![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মই যেন শিশুটির আজন্ম অভিশাপ। তাইতো মায়ের উষ্ণ বুকের আশ্রয়ে থেকে চোখ মেলে পৃথিবীর আলো দেখার আগেই ওর ঠাই হল ময়লার স্তুপে। উত্তোলিত দুই বাহু আকাশের দিকে মুষ্টিবদ্ধ করে শিশুটি জানালো তাকে ঘিরে এ অভ্যর্থনার প্রতিবাদ। কুষ্টিয়া শহরের সনো টাওয়ার এন্ড হসপিটালের পেছনের ডাষ্টবিন থেকে নবজাতক ওই মেয়ে শিশুকে উদ্ধার করা হয় শনিবার সকালে। এদিন সকাল সাড়ে ১১টার দিকে ওই টাওয়ারে কর্মরত সুইপার রিপন ডাষ্টবিন পরিষ্কার করতে গেলে টাওয়েল দিয়ে মোড়ানো সদ্য প্রসূত কন্যা শিশুটিকে দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সনো টাওয়ার কর্তৃপক্ষকে জানালে তারা ওই নবজাতককে উদ্ধার করে । সনো টাওয়ারে কর্মরত মাসুদ নামের একজন জানান, সকালে পার্শবর্তী কোন ক্লিনিক অথবা বাড়ীতে শিশুটি ভূমিষ্ট হয়। ভূমিষ্ট হওয়ার পরপরই সুযোগ বুঝে তাকে ডাষ্টবিনে ফেলে দেওয়া হয়েছে। তবে দেরীতে উদ্ধার করা হলে শিশুটিকে বাঁচানো যেত না। উদ্ধারকৃত শিশুটিকে বর্তমানে সনো হসপিটালের ইনকিউবমিটারে রাখা হয়েছে। শিশুটি এখন পুরোপুরি সুস্থ আছে বলে তারা জানান।সূত্র
©somewhere in net ltd.