নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছণ্ণ্ ছাড়া

ছণ্ণ্ ছাড়া › বিস্তারিত পোস্টঃ

এই জেলা থেকেই শুরো হয়েছে সাম্রাজ্যবাদের দোসর এনজিওদের বিরুদ্ধে আন্দোলন।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

হেফাজতে ইসলাম বাংলাদেশের লংমার্চ ঘিরে টানটান উত্তেজনা এখন দেশজুড়ে। এরই মধ্যে সংগঠনটির আমির ও বাংলাদেশকওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর এই কর্মসূচির প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট, ক্ষমতাসীন মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টি, বিকল্পধারাসহ বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক ব্যক্তি, দল ও সংগঠন। হেফাজতের বহুল আলোচিত এই ঢাকামুখী লংমার্চ হবে আগামী শনিবার।



ব্রাহ্মনবাড়ীয়ায় সংগঠনের নেতারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন এই লংমার্চ বাস্তবায়ন নিয়ে। ইসলামের আইন বাস্তবায়ন ও ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়ীয়া সব সময় সোচ্চার । এই জেলা থেকেই শুরো হয়েছে সাম্রাজ্যবাদের দোসর এনজিওদের বিরুদ্ধে আন্দোলন।



বড় হুজুরের সার্বিক তত্ত্বাবধানে এখানে প্রতিষ্ঠিত হয় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা। এ মাদ্রাসাকেই কেন্দ্র করে এলাকায় গড়ে ওঠেছে ১৫০ অধিক কওমী মাদ্রাসা । এছাড়াও ছোট খাট অনেক মাদ্রাসা। যুগে যুগে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়ীয়ায় ইমলামের নেতৃত্ব দিয়েছেন। র্বতমানে ইসলাম বিরোধী যে প্রচারণা বা ব্লগিং করা হচ্ছে তার বিরুদ্ধে জোড় প্রতিবাদ জানাচ্ছে । কিছুদিন পূর্বে চট্টগ্রামের কওমী মাদ্রাসার খতিব মাওলানা আহমেদ শফী সাহেব ইসলাম বিরোধী ব্লগারদের বিরুদ্ধে আন্দোলনের আন্দোলনের ডাক দিয়েছেন । ঐ আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যান্ত অঞ্চলে । এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়ীয়াও শুরু হয়েছে আন্দোলন। কিছুদিন পূর্ব থেকেই ব্রাহ্মণবাড়ীয়ায় ইসলামের শত্রুদের বিরুদ্ধে সভা সমাবেশ মিছিল শুরু হয়েছে। সাম্প্রতিক কালের মাওলানা শফি আহমেদের হেফাজতে ইসলামের সাথে ব্রাহ্মণবাড়ীয়ার আলেম মাওলানারা একাত্বতা প্রকাশ করেছে । আগামী ৬ই মার্চ লংমার্চের সফল করার জন্য জোড় প্রচারণা চালাচ্ছে ব্রাহ্মণবাড়ীয়ার আলেম ও উলামারা । ঐ আন্দোলনের নেতুত্ত্ব দিচ্ছেন মুফতী মোবারক উল্লাহ যিনি বর্তমানে একই সাথে টেংকের পাড়ের জামে মসজিদের খতিব ও ইসলামীয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপালের দাযিত্ব পালন করেছেন।



বর্তমানে ইসলাম বিরোধী প্রচারণার এবং এর বিরুদ্ধে ওনাদের অবস্থান ও লং মার্চকে ঘিরে উনাদের প্রস্তুতি সর্ম্পকে ব্রাহ্মণবাড়ীয়া ২৪. কমের সাথে খোলা মেলা আলোচনা করেছেন ।আরও বিস্তারিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.