![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম ম্যাচে তিনি ১০৩ ডিগ্রি জর নিয়েও বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছন। তার অসাধারান নেতৃত্বর কারনে প্রথম ম্যাচে ৩৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৫০ রানে সব গুলো উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী আনুস্থানের সমাই সাকিব আল হাসান দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। তিনি বলেন যে দর্শকরা যেন ভাল সমায়ের মত খারাপ সমায়েও বাংলাদেশ দলকে যেন সমারথন করে। প্রথম ম্যাচে আসাধারন পারফরমেঞ্চের জন্য মুসফিকুর রহিমকে ম্যান অফ দ্যা ম্যাচ করা হই। তিনি মাত্র ৬৬ বলে ১০০ করেন। একই ম্যচে তামিম ও যেন সকল সমালোচনার জবাব দিয়ে দিল। তিনিও ক্যারিয়ারের আরও একটি শতক তুলে নিলেন।
২য় ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে মাত্র ২৪০ রানের টারগেট ছুরে দেই বাংলাদেশের সামনে। ১ম ম্যাচের মত ২য় ম্যাচেও নিজের কারিয়ারের আরও একটি শতক তুলে নিলেন। এদিকে মুস্ফিকুর রহিম অরধো শতক তুলে নেন। ১ম ম্যাচের মত ২য় ম্যাচও বাংলাদেশ জিতে নিলে ২-০ তে এগিয়া সিরিজ জিতে নেয়। ২য় ম্যাচের পর মুসফিকুর রহিমকে রান মেশিন উপাধি দেন কাপ্তান দলপতি মাশরাফি মুরতাজা। এদিকে সিরিজ শুরুর আগে শাকিব আল হাসান যে কথা বলেছিলেন সেটাই করে দেখিয়ে দিল টিম বাংলাদেশ। বলে রাখা ভাল যে এই সিরিজে পাকিস্তানকে হোইট ওয়াশ করতে পারলে টিম বাংলাদেশ র্যাঙ্কিং এ ৭ নম্বার এ চলে আসবে।
আরো জানতে ক্লিক করুন
টাইগার টিম বাংলাদেশ
©somewhere in net ltd.