![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কয়েকবছর পর ঢাকায় ঈদের দিন কাটল। আগের বছর গুলাতে চা বাগানে খালার বাসায় কাটত- এবার কাটালাম ঢাকায়। যাই হোক ঈদে চৌদ্দ গুষ্টীর বাসায় গেলাম- কামাই খানাপিনা ভালই হল। তারপর ঈদের পরদিন সন্ধ্যায় বাসে করে নানাবাড়িতে রাত ১২টায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দিলাম। সারারাত হাইওয়ে এর পাশে বড়ভাই এর সাথে আড্ডা মেরে পার করলাম। তারপর সকালে চা বাগানে খালার বাসায় গিয়ে হাজির। চা বাগানের ভিতরে "নিশ্ছিদ্র নিরাপত্তায় মানে এতই কড়া নিরাপত্তা যে মোবাইলের নেটওয়ার্কও ঢুকে না"-- এমন মোবাইল নেটওয়ার্কবিহীন অবস্থায় ৫দিন কাটিয়ে গতকাল রওনা দিলাম ঢাকায়- হানিফ/শ্যামলী না পেয়ে "দি গ্রেট তাজ দি লোকাল" এ করে। সারাপথ ধরে রাস্তায় যাকেই পাচ্ছে তাকেই "ভাই কই যাইবেন? ঢাকা? প্লিজ ভাই ঢাকা চলেন" এমন অনুরোধ করতে করতে যাচ্ছিল বাসের হেল্পার আর কন্ডাক্টর। অথচ ৭-৮ বছর আগে এইটাই ছিল একমাত্র ভাল বাস! এইটায় সিট পাইলে ঈদের চাঁদ হাতে পাওয়ার মত আনন্দ পেতাম। যাইহোক পথে নানাবাড়ি পড়ে। তাই হুট করে ডিসিশন নিয়ে নেমে গেলাম নানাবাড়িতে। যথারীতি এবারো নানাবাড়ির সবাই সারপ্রাইজড। গরম ভাত আর ফরমালিন ছাড়া বাড়ির পাশের নদীর মাছের তরকারী দিয়ে হেভভি একটা ভোজ দিয়ে ঘুম দিয়ে বিকালে আবার আরেক খালার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাত ৯টার দিকে ফিরে এলুম ডাহা শহর-অ।
---নাহ! এইবারের ঈদ টা খারাপ কাটল না
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪২
আসিফ রেজা চৌধুরী (Asif Reza Chowdhury) বলেছেন: তা আর বলতে
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালই তো চক্কর দিছেন