নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছণ্ণ্ ছাড়া

ছণ্ণ্ ছাড়া › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত? ইঙ্গিত দীপু মণির

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

জামাত-ই-ইসলামিকে নিষিদ্ধ করার দাবির ব্যাপারে গুরুত্ব সহকারে ভাবনাচিন্তা করছে বাংলাদেশ সরকার৷ আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণি৷ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, হিংসার জন্য জামাতকে দায়ী করে তাদের নিষিদ্ধ করার দাবি তুলেছেন শাহবাগের আন্দোলনকারীরা৷ তাঁদের দাবিকে শেখ হাসিনা সরকার স্বীকৃতি দিতে চলেছে বলে আজ ইঙ্গিত মিলেছে মণির কথায়।প্রসঙ্গত, ২০০৮ সালে সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় আসার আগে ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের হত্যাকারীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামি লিগ৷ আগামী ডিসেম্বরে বাংলাদেশে সাধারণ নির্বাচন৷ তার আগে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে জোটে থাকা জামাত সম্পর্কে বিদেশমন্ত্রীর মন্তব্য রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা৷



এদিকে জামাতের টানা ৪৮ ঘণ্টার হরতালে পর মঙ্গলবার ফের বাংলাদেশে হরতালের ডাক দিয়েছে শেখ হাসিনার দল বিএনপি৷ হরতালে দেশজুড়ে মিশ্র সাড়া দেখা যাচ্ছে৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সফরকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই এখন শেখ হাসিনা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ৷ আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন রাষ্ট্রপতি৷ এরপর যাবেন তাঁর শ্বশুরবাড়ি নরাইলে৷ রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে৷ গতকাল জামাতের ডাকে হরতালের শেষদিনেও অগ্নিগর্ভ ছিল বাংলাদেশের পরিস্থিতি৷ বরিশাল, চাঁদপুর, কমলাপুর সহ বিভিন্ন জায়গায় পুলিশ-জামাত দফায় দফায় সংঘর্ষ হয়৷ সাতক্ষীরা ও সিরাজগঞ্জে সংঘর্ষে এক ছাত্র-সহ কয়েকজন প্রাণ হারান৷জোটসঙ্গী জামাতের ডাকে হরতাল চলছে, তাই আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকার বাতিল করে দিয়েছিলেন বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। কিন্তু আজ তাঁর দলই হরতাল ডেকে বসে আছে! যদিও তাতে তেমন সাড়া মিলছে না বলেই জানা গিয়েছে। সূত্র

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

বোকা ইনদুর বলেছেন: দাদা, আমার কিছুক্ষন আগে দেওয়া পোস্টখান দেখেন :D :D

জামাত নিষিদ্ধ করবেনা সরকার....কি বিশ্বাস হয় না!!! নিচের ভিডিওটা দেখেন

২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

বোকা ইনদুর বলেছেন: Click This Link

৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লাগলো ! আশাবাদী হলাম !

৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯

আমি ব্লগার হইছি! বলেছেন: জামাত নিষিদ্ধ হলে বি এন পির জন্যেই ভালো, কারণ সব ভোট বি এন পি পাবে কিন্তু কোন সিট ছাড়া লাগবে না।

৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭

শিপন মোল্লা বলেছেন: হাসিনা এতো বুকা না জামাতকে নিষিদ্ধ করে জামাতের ভোট গুলি বিএনপিকে স্বেচ্ছায় দিয়ে দিবেন। সব ফু মারে ডিপো মনি

৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৮

দুরন্ত সাহসী বলেছেন: ভালো বলেছেন

শুভেচ্ছা

৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
এই সাহস আওমীলীগের হয় নাইক্কা --

বিএনপি তাইল্লে তো লম্ফ জম্প মারি নাচি নাচি উড়ি উড়ি ঘুড়ি ঘুড়ি করবে -

রাজনীতি খুব শক্ত বড় ভাই !!

৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৯

ল্যাটিচুড বলেছেন: কস কি মমিন B:-) B:-) B:-)

বুট পইরা বইসা থাকলে ফুটবল খেলা হয় না। খেলতে গেলে একখান বল লাগে :P :P =p~ এটা কি দিপু মনি ভুইলা গেছে। নাকি বুবু ছক্কা ছাড়াই লুডু খেলে :P

৯| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: এদিকে জামাতের টানা ৪৮ ঘণ্টার হরতালে পর মঙ্গলবার ফের বাংলাদেশে হরতালের ডাক দিয়েছে শেখ হাসিনার দল বিএনপি৷ :-0 :-0

১০| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১

প্রত্যাবর্তন@ বলেছেন: ছণ্ণ্ ছাড়া লিখেছেন - এদিকে জামাতের টানা ৪৮ ঘণ্টার হরতালে পর মঙ্গলবার ফের বাংলাদেশে হরতালের ডাক দিয়েছে শেখ হাসিনার দল বিএনপি

B:-) B:-)

১১| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

স্পাইসিস্পাই001 বলেছেন: দেখা যাক কি হয় ....

১২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: জামাত নিষিদ্ধ করা এবং খুনী রাজাকারদের লটকায় দেয়া - দুইটাই এক সাথে করতে হবে। শুধু জামাত নিষিদ্ধ করলে ঐ খুনীরা জঙ্গী তৎপরতা শুরু করে দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.