![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুশফিকুর রহিম, বাংলার এক অতি পরিচিত নাম। তার কাধে ভর করে বাংলাদেশ অনেক দূর এগিয়াছে। বাংলাদেশ দলের আধিনায়কত্য পাওয়ার পর থাকেই নিজের ও নিজেদের সেরাটাই দেওয়ার চেস্টা করে আসেছেন। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম মুশফিকুর রহিম। টিমে তাকে দুশটামি করে মুশি বলেই ডাকা হয়। তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট টিম অনেক কিছু আমাদেরকে দিয়েছে। বাংলাদেশের একজন নির্ভরযোগ্য ব্যাট্সম্যান হিসেবে সে এখন আতি পরিচিত মুখ। সাম্প্রতিক তার পারফরমেঞ্ছের কারনে তাকে বাংলার রান ম্যাশিন উপাধি দেওয়া হইছে।
তার ব্যাটের উপর ভর করেই বাংলাদেশ পাকিস্তানকে অন-ডে তে হারিয়ে সিরিজ জিতে নিল এবং অন-দে র্যাংকিং এ পাকিস্তানকে টপকে ৮ নম্বরে চলে আসেছে। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ৮৮ আর পাকিস্তানের পয়েন্ট ৮৭। সাম্প্রতিক তার পারফরমেঞ্ছের কারনে আই, সি, সি অন-ডে র্যাংকিং এ এখন ব্যাট্সম্যানদের তালিকায় মুশফিকুর রহিম ১৮ নম্বরে উঠে আসেছে। এই ফর্মটা ধরে রাখতে পারলে ২০১৫ তেই তাকে অন-ডেতে সেরা ১০ ব্যাট্সম্যানদের তালিকায় দেখা যাবে। বিশ্বকাপেও তার পারফরমেঞ্ছ ছিল চোক ধাধানাে। তার এমন পারফরমেঞ্ছর কারনে আমরা আশা করছি আগামী আই,পি,এল আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাকিব আল হাসানের পাশাপাশি মুশফিকুর রহিমকেও দেখা যেতে পারে।
এক নজরে ব্যাট্সম্যানদের তালিকাটা দেখে নিন
২০১৫ এর সেরা ব্যাট্সম্যানরা
২| ২২ শে মে, ২০১৫ বিকাল ৪:০৪
তৌফিক মাসুদ বলেছেন: মুশফিক আস্তে আস্তে বিশ্বসেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। অষ্ট্রেলিয় ব্রাড হাডিন, সাউথ আফ্রিকান ও ভারতের বর্তমান উইকেটরক্ষক থেকেও সে ভাল।
৩| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৫
আসিফ আহমেদ বিন বলেছেন: আপনি ঠিকই বলেছেন তৌফিক মাসুদ সাহেব। মুশফিকের জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৫ বিকাল ৩:০৩
সাদা মনের মানুষ বলেছেন: মুশফিকের জন্য শুভ কামনা