা বলেছেন: multiGet ট্রাই করে দেখতে পারেন উবুন্টুর জন্য ।
৬০০ মেগার ব্লুরে দিলাম । ডাইরেক্ট । মিডিয়াফায়ার । Click This Link
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৩০
আসিফ মুভি পাগলা বলেছেন: ইনস্যুলেশন ক্লাস !!! ভাই কি আমার এলাকার লোক নাকি?
১১৬| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৪৮
বাবুই চড়ুই বলেছেন: multiGet এর চেহারা দেখলেই অভক্তি আইসা যায়... অনেক সময় রিজিউম নেয়না...... ত্যাক্ত করে। এরচে ভাল কিছু কি নাই?
লিঙ্ক এর জন্যে অনেক অনেক ধন্যবাদ
হ লাইন তো একই মনেহয়...... ইইই... মেশিনে বাশ খেয়েচিলুম
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০০
আসিফ মুভি পাগলা বলেছেন: মেশিনে বাশ খেয়েছি । অচিরেই বাশের সাইজ দেখতে পারব । রেজাল্ট দেয় নাই
আমি ডাইরেক্ট ডাউনলোড করিই না । যাও করি মোজিলার প্লাগিন দিয়াই চলে যায় । মাল্টিগেটের কথা কইয়া একটু ফাপর নেওয়ার চেষ্টা করলাম আর কি
কোন ব্যাচ জানতে পারি?
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০৭
আসিফ মুভি পাগলা বলেছেন: বাই এনি চান্স আপনি কি মিশকাত আল আলভি?
১১৭| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৫৬
হার্ট লকার বলেছেন: ভাই সামুতে একটা পোষ্ট পাইছিলাম... ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ৫০ টা ভিডিও নিয়া। প্রয়তে নিতে ভুলে গেছিলাম। কার ব্লগ সেটাও মনে নাই।
যদি পারেন হেল্পান
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০৩
আসিফ মুভি পাগলা বলেছেন: কারও ব্লগ লাগবে কেন ?? টাইম ম্যাগাজিনের লিস্টি হলে চলপে??
Click This Link
১১৮| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০৮
বাবুই চড়ুই বলেছেন:
CUET 05.
মেশিনের মত সাব্জেক্ট ক্যান যে এত যন্ত্রনা দিয়া পড়ায় খোদা মালুম। এইটা এক্টা কোর সাব্জেক্ট, কিন্তু বাশ খেয়ে পেইন হয়া গেসিলাম।
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:১২
আসিফ মুভি পাগলা বলেছেন: আমি আপনারে আরেকজন ভাবসিলাম । আপনার মেজর কি পাওয়ারেই?? চুয়েট ০৫ তো মনে হয় পাস করে গেছে । বুয়েট ০৫ এবার পাস করল । দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে?
১১৯| ২৯ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:১৬
বাবুই চড়ুই বলেছেন: Power এই, তয় আম্রা এইডারে এক্টু ক্যারদানী কইরা High Voltage Engineering ডাকি
বাইরে যাইতে চাই, ট্রাই চালায়া যাইতেসি, দেখা যাক!
২৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৪
আসিফ মুভি পাগলা বলেছেন: তাইলে আমার জিআরই ঘটিত পুস্টুখানা দেখতে পারেন । কামে দিতে পারে ।
১২০| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫১
নয়ন বলেছেন: Thanks.
Solution পেয়ে গেছি। আমি যেগুলো পেয়েছি সেগুলোর সিড শয়ের উপরে। (Demonoid.me) সবগুলো নামিয়ে ফেলেছি।
আসলে সময় স্বল্পতার কারণে ঘাঁটাঘাটি করা হয় না।
আপনি কি "আওয়াজ" ব্যবহার করেন না? তাহলে সুবিধা হতো। যদি নতুন করে ব্যবহার শুরু করেন তাহলে রিকোয়েস্ট পাঠাতে পারেন।
demonoid.com এর রিকোয়েস্ট লাগবে।
কিভাবে আপনি ডাওনলোড করলেন আমি ঠিক বুঝতে পারছি না।
কারণ ১মে ট্র্যাকার অথারাজই করে।
300MB খুঁজি ব্যান্ডওয়েথ বাচাঁনোর জন্যে। তাছাড়া আমার Mobile অপটিমাইজ Movie অভ্যাস থাকবার কারণে তেমন সমস্যা হয় না। তবে আসলে আপনি যদি পিসির সামনে বসে মুভি দেখেন তাহলে ফুল স্কিনে দেখার তেমন কোন দরকার হবার কথা নয়। সেক্ষেত্রে 300MB দেখলে খারাপতো লাগেই না বরং ভালোই লাগার কথা।
যাইহোক একেকজনের একেক রকম পছন্দ। যেমন আমার 320kbps ছাড়া গান শুনতে ভালো লাগে না। যদিও অনেক ক্ষেত্রে 128-256kbps ও শুনতে প্রায় একই রকমের মনে হয়, কিন্তু আমার কাছে কেমন জানি কিছুটা লেস কোয়ালিটি লাগে।
আবারো ধন্যবাদ।
৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৪০
আসিফ মুভি পাগলা বলেছেন: ডেমনয়েডে আমি ঢুকলাম । টরেন্ট নামালাম । ডাউনলোড দিলাম । ব্যস । আপনার ক্ষেত্রে কি হয় জানাবেন ।
আরেকটা জায়গা ঠিকই ধর্সেন । আমিও ১২৮ ২৫৬ কেবিপিএস গান খুব স্বাচ্ছন্দ্যে শুনি বার ছোট স্ক্রিনের মুভি দেখতে বিরক্ত লাগে
১২১| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০৩
বাবুই চড়ুই বলেছেন: আরেক্টা ব্যাপার, Isohunt, piratebay এগুলা ব্যবহার করি, কিন্তু সীড নিয়া হ্যাপী না। আরো ভালো টরেন্ট সাইট পাইলে বান্দার জীবনটা আরো সহজ হৈত
৩০ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৪১
আসিফ মুভি পাগলা বলেছেন: আমিও এই দুইটার উপরই ডিপেন্ডেন্ট । আমার ম্যাক্সিমাম স্পিড ১৬ কেবি । তাই আমার কিছুতেই কিছু যায় আসে না
তবে স্লো টরেন্ট স্পিডআপ করার জন্য ৪১ নম্বর কমেন্টের রিপ্লাইয়ে একটা টিউটোরিয়াল লিংক আছে । ওটায় গুতা দিয়ে দেখতে পারেন ।
১২২| ৩০ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫২
বাবুই চড়ুই বলেছেন: ওইটা জানি। তবে আমি torrentz.com এ গিয়া হ্যাশ দিয়া সারচ করে তারপর utorrent compatible লিস্ট বের করে এই কাজ করি, অনেক আরামের।
সমস্যা এক্টাই, যত যাই করি, সীড যদি আপলোড বন্ধ রাখে উপায় নাই। কয়েকবার h33t থেইকা নামাইয়া আরাম পাইসিলাম, অরা আবার দিলদরিয়া মানুষ। তবে উবুন্টুতে সুইচ করার পর থিকা এক nokia pc suite আর IDM রে খুব বেশী মিস করি.
..... ব্যাটারা এটা নিয়া কিছু করেনা ক্যান
৩০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৪
আসিফ মুভি পাগলা বলেছেন: আমি টরেন্ট নামাই ডিল্যুজ দিয়া । এক কিলোবাইটও আপলোড করতে দেই না ।
১২৩| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৩০
নয়ন বলেছেন: আপনি লগইন না করে demonoid.com এ কিভাবে প্রবেশ করেন আমি ঠিক বুঝতে পারলাম না। লগইন না করলেতো কোনমতেই ইন করা যায় না!!! আর টরেন্ট পেলেও লাভ নেই কারণ বেশীর টরেন্টই লিচ করতে গেলে অথারাইজেশনে আটকে যায়।
(মাঝে মাঝে কিছু টরেন্ট হয়তো কাজ করে।)
তবে demonoid.me তে ওরা নতুন করে শুরু করবার কারণে নতুন ব্যবহারকারী নিচ্ছে।
সেই সুযোগে একটা আইডি নিয়ে ব্যবহার করছি।
demonoid.com এর বেশীরভাগই টরেন্টই demonoid.me তে পাওয়া যাচ্ছে।
তবে এখন ও demonoid.com টা demonoid.me থেকে অনেকবেশী সমৃদ্ধ তাই এর লগে লাইন দিতে চাচ্ছি। পারলে আমারে একটা ইনভাইটা জোগাড় দিলে খুবই খুশি হতাম।
৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:১৬
আসিফ মুভি পাগলা বলেছেন: বিষয়টা বুঝতে পেরেছি । আমি demonoid.me থেকে টরেন্ট নামিয়েছিলাম । এবং কোন সমস্যা হয় নাই সিড নিয়ে ।
তবে যদি ইনভাইটেশন কোড দরকার হয় তাইলে এটা ট্রাই করেন x3vbhzcouy
১২৪| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৫২
বাবুই চড়ুই বলেছেন: লেখক বলেছেন: আমি টরেন্ট নামাই ডিল্যুজ দিয়া । এক কিলোবাইটও আপলোড করতে দেই না
ভল্যুম থাক্লে আমি আপ্লোড দেই, দেয়াটা তো ভাল।
৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:০০
আসিফ মুভি পাগলা বলেছেন: দিলে আমার পোষায় না
১২৫| ৩১ শে জানুয়ারি, ২০১১ ভোর ৬:৪৬
বাবুই চড়ুই বলেছেন: audrey hepburn এর How To Steal A Million দেখলাম। দেখে ভালই মজা পেয়েছি...... এমনধারা কিছু মুভির লিঙ্ক দেয়া যায়?
আপ্নার সাহায্য পেতে পেতে আলসে হয়ে গেছি, নিজে করে খেতে মঞ্চায়না
অগ্রীম ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:০১
আসিফ মুভি পাগলা বলেছেন: এহহে !! আমি নিজেই তো দেখি নাই
অনতিবিলম্বে মুভিটা দেখে কিছুএকটা রিকমেন্ড করব ।
১২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৬
বাবুই চড়ুই বলেছেন: পুরনো ক্লাসিক দেখার মজা আছে। তখন এতসব ইফেক্ট দেয়া যেতোনা, অভিনয়ের দক্ষতাই ছিল মূল। সাদাকালো যুগের টুকিটাকি ব্যাপার গুলোরও নিখুঁত উপস্থাপন দেখে অবাক হই।
১২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৩
হার্ট লকার বলেছেন: চলতাছেনা ... রীতিমত দৌরাইতেছে। অনেক ধৈন্যা।
আরেকটা হেল্প করেন________
আমার মোজিলা ফায়ার ফোক্সে আই.ডি.এম দিয়ে গত ২ দিন যাবত ভিড্যু ডাউনলোড করতে পারি না। আগে ভিড্যুর কোনায় আই.ডি.এম এর একটা ডাউনলোড বাটন অটোমেটিক আসত। কিন্তু এখন আসে না। কি করা উচিত।
আর ইউটিউবের ভিডিও ম্যানুয়ালি ডাউনলোড করতে url কোন যায়গা থেকে নিতে হয়?
জানালে খুব উপকৃত হব
আমি আপনারে মোনে হয় বেশি কষ্ট দিতাছি
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫৯
আসিফ মুভি পাগলা বলেছেন: দুই বছর যাবৎ জানালার সাথে সম্পর্ক চুকেবুকে গেছে । তাই জানালাবিষয়ক স্মরণশ্ক্তিও লোপ পাচ্ছে । যদি ইউটিউব ভিডিও নামাতে চান তবে এই সাইটে যান । গিয়ে পুরা লিংকটাই পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করুন । কাজ হয়ে যাবে ।
জলবৎ তরলং ।
http://keepvid.com/
১২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৪০
আমি শুভ্র বলেছেন: আমার একটা জিনিস খুব দরকার।
আমি the big bang theory serial টার খুব ফ্যান।
আপনি কি এই সিরিয়ালটার season 4 এর ১৩,১৪,১৫ তম পর্বেরdownload link দিতে পারবেন। ছোট সাইজের হলে ভালো হয় এই যেমন ধরেন ৬০-৭০ এমবি , বা বড় হইলেও সমস্যা নাই।
টরেন্ট হইলে ভালো হয়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৪৫
আসিফ মুভি পাগলা বলেছেন: Click This Link
এপিসোড ১৩ নেন ৯৯ মেগা । এপিসোড ১৪,১৫ এখনো নেটে পাইরেট বে এভেইলেবল না ।
কারণ এপিসোড ১৪ যতদূর জানি আজকে প্রচারিত হবে । আর এপিসোড ১৫ হবে ১০ তারিখে । Click This Link
১২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৫
আমি শুভ্র বলেছেন: বাকি গুলা আসলে পোস্টাইয়েন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৯
আসিফ মুভি পাগলা বলেছেন: আইচ্ছা । মনে থাকলে পোস্টাইয়া দিমুনে । ভুলে গেলে একটা গুতা দিও ।
১৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৫
নয়ন বলেছেন: Ludovico Einaudi - All available albums এইটা আগেরৱটার চেয়ে (৯৬ নং কমেন্ট) অনেক সমৃদ্ধ। বিশেষ করে আগেরটাতে সবগুলো এ্যালবাম ছিলো না এবং অনেকগুলো মিউজিকের নাম ভুল ছিলো ও অসম্পূর্ণ ছিলো। তাছাড়া কোয়ালিটি ও অতো ভালো ছিলো না। তাই খুজঁতে খুজঁতে এটা পেয়ে গেলাম।
এই আর্টিস্টের মিউজিকের আসল মজা পেতে চাইলে এই নামিয়ে নিতে পারেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৪
আসিফ মুভি পাগলা বলেছেন: ভাল কাজ করেছেন । ওইটাতে সবগুলো অ্যালবাম ছিল না । ৯৬ নম্বর কমেন্টে এই লিংকটাই অ্যাড করে দিলাম ।
মেনি মেনি ধইণ্যাপাতা ।
১৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৪০
বাবুই চড়ুই বলেছেন: উনুন্টুর জন্যে এক্টা ভালো ডাউনলোড ম্যানেজারের অভাবে বিরাট ঘাপলায় আছি। সাজেশন আবশ্যক।
অগ্রীম ধন্যবাদ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৭
আসিফ মুভি পাগলা বলেছেন: নিচের কমেন্টে একজন সাজেস্ট করেছে ।
তবে আমার মোজিলার এক্সটেনশন দিয়েই মোটামুটি দিন চলে যায় ।
১৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২১
নয়ন বলেছেন: JDownloader or GWGet ব্যবহার করে দেখতে পারেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৯
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই ।
১৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৮
নাঈম১২৩৪ বলেছেন: ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় মেধা তালিকাটা দরকার। দিলে খুব ইপকার হয়।
১৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৮
নাঈম১২৩৪ বলেছেন: ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় মেধা তালিকাটা দরকার। দিলে খুব উপকার হয়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২১
আসিফ মুভি পাগলা বলেছেন: এদের সার্ভার ডাউন মনে হচ্ছে
এই লিংকেই রেজাল্ট পাবেন
http://www.nu.edu.bd/result.php
১৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৮
অনন্যমানুষ বলেছেন: ভাইয়া হ্যারি পটারের লাষ্ট মুভিটার আসল লিন্ক দরকার, যা পাওয়া যায় ম্যাক্সিমাম ব্রোকেন লিন্ক
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৯
আসিফ মুভি পাগলা বলেছেন: ভাল টরেন্ট খুঁজে পাইলে দিমুনে । কালকে আরেকবার গুতা দিয়েন ।
১৩৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪২
মেঘলা মানুষ বলেছেন: আপনি র্যাব লিখতে পারেন না বলে দেখলাম।
আপনি কি কি key দিচ্ছেন সেটা দিন।
র্যাব = rYab
শুভেচ্ছা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৪
আসিফ মুভি পাগলা বলেছেন:
১৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:২৭
নয়ন বলেছেন: বস কি এনিমি দেখেন?
"Full Metal Alchemist: Brotherhood" Eng-Dub Full Episode টা কি সংগ্রহে আছে?
ঢাকাতে কোথায় Software, Movie, Anime, Video Tutorial, Documentary etc র CD/DVD ভালো কালেকশন পাওয়া যাবে?
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৪
আসিফ মুভি পাগলা বলেছেন: আনিমে মুভি বেশী দেখা হয় । টিভি সিরিজ এখনো শুরু করতে পারি নাই ।
আমি সচরাচর ডিভিডি কিনি না । তবে রাইফেলস স্কোয়ারে বেশ কিছু বড় দোকান আছে । গিয়ে হতাশ হবেন না ।
১৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২৯
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: ডাউনলোড না করে অনলাইনে দেখার কোন লিংক নাই?
আসিফ ভাইয়া,আর আকাশ ভাইয়া,দুইজনকেই ধন্যবাদ
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৪
আসিফ মুভি পাগলা বলেছেন: খুঁজে পাচ্ছি না
পেলে জানাব
১৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৬
মাজহারুল হুসাইন বলেছেন: ভাইয়া আপনি কোথায় পড়েন ? BUET এ ? If yes কোন year কোন Department ?
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৩
আসিফ মুভি পাগলা বলেছেন: বুয়েটিয়ান , ভোজনরসিক , মুভিখোর , ভ্রমণপিপাসু , আস্তিক ব্লগার ।
সুতরাং স্পষ্টত বুয়েটে পড়ি । বুয়েট ০৮ ইইই ।
১৪০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২০
মাজহারুল হুসাইন বলেছেন: BUET এ কোন year কোন Department ? আমি 0805
১৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০৪
এখানে তমসা বলেছেন: ভাই, আমি download এর জন্য FDM ( free download manager ) use করি। কিন্তু এইটা দিয়া IDM এর মত youtube থেকে ভিডিও নামাতে পারছি না । কি করি বলেন তো!!!!
(সমাধান দিলে বাধিত থাকব, এবং আপনার ব্লগ কে আমার পি.সি. তে বুকমার্ক করে আপনাকে যথোপযুক্ত স্নমান প্রদর্শন করব।)
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৯
আসিফ মুভি পাগলা বলেছেন: মাজহারুলের কমেন্ট দেখেন । অথবা
যদি লিনাক্স ব্যবহারকারী হন তাইলে ফাইল সিস্টেমে tmp নামে একটা ফোল্ডার দেখবেন । ওখানে যেকোন বাফারিং করা ভিডিও জমা হয় । ভিডিও লোড হয়ে গেলে জাস্ট কাটপেস্ট করে নিলেই হবে ।
১৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৪৭
মাজহারুল হুসাইন বলেছেন: জটিল । আমার FACEBOOK ID নেন । Add দিসি ।
http://www.facebook.com/mazharul
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৬
আসিফ মুভি পাগলা বলেছেন: অ্যাড রিকয়েস্ট পাইসি । ধন্যবাদ বন্ধু ।
১৪৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫৭
মাজহারুল হুসাইন বলেছেন: @এখানে তমসা : JDownloader use করেন । প্রথমে JRE install করেনিয়েন ।
first
Click This Link
then
http://jdownloader.org/download/index
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৬
আসিফ মুভি পাগলা বলেছেন: ধইন্যাপাতা
১৪৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩২
এখানে তমসা বলেছেন: দুইজন কেই অশেষ ধ...
১৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৮
এখানে তমসা বলেছেন: একটা জিনিস বুঝতেছি না, আসিফ ভাইয়া। আপনি বলছেন ২ বছর ধরে আপনি খালি উবুন্টু use করেন। আপনাদের তো C+, java এইগুলা পরতে হয়, আর এর জন্য জানালা ছাড়া আর কন অপশান নাই। তাহলে? !!
১৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৯
এখানে তমসা বলেছেন: একটা জিনিস বুঝতেছি না, আসিফ ভাইয়া। আপনি বলছেন ২ বছর ধরে আপনি খালি উবুন্টু use করেন। আপনাদের তো C+, java এইগুলা করতে হয়, আর এর জন্য জানালা ছাড়া আর কোন অপশান নাই। তাহলে? !!
১৪৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৯
এখানে তমসা বলেছেন: একটা জিনিস বুঝতেছি না, আসিফ ভাইয়া। আপনি বলছেন ২ বছর ধরে আপনি খালি উবুন্টু use করেন। আপনাদের তো C+, java এইগুলা করতে হয়, আর এর জন্য জানালা ছাড়া আর কন অপশান নাই। তাহলে? !!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২০
আসিফ মুভি পাগলা বলেছেন: এখানে তমসা ভাই । আমি সিএসই গ্রাড না । ইইই । তাই আমাদের পিস্পাইস কিংবা ম্যাটলাবই পাঠ্য । জাভা তো সুদূর অতীত ।
১৪৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০০
আমি শুভ্র বলেছেন: big bang theory ,season 16 ,কম সাইজের হইলে ভালো হয়,
পরের episode গুলা পাইলে আরো ভালো হয়
১৪৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৩
স্নিগ বলেছেন: দুটি বিষয়ে হেল্প লাগবে ভাইয়া,
#১. ঋতুপর্ণ ঘোষের একটা মুভি আছে, "সব চরিত্র কাল্পনিক"।সেটায় লালনের দুইটা গান ইউজ কর্সে। "খাচার ভেতর অচিন পাখি" আর "বাড়ির পাশে আরশি নগর"।গানে চেলো ইউজ কর্সে।শুনে অসাম লাগসে।গানের লিন্ক দুইটা জোগাড় করে দিতে পারবেন???
#২. কষ্ট করে এক্টু পোস্টটা পড়েন।কোনো সাজেশন থাকলে দেন।
Click This Link
অফ টপিক থুক্কু অফ রিকোয়েস্ট: টোরেন্ট অ্যাতো ভালা পান কেন?!?আমার সাথে তো টোরেন্টের দা-কুমড়া বন্ধুত্ব
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৩২
আসিফ মুভি পাগলা বলেছেন: গানের লিংক পাই নাই । মুভির লিংক আসে । মুভি থেকে গানের অংশটুকু এক্সট্রাক্ট করে নিতে পারেন ।
টরেন্ট ভালা পাই কারন হল উবুন্টু ইউজ করি । প্রথম দিকে যখন উবুন্টুতে নতুন তখন IDM এর কোন ভাল অল্টারনেটিভ আছে কিনা জানতাম না । তাই টরেন্ট ইউজ করতে করতে এখন হ্যাবিট হয়ে গেসে ।
দ্বিতীয় কারণ হইল আমার স্পিড সর্বোচ্চ ১৪ কিলোবাইট । টরেন্ট যত স্লোই হোক একটু দেখে নামালে ১৪ কিলোবাইট তো পাওয়াই যায় । তবে যাদের স্পিড ১০০ কিলোবাইটের মতন তাদের জন্য হয়ত টরেন্ট জিনিসটা একটু বিরক্তিকর হতে পারে ।
১৫০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২২
সিদ্দিক আহমেদ বলেছেন: cars 2 সিনেমার IDM link চাই
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৩৩
আসিফ মুভি পাগলা বলেছেন: আইডিএম লিংক খুঁজে দেওয়া হয় না
গুগলে সার্চ করলেই পাবেন ।
১৫১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪৪
স্নিগ বলেছেন: এক্সট্রাক্ট করা সম্ভব না ভাই।কারণ, প্রথম গানটা পুরা মুভিতে ভেঙ্গে ভেঙ্গে ইউজ কর্সে।আমিও নেট ঘেঁটে গান দুটো পাইনি
টরেন্ট স্পীড পিক আপ করতে সময় নেয়।তাছাড়া সীড-লীচ এর পাটিগণিত করতেও আলসেমি লাগে, খুব একটা পারিও না।
আমার মুভি নামাতে অনেক সময় লাগে।কারণ, সারাদিনে এক ঘন্টাও পিসিতে বসতে পারি কিনা সন্দেহ।আর শুধু ডাউনলোডের জন্য পিসি অন রাখতে লজ্জা লাগে (সারাদেশে পাওয়ার ক্রাইসিস।সেখানে সামান্য মুভি ডাউনলোডের জন্য, সারা রাত পিসি, ল্যাপি চালু রাখতে মন সায় দেয়না)।তাই টরেন্ট থেকে নামাতে গেলে ধরা খেয়ে যাই।কারণ অনেক সময় দেখা যায় সবাই নামিয়ে, আপলোড বন্ধ করে দেয়।অল্টারনেটিভ লিন্কের অপশনও নাই যে রিপ্লেস করবো।
তাছাড়া, ৭০০ মেগার (এ.ভি.আই.) ডিভিডি রিপের চে ৬০০+ মেগার ব্লু-রে রিপ দেখে আরাম পাই (এই ব্যাপারটা অবশ্য পার্সন টু পার্সন ভ্যারি করে)। আমার আবার কোয়ালিটি নিয়ে কিছুটা হলেও চুলকানী আছে।যদিও আমাদের দেশের "সুপার ফাস্ট" নেট (আমারও ১৪-১৬ কেবি ) ইউজ করে, এই সব অভ্যাস রাখা ঘোড়ারোগের সামিল।
অনেক প্যাচাল পারলাম।আসলে আজকে গ্যাজানোর মুডে আছি
@বাবুই চড়ুই, অড্রে হেপবার্ণের প্রচুর ভালো মুভি আছে (আপারে ভালা পাই )।আপাতত Charade দেখতে পারেন।দারুণ মুভি!
@সিদ্দিক আহমেদ বলেছেন: cars 2 তো এখনো রিলিজ হয়নি।যতদূর জানি, এই বছরের মাঝামাঝি রিলিজ হবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৭
আসিফ মুভি পাগলা বলেছেন: এই পোস্টটা প্যাচালের জন্যই দিসিলাম । সবাই খালি হারানো জিনিস খুঁজে দাও টাইপ রিকয়েস্ট নিয়া আসে
আমার অবশ্য কোয়ালিটি নিয়ে বেশী একটা মাথা ব্যাথা নাই ।
রিসেন্ট কি দেখলেন নন ইংলিশ?
১৫২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৩
স্নিগ বলেছেন: Lilja 4-Ever (2002) দারুণ! (আমার অতি কল্পনা হতে পারে।তয় মনে হইলো,স্টার্টিং-এ জাফর ইকবালের রাশা বইটার সাথে একটু মিল আছে )
Silent Light (2007) কান ফেস্টিভালে অ্যাওয়ার্ড পাইসিলো।হয়তো খুব ভালো মুভি, কিন্তু আমার মতো বেকুব পাবলিকের জন্য না।
Police Story (1985) সাইলেন্ট লাইট দেখে মাথা জ্যম হয়ে গেসিলো (আমি আবার সিরিয়াস মুভি বেশি ভালা পাই না)।তাই দেখলাম।মজা লাগসে।তয় ডাউনলোড করে দেখার মতো না।
আমিও কোয়ালিটি নিয়ে "বেশি" মাথা ঘামাই না।ডাউনলোডাইবার সময় খেয়াল রাখি ফাইল সাইজ যেন, ১ জিবি'র মধ্যে থাকে।
আপনি কি কি দেখলেন (ইংলিশ, নন-ইংলিশ মিলিয়ে) ???
২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১২
আসিফ মুভি পাগলা বলেছেন: জাপানিজ হুইসপার অফ দা হার্ট দেখলাম ।
আল পাচিনোর সেন্ট অফ আ ওম্যান দেখলাম ।
কলিন ফেরেলের ইন ব্রুজেস দেখলাম ।
আরোনফস্কির ব্ল্যাক সোয়ান দেখলাম ।
উজবেকিস্তানের একটা মুভি দেখলাম নাম Uzak.
উজবেকিস্তানের মুভিটা একু বোরিং ছিল ।
বাকী চারটাই ভাল লাগসে ।
পুলিশ স্টোরী দেখসি । পুরানোটাও দেখসি । নতুনটাও দেখসি ।
Lilja 4-Ever মুভির নামটাও শুনি নাই
সাইলেন্ট লাইটের নাম শুনসি । রুশো ভাই তো রেগাদার মুভি নিয়ে অনুবাদ সিরিজ লিখসিলো একটা । কিন্তু দেখা হয় নাই একটাও
আজকাল মুভি দেখা হচ্ছে না রে ভাই । অলস লাগে । ব্লগ আর ফেসবুকেই আজাইরা বসে থাকি । আর ক্লাস খুলে গেসে । ব্যস্তই থাকি ।
আপনি নাম স্নিগ্ধ । তাই না?? ইণ্টার কোন ব্যাচ ছিলেন? এখন কই আছেন?
১৫৩| ০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৪
খানসামা বলেছেন: কয়েকবছর আগে একাডেমী ফিল্ম সোসাইটিতে মুভিটা দেখেছিলাম। রেপড ভিকটিমের চরিত্রে জোডি ফস্টারের অনবদ্য অভিনয় চোখে লেগে আছে। কিন্তু ঢাকায় খুঁজেও মুভিটা পাইনি।নাম বললে দোকানি পোলাপান ভুত দেখে। উল্লেখ্য, আমি মুভি দেখি ডিভিডিতে। আপনি কোথাও পেলে আমাকে জানাবেন।
০১ লা মার্চ, ২০১১ রাত ৮:০৭
আসিফ মুভি পাগলা বলেছেন: ডাউনলোড করে ডিভিডিতে রাইট করে নেন ।
যদি চোখে পড়ে জানাব । মুভিটার নাম সম্ভবত the accused . বেশ পুরানো মুভি ।
১৫৪| ০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
খানসামা বলেছেন: ওহ সরি মুভির নাম বলতেইতো ভুলে গেলাম। The Accused
মুভিটা সেরা মুভি ও সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার পেয়েছিল।
০১ লা মার্চ, ২০১১ রাত ৮:১৬
আসিফ মুভি পাগলা বলেছেন:
১৫৫| ০১ লা মার্চ, ২০১১ রাত ৮:৩৪
খানসামা বলেছেন: ছোটভাই, (সরি আপনি অনেক লম্বা কিনা) আমি প্রাগতৈহাসিক স্পীডের জুম ইউজ করি তাও আবার লিমিটেড, মাত্র ৮০০মেবা। কোনোরকমে ব্রাউজিং চলে। তাও বিশদিন পরই শেষ।
আপনি ডিভিডি পেলে আমাকে একটা খোঁচা দিয়েন।
০১ লা মার্চ, ২০১১ রাত ১০:৪৪
আসিফ মুভি পাগলা বলেছেন: okay
১৫৬| ০৬ ই মার্চ, ২০১১ রাত ১১:১৫
জিসান শা ইকরাম বলেছেন:
কিরাম আছো ?
০৯ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৯
আসিফ মুভি পাগলা বলেছেন: ভালো আছি জিশান চাচ্চু । তবে পড়াশোনা নিয়ে হঠাৎ ব্যস্ত হয়ে গেসি । তাই ব্লগে আসি আর যাই । বসি না
১৫৭| ০৮ ই মার্চ, ২০১১ দুপুর ১:৫৬
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
বেশ ভালো। সুন্দর। আর কি কমু! ম্যালা কিছু পাইয়া গেছি। আমার আপাদত কিছু লাগবো না। তয় লাগলেতো আপনে আছেনই। প্রিয়তে রাখলাম।
০৯ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২০
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ তারিক ভাই ।
১৫৮| ১৬ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৪
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
আসিফ ভাই, আপনি যে টরেন্টা ক্লাইন্টা ব্যাবহার করেন, ওইটা সর্ম্পকে একটু ডিটেইল বলেন তো। আমি ওইটা ইনস্টল করছিলাম। বাট, একটা মুভি ডাউনলোড দিতে যাইয়া দেখি ওইটা বিট-টরেন্টের মতই আপলোড দিতাছে। তারপর আই-ইনস্টল করে দিছি। কিন্তু সমস্যা হলো, যে মুভিটা নামাইতেছি, ওইটা বিট-টরেন্টে ৮৫ মেগাবাইট ডাউনলোড হইছে যেমন, তেমন আবার ৪৩ মেগাবাইট আপলোডও হইছে। এই যদি হয় অবস্থা, তাইলে তো ১.৩ গিগা ডাউনলোড করতে গিয়া, আমার ১/২ গিগার মত আপলোড দিতে হইবো। কি করবো?
১৭ ই মার্চ, ২০১১ রাত ৯:০৩
আসিফ মুভি পাগলা বলেছেন: আমি ডিল্যুজ ব্যবহার করি ।
শুরুতেই বলে রাখি এটা উবুন্টুর জন্য ।
synaptic package manager এ গিয়ে deluge লিখে সার্চ দেন । ইনস্টল করেন । তারপর preferences এ গিয়ে আপলোড স্লট ০ করে দেন । আর আপলোড স্পিড ০ কেবি করে দেন । ব্যাস । কার বাপের সাধ্যি আপলোড করে !!!
১৫৯| ১৬ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১৫
কবিতা পোস্ট বলেছেন: আমি freaktorrent থেকে মুভি download করে দেখতে পারতেচি না !!!
কারন কোড এরর দেখায়।
free freaktorrents unlock software দরকার.
link জানা থাকলে দয়া করে দেন...।।
১৭ ই মার্চ, ২০১১ রাত ৯:০৬
আসিফ মুভি পাগলা বলেছেন: পাইরেট বে কিংবা আইসেহান্টে খুজে দেখেন । আমি ফ্রিকটরেন্ট ব্যাবহার করি না । লিংক খোঁজার সময় হবে কিনা সন্দেহ আছে । ব্যস্ততার কারণে তো ব্লগই ছেড়ে দিয়েছি প্রায়
১৬০| ১৭ ই মার্চ, ২০১১ সকাল ৭:৩৯
শেখ মিনহাজ হোসেন বলেছেন: ওই, আমার Adobe Acrobat Professional লাগবো। পুরাটা!! ফ্রি কই পামু ক। একটু খুইজা দাউনলোড লিঙ্কু দে।
১৭ ই মার্চ, ২০১১ রাত ৯:০৫
আসিফ মুভি পাগলা বলেছেন: Click This Link
টরেন্ট নামায়ে ফেল ।
১৬১| ১৮ ই মার্চ, ২০১১ সকাল ১০:৫৩
শেখ মিনহাজ হোসেন বলেছেন: কেমনে নামায়?? হয় না
।
মাত্র ১৬ কেবির কি যেন একটা নামে। ওইটা আবার ওপেন হয় না।
১৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২১
আসিফ মুভি পাগলা বলেছেন: তুই এতদিনেও টরেন্ট নামানো শিখলি না??? ১৬ কেবির ফাইলটা হইল টরেন্ট পাইল । ওইটা utorrent নামক সফটওয়্যার দিয়া ওপেন করবি ।
http://www.utorrent.com/ আগে সফটওয়্যারটা ডাউনলোড কর । তারপর ফাইলটা ওপেন কর ।
না বুঝলে উপরে দেখ । এর আগেও একজনরে টরেন্টচালনা শিখাইসি উপরের কমেন্টে ।
১৬২| ১৮ ই মার্চ, ২০১১ রাত ৮:০৬
অস্তমিত গন্তব্য বলেছেন: আসিফ বাই রে কেন এই মুহুর্তে নোভেল পাইজ দেওয়া হপে না তা নিয়া উপুরকোটে রিট করতাছি... আরে এমুন পোলা আছে নাকি আমগো দেশে ... খারান আমিও খুলতাসি ... খালি পরীক্ষা টা শ্যাষ হোক ... ।।
অফটপিক -- RANGO 2011 DVDRip পাইলে জানায়েন ... পাইরেটস বে তে পাই নাই ...
১৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২২
আসিফ মুভি পাগলা বলেছেন: তাড়াতাড়ি খুলেন বাই । আপনার কান্ধে দায়িত্ব বুঝায়া দিয়া আমি ফুটবো ।
১৬৩| ২২ শে মার্চ, ২০১১ রাত ৮:২১
নয়ন বলেছেন: @অস্তমিত গন্তব্য
Click This Link এই পোস্টটা দেখতে পারেন।
অ:ট: আসিফ ভাইয়ের খবর কি? দৌড়ের উপরে আছেন মনে হয়।
উপরের পোস্টটা আপনাদের বুয়েটের একজন দিয়েছে। সাইটাও উনার তৈরী করা। চিনেন নাকি উনাকে?
ভালোই হইছে সাইটটা ঠিকমতো কাম করলে হয়। আমগো মতো আম পাবলিকের উপকার হইবো।
২৪ শে মার্চ, ২০১১ রাত ৯:০৩
আসিফ মুভি পাগলা বলেছেন: ঠিক ধরসেন । বেশ দৌড়ের উপর আছি
১৬৪| ২২ শে মার্চ, ২০১১ রাত ১১:৩৩
মামু্ন মামু্ন বলেছেন: আমার পাগলা ঘোড়ারে কইথন কই লইয়া যায়.............................
গানটা খুব শুনতে মন চায়.ডাউনলোড লিন্ক দেন্না ভাই
১৬৫| ২৪ শে মার্চ, ২০১১ রাত ১২:০১
গেম_প্লানার বলেছেন: ১ নং সমস্যা :
মিলন-মালার প্রেম (শকিল- পপি) ছবিটা কি ফ্রি নামিয়ে দেখতে পারবো ?
পারলে লিংক দেন ।
২ নং সমস্যা :
আমি সাধারনত একশন গেম পছন্দ করি।
আমার খেলা পছন্দের গেম গুলো হলো যেমন
FARCRY
ASSASSINS CREED 2
DEVIL MAY CRY 4
MASS EFFECT 2
MAX PAYNE 2
PRINCE OF PERSIA ( ALL )
RIDDIK CRONICS...
আরো আছে। আপাততো ; এই গেম গুলা বেশী ভালো লাগছে ।
আপনি এতক্ষনে হয়তো বুঝেছেন আমি কি ধরনের গেম খেলতে ভালোবাসি।
তাই আমাকে আরো এমন কিছু গেমের নাম দিন যা খেলে আপনাকে Thanks জানাতে পারি ।
আর ৫০ থেকে ১০০ মেগাবাইট এর মধ্যে Free গেম Download এর কোন ভাল Site address আপনার জানা থাকলে Please দিন ।
৩ নং সমস্যা :
ভীষন আজব সমস্যায় পড়ছি। কিছুদিন ধরে আমার সিডি রোমের দরজার যে কি হল ! তা দেখে আমি পুরো হা হয়ে গেছি !!!!!!!!!!
যতবারই ঢুকানোর জন্য বোতাম চাপি ততোবারই ঢুকে কিন্তু সাথে সাথে আবার বেরিয়ে আসে।
উইন্ডোস দিছি (অন্য পিছিতে হার্ডডিস্ক ঢুকিয়ে), স্কান করছি। মোট কথা আমার মাথায় যত টেকি ছিল তার কোনটা মনে হ্য় বাদ দেই নাই। কিন্তু যে লাউ সেই কদু।
বাবা এ কেমন সমস্যা ।
দোকানে কথা বলছি , চার-পাচ'শো টাকা চায়।
এটা হল স্যসমসাং কোম্পানির ডিভিডি রাইটার ।
১৬৬| ২৪ শে মার্চ, ২০১১ রাত ১২:০৯
গেম_প্লানার বলেছেন: ১ নং সমস্যা :
মিলন-মালার প্রেম (শকিল- পপি) ছবিটা কি ফ্রি নামিয়ে দেখতে পারবো ?
পারলে লিংক দেন ।
২ নং সমস্যা :
আমি সাধারনত একশন গেম পছন্দ করি।
আমার খেলা পছন্দের গেম গুলো হলো যেমন
FARCRY
ASSASSINS CREED 2
DEVIL MAY CRY 4
MASS EFFECT 2
MAX PAYNE 2
PRINCE OF PERSIA ( ALL )
RIDDIK CRONICS...
আরো আছে। আপাততো ; এই গেম গুলা বেশী ভালো লাগছে ।
আপনি এতক্ষনে হয়তো বুঝেছেন আমি কি ধরনের গেম খেলতে ভালোবাসি।
তাই আমাকে আরো এমন কিছু গেমের নাম দিন যা খেলে আপনাকে Thanks জানাতে পারি ।
আর ৫০ থেকে ১০০ মেগাবাইট এর মধ্যে Free গেম Download এর কোন ভাল Site address আপনার জানা থাকলে Please দিন ।
৩ নং সমস্যা :
ভীষন আজব সমস্যায় পড়ছি। কিছুদিন ধরে আমার সিডি রোমের দরজার যে কি হল ! তা দেখে আমি পুরো হা হয়ে গেছি !!!!!!!!!!
যতবারই ঢুকানোর জন্য বোতাম চাপি ততোবারই ঢুকে কিন্তু সাথে সাথে আবার বেরিয়ে আসে।
উইন্ডোস দিছি (অন্য পিছিতে হার্ডডিস্ক ঢুকিয়ে), স্কান করছি। মোট কথা আমার মাথায় যত টেকি ছিল তার কোনটা মনে হ্য় বাদ দেই নাই। কিন্তু যে লাউ সেই কদু।
বাবা এ কেমন সমস্যা ।
দোকানে কথা বলছি , চার-পাচ'শো টাকা চায়।
এটা হল স্যসমসাং কোম্পানির ডিভিডি রাইটার ।
২৪ শে মার্চ, ২০১১ রাত ৯:০৮
আসিফ মুভি পাগলা বলেছেন: নহে সমাধান ১: বাংলা সিনেমার নাম লিখে গুগলে সার্চ করেন । প্রথম দশটা রেজাল্ট থেকে কয়েকটায় ঢুকে দেখেন । যদি না পান তাইলে আশা ছেড়ে দেন ।
নহে সমাধান ২: গেম কম খেলি । আপনার চেয়েও কম
নহে সমাধান ৩:সিডি রোমের দরজার সমস্যা আমারো আছে । একি সমস্যা । তবে আমারটা পারমানেন্ট না । ওর ইচ্ছা হলে দরজা খোলে আবার ইচ্ছা হলে খোলে না
১৬৭| ২৪ শে মার্চ, ২০১১ সকাল ১০:০২
নয়ন বলেছেন: @গেম_প্লানার
আপনার মতো আমার ডিভিডি রাইটারে ও অনেকদিন এই সমস্যা দেখা দিয়েছিল। আমার একই কোম্পানীর রাইটার। পরে নিজে নিজেই আবার ঠিক হয়ে যায়। এখন সাধারণত খুব একটা দরকার না পড়লে একদমই ব্যবহার করি না। আমার এই সমস্যাটা হয়েছিল মূলত ফার্ম ওয়্যার আপগ্রেড করতে যেয়ে তাই এটুকু বলতে পারি - ভুলেও ওদের ফার্মওয়্যার নিয়ে গুতাগুতি করবেন না।
১৬৮| ০৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৩
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
আসিফ ভাই, Baaba Maal - একজন আফ্রিকান গায়ক। এর যে কোন লাইভ কনসার্টের ডাউনলোড লিংক দেন। আমি খুজে পাইতাছি না। ইউটিউবে আছে, বাট একটা-দুইটা গান। পুরা নাই। একটু দেখেন ভাই।
লাইন এলবামের মধ্যে "1999 – Live at the Royal Festival Hall – Palm Pictures – Palm (DVD)" এইটা আছে বলে উইকিতে দেখাইতেছে। বাট, আমি কান ডাউনলোড লিংক পাইতাছি না। একটু দেখেন।
০৬ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৮
আসিফ মুভি পাগলা বলেছেন: আমিও পাই নাই ।
১৬৯| ১১ ই এপ্রিল, ২০১১ ভোর ৪:৩৪
গেম_প্লানার বলেছেন: ১-
মেরি ব্লাক - MARY BLACK
এর গান আমার খুব ভালো লাগে কিন্তু ফুল গান bee mp3 তে পাইলাম না ।
লিংক দিলে ভালো হয়।
২-
আর কবিতা কিষনমুর্তি kavita krisnamurti - বাংলা গানের লিংক দেন তো মিয়া ভাই ।
৩-
INTERNET এর মাধ্যমে আয় কারতে চাচ্ছি proffessionaly ভালো প্রতিষ্ঠান ও INFORMATION লাগবে। মাসে ৩০,০০০ থেকে ৪০,০০০ হাজার কামাতে চাই। কাম হইবো ?
হেল্পান ছে !
২২ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৫
আসিফ মুভি পাগলা বলেছেন: লিংকু দেওন সাময়িক ভাবে বন্ধ আছে ।
উত্তর ৩ :
ইন্টারনেটে টাকা কামানো বিষয়টা বিজ্ঞাপনে যত সহজ বাস্তবে ততটা সহজ নয় । মাসে ৩০ হাজার টাকা কামাতে পারবেন যদি প্রোগ্রামিং টাইপ কাজ করেন । ব্লগসাইট খুলে গুগল অ্যাডসেন্স দিয়া কিংবা সারাদিন ধরে লিংকে ক্লিক করে লাভ নাই । টাকা কম , সময় নষ্ট । যদি ওয়েব ডেভেলপমেন্ট টাইপ কাজে নিজেকে দক্ষ মনে করেন তাহলেই কেবল এই লাইনে অগ্রসর হওয়ার চিন্তা করেন । কারন এই সেক্টরটা এখন অনেক প্রতিযোগিতামূলক । আর শুরুতে টাকা পয়সার বেশী পাবেন না । যদি ভাল কাজ শিখতে পারেন তাহলে প্রসার পরিচিতি হওয়ার পরেই টাকা পয়সা আসতে থাকবে ।
তাই জেনেশুনে আগানোই ভাল । বিজ্ঞাপনে টাকার অঙ্ক দেখে যদি হিসাব নিকাশে নামেন তাইলে কিন্তু চরম ভূল করবেন ।
আর পরিশ্রম করার নিয়ত থাকলে যেকোন লাইনেই টাকা পয়সা কামানো সম্ভব । ইচ্ছাশক্তিই আসল ।
যে কাজই করেন না কেন শুভকামনা রইল ।
১৭০| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৬
য়চিনপুর বলেছেন: বস আমার মোস্তফা সরয়ার ফারুকীর এবারের মেলায় বের হয়া রাফ কাট বইটার পিডিএফ লাগবে দয়া করে এক্টু খুইজা দেন প্লীজ
২২ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৮
আসিফ মুভি পাগলা বলেছেন: লিংকু প্রদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে
১৭১| ১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৪
গেম_প্লানার বলেছেন: আপনি কি খুব ব্যাস্ত ? কোন খবর নাই !!!!!
২২ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৭
আসিফ মুভি পাগলা বলেছেন: সামুতে লগইন করা হয় না । ব্যস্ততার চেয়ে অলসতাই বেশী ।
১৭২| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৫২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাই আপনি মানষটা কিরাম? আপনার নাম পাগলা ক্যান?
২২ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৬
আসিফ মুভি পাগলা বলেছেন: বুঝতে হবে
১৭৩| ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১২
লোকালোক বলেছেন:
ভালা পোষ্ট।
১৭৪| ০২ রা মে, ২০১১ দুপুর ২:২৩
কপালপোড়া বলেছেন: সামুতে ছবি পোস্ট করতে url চায়। আমি url কই পামু?? ছবি তো আমার pc তে। পোস্ট করমু কেমনে??
একটু বিস্তারিত জানাইও।
১৭৫| ০৫ ই মে, ২০১১ সকাল ৮:৩৩
ফেরদৌসী বলেছেন: সাহায্যের জন্য আবেদন:
গ্রামাটিকাল এরর ধরার জন্য কোন সফটওয়্যার বা কোন উপায় জানা আছে কিনা,কে যেন একটা লিংক দিয়েছিল কিন্তু আমার প্রিয়তে নাই;জরুরি ভিত্তিতে দরকার,তাই....
১৭৬| ২৩ শে মে, ২০১১ বিকাল ৫:৪০
সহৃদয় বলেছেন: গিটার এফ এক্সবক্স ৩ এর ফুল ভারশন (ক্র্যাক বা প্যাচ সহ) অথবা গিটারে এফেক্ট দেয়া যায় এমন কোন সফটওয়্যারের লিঙ্ক দিলে বাধিত হইব।
১৭৭| ২৩ শে মে, ২০১১ বিকাল ৫:৫৫
ঘোৎ বলেছেন: আমার এক স্যার বুয়েটিয়ান আছিল। তবে আপ্নের লাহান পাগলা না, চোখে চশমা দেওয়া গুডবয় টাইপের আছিল লগে হাল্কা পোংটা। বিশ্বাস করেন প্রেম করনের লইগ্যা একবার আমার গাড়ী ধার লইসিলো। আপ্নেগো আমি ভালা পাই। ভালা থাইক্কেন।
১১ ই জুন, ২০১১ রাত ১০:২২
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনেরেও নগদে ভালা পাইলাম
১৭৮| ০৩ রা জুন, ২০১১ রাত ১১:১৯
অবধারিত বলেছেন: আসিফ ভাই, অফিস ২০১০ এ্যাকটিভিশন এর উপায় জানান..প্লিজ লাগে।
১৭৯| ০৫ ই জুন, ২০১১ রাত ৮:০৩
অনন্যমানুষ বলেছেন: X - Men: First Class এর ডাউনলোড লিন্ক দেন
১৮০| ১১ ই জুন, ২০১১ রাত ১০:৩১
জিসান শা ইকরাম বলেছেন:
আমার একটি সমস্যা আছে। আমি অনেক দিন থেকে আসিফ মুভি পাগলা নামের একজন ব্লগারকে খুজে পাচ্ছি না। কোন সফটওয়ার ব্যবহার করলে পাগলাকে খুজে পাবো, বললে খুবই উপকার হয়
১১ ই জুন, ২০১১ রাত ১১:০৮
আসিফ মুভি পাগলা বলেছেন: ফেসবুকে তো আর আমারে চিনেনই না । তাই আপনার সাথে দেখা করতে ব্লগে ফেরত আসলাম
১৮১| ১৩ ই জুন, ২০১১ সকাল ১০:৪৬
অনন্যমানুষ বলেছেন: X - Men: First Class এর ডাউনলোড লিন্ক দেন
১৮২| ১৬ ই জুন, ২০১১ রাত ১০:৩২
খন্দ.লিমন বলেছেন: ভাইয়া কি খবর ? আছেন নাকি এখন একই সেবা দানে :p । আবার ত একটা লিঙ্ক লাগে ... লাল সালু বাংলা ছবির ডাউনলোড লিঙ্কটা কি পাওয়া যাবে ?
১৩ ই আগস্ট, ২০১১ রাত ৯:৩০
আসিফ মুভি পাগলা বলেছেন: লেখক বলেছেন: সেবাদান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত । তবে ভালো সিনেমা । দেখা উচিত । তাই নিয়মের ব্যতিক্রম হিসেবে লিংক দিলাম । কাজ করে কিনা দেখেন ।
Click This Link
১৮৩| ২০ শে জুন, ২০১১ রাত ১২:৫২
েলান ্রাইডা্র বলেছেন: X - Men: First Class ডাওনলোড করতে এইখানে ক্লিকান । টরেন্ট
১৮৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৭
মুহসীন৮৬ বলেছেন: ভাই আমার এখানে ডাউনলোড স্পীড ৮-১০ কেবিপিএস...আমার পক্ষে কি মুভি ডা: করা সম্ভব...???কোন উপায় থাকলে বলেন...!
১৮৫| ০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৩
জিসান শা ইকরাম বলেছেন:
পাগলা মিস করি কিন্তু তোমাকে
১৮৬| ১৬ ই মে, ২০১২ রাত ১০:৩৮
রাখালছেলে বলেছেন: গুতা দিয়া প্রিয়তে নিয়া গেলাম । আপনার আইডিয়া ভাল লাগছে। ব্লগসেবা চালিয়ে যান । শুভেচ্ছা । সামনে জালাইতে আমিও চলে আসব কোন একদিন।
১৮৭| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
কসমিক- ট্রাভেলার বলেছেন: ভাই মুভি পাগলা
আমার একটা মুভির ডাউনলোড লিংক লাগবে
পারলে হেল্প করেন
মুভিটি হলো
ব্যাটেল অব টু এম্পায়ারস
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আইচ্চা :-<