নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছণ্ণ্ ছাড়া

ছণ্ণ্ ছাড়া › বিস্তারিত পোস্টঃ

জেলেই যেতে হবে ‘মুন্নাভাই’কে

২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

ফের বিপাকে ‘মুন্নাভাই’৷ মুম্বই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে অভিনেতা সঞ্জয় দত্তের কারাদণ্ডের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করল সুপ্রিম কোর্ট৷ ইতিমধ্যেই জেলে দেড় বছরের সাজা কাটিয়েছেন তিনি৷ সুপ্রিম কোর্টের রায়ের ফলে আরও সাড়ে তিন বছর তাঁকে জেলে কাটাতে হবে৷ আগামী একমাসের মধ্যে আত্মসমর্পণ করতে হবে তাঁকে৷ নাহলে গ্রেফতার করা হবে সঞ্জয় দত্তকে৷ রায়দানের সময় সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্তও উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টে৷ এই রায়ের প্রতিক্রিয়ায় সঞ্জয় বলেছেন, রায়ের প্রতিলিপি দেখে তিনি পরবর্তী আইনি বিকল্প খতিয়ে দেখবেন। বিচার বিভাগের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেছেন, পরিবারের লোকজন তাঁর পাশেই রয়েছেন এবং তিনি মানসিকভাবে দৃঢ়ই রয়েছেন।

সঞ্জয়ের আইনজীবী সতীশ মানেশিন্ডে জানিয়েছেন,তিনি সঞ্জয়ের সঙ্গে কথা বলেছেন। বলিউড অভিনেতা এই সাজা মেনে নিয়েছেন।রায় শোনার পরও সঞ্জয় মানসিকভাবে শক্তই রয়েছেন। সুপ্রিম কোর্ট এদিন বলেছে, সঞ্জয়ের অপরাধের পরিপ্রেক্ষিত ও সাক্ষ্যপ্রমাণ খুবই গুরুতর।তাই তাঁর সাজা মকুবের আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।সঞ্জয় দত্তের বিরুদ্ধে টাডা আদালতের দণ্ডাদেশ সঠিক ছিল বলেও মন্তব্য করেছে আদালত।তবে সঞ্জয় দত্তের এই রায়ের পর্যালোচনা করার আর্জি জানানোর রাস্তা খোলা থাকছে।



বেআইনিভাবে ৯ এমএম পিস্তল ও একে-৫৬ রাইফেল রাখার অপরাধে টাডা ২০০৬-এ সঞ্জয় দত্তের ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় টাডা আদালত৷ দেড় বছর জেলও খাটেন সঞ্জয়৷ ২০০৭-এ জামিনে মুক্তি পান৷



বৃহস্পতিবার বিচারপতি পি এস সাতাশিবম ও বি এস চৌহানের ডিভিশন বেঞ্চ মামলার ১১৭ নম্বর কয়েদি সঞ্জয় দত্তের সাজা ঘোষণার আগে তাঁর আইনজীবী বলেন, ২০১১ সালে আদালতে হলফনামা দিয়ে সঞ্জয় দত্ত জানিয়েছিলেন কোনও অসত্ উদ্দেশে নিজের কাছে অস্ত্র রাখেননি তিনি৷ ১৯৯৩ সালে তাঁর বাবা সুনীল দত্ত ও বোন প্রিয়া দত্তের কাছে লাগাতার হুমকি ফোন আসছিল৷ সেজন্য নিরাপত্তার কারণেই নিজের কাছে অস্ত্র রেখেছিলেন তিনি৷ ইতিমধ্যেই দেড় বছর জেল খেটেছেন সঞ্জয়৷ তারপর সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করেছেন৷ ইতিমধ্যে বিয়েও করেছেন৷ সন্তানদের দেখভালের দায়িত্বও তাঁর উপর৷ সবদিক বিবেচনা করেই তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ মকুব করা হোক৷

কিন্তু সুপ্রিমকোর্ট এই আর্জি খারিজ করে জানায়, যে অপরাধে সঞ্জয় দত্ত দোষী সাব্যস্ত হয়েছেন, তা গুরুতর৷ তাঁর কারাদণ্ডের মেয়াদ পুরোপুরি মকুব করা সম্ভব নয়৷ তবে, তাঁর কারাদণ্ডের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হল৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.