![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়াদিল্লি: পেপসি আইপিএলে স্পট ফিক্সিংয়ের কালো ছায়া৷ স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার রাজস্থান রয়্যালসের ক্রিকেটার এস শ্রীশন্থ৷ একই অভিযোগে রয়্যালসের আরও দুই ক্রিকেটার অঙ্কিত চৌহান ও অজিত চাণ্ডিলাকে গ্রেফতার করা হয়েছে৷ তিন ক্রিকেটারেরই ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ আজীবন নির্বাসনের কথাও ভাবনা-চিন্তা করা হচ্ছে৷ পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার শ্রীসন্থকে মুম্বইয়ের বন্ধুর বাড়ি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ দল৷ স্থানীয় পুলিশের সহায়তায় গতকাল গভীর রাতে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের বিশেষ দল৷হোটেল থেকে উদ্ধার হয়েছে ১ কোটি টাকা৷ আজ সকালেই তাঁদের দিল্লি নিয়ে যাওয়া হয়৷ অভিযুক্তদের বিরুদ্ধে ৪২০ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ মুম্বই থেকে ৭ জন ও দিল্লি থেকে ৩ বুকিকেও গ্রেফতার করা হয়েছে৷
চলতি আইপিএলে দুরন্তে ছন্দে খেলছে রাজস্থান রয়্যালস এই ঘটনায় দলের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। এক সময় ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য শ্রীশন্থের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু এ ধরনের অভিযোগ তাঁর বিরুদ্ধে এই প্রথম উঠল৷বুধবার ওয়াংখেড়েতে মুম্বই-রাজস্থান ম্যাচ ও ৯ মে মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে রাজস্থানের ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে৷ বুকিদের ফোন ট্যাপ করেই পুলিশ এব্যাপারে নিশ্চিত হয়েছে বলে পিটিআই জানিয়েছে।
এবারের আইপিএল টুর্নামেন্টে সবচেয়ে স্বচ্ছ ভাবমূর্তি যে দলের, কাঠগড়ায় রাহুল দ্রাবিড়ের সেই রাজস্থান রয়্যালসেরই তিন ক্রিকেটার৷ তিনজনকেই সাসপেন্ড করেছে বিসিসিআই৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের উপর সাসপেনশন জারি থাকবে৷ কোনও টুর্নামেন্টে খেলতে পারবেন না তাঁরা৷ তবে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বিসিসিআই৷
এ ঘটনায় দোষীদের আজীবন নির্বাসনের দাবি তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷
ঘটনায় সন্দেহের তির টুর্নামেন্টের বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের উপরও৷ ঘটনায় বিস্মিত বিসিসিআই থেকে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ৷ বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ক্রিকেটে কোনওরকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না৷ রাজস্থান রয়্যালসের তরফে শিল্পা শেট্টি জানিয়েছেন, ‘স্পট ফিক্সিংকাণ্ডে তিন ক্রিকেটারের গ্রেফতারের ঘটনায় আমি বিস্মিত৷ বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছি আমরা৷ এই ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতা করব আমরা৷ এই ধরণের কোনও রকম ঘটনা মোটেই বরদাস্ত করবে না রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ৷’
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লর সঙ্গে কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী জীতেন্দ্র সিংহ৷ স্পট ফিক্সিংয়ের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷
ধৃতদের বৃহস্পতিবার দুপুরে মুম্বই থেকে দিল্লি নিয়ে আসা হয়৷ সেখানেই আদালতে তোলা হয় তাঁদের৷ কখনও গড়াপেটা, কখনও ডোপিং, কখনও রেভ পার্টি, আইপিএলের উপর দুর্নীতি আর অপরাধজগত জাল বিছিয়েছে বারবার৷ রক্তাক্ত হয়েছে ক্রিকেট৷ আর, শ্রীসন্থদের গ্রেফতারের ঘটনায় এবার রক্তাক্ত হল এমন এক ফ্র্যাঞ্চাইজি, যার নেতৃত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়ের মত ক্রিকেটার৷ গড়াপেটা শব্দটাকে আগাগোড়া নিজের নাম থেকে কয়েক লক্ষ মাইল দূরে সরিয়ে রেখেছিলেন যিনি৷ সূত্র
©somewhere in net ltd.