নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছিব চৌধুরী

"তুমি পারবে, যদি তুমি বিশ্বাস কর তুমি পারবে" ফেইসবুক লিঙ্কঃ facebook.com/casive স্কাইপিঃ asive.papon ইমেইলঃ [email protected] আমার ব্যক্তিগত ব্লগ লিঙ্কঃ http://casive.ekhabor.com

আছিব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঘরে বসেই পছন্দের জামদানী সংগ্রহ করুন

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫





রূপকথা নামটাই যেমন কল্পনার মত, তেমনি এর কার্যক্রম কল্পনার চেয়েও এগিয়ে। নামটা হল রূপকথার জামদানী। রূপকথার জামদানীর মূল উদ্দেশ্য হচ্ছে দেশের প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জামদানী পণ্য অনলাইনের মাধ্যমে কেনা বেচা করা। অর্থাৎ আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনার পছন্দের পণ্য পছন্দ করবেন ও মুঠো ফোনে অর্ডার করবেন, ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের যে কোন প্রান্তে আপনার পণ্য আপনার বাসায় পৌঁছে যাবে।



রূপকথার জামদানীর ব্যাপারে জানতে চাইলে রূপকথা জামদানীর উদ্যোক্তা শারমিন রাবেয়া জানান, আসলে আমরা দিনে দিনে আমাদের দেশের নানান ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে যেতে বসেছি। এখন ইচ্ছা করলেও সেই সদূর নরসিংদী, টাঙ্গাইল, ডেমরা গিয়ে জামদানী পণ্য কিনবো অথবা ঢাকার কোন এক মার্কেটে গিয়ে কেনাকাটা করবো, সময় ও বাস্তব পরিস্থিতির জন্য হয়ে উঠে না। তাই আমি একটি পরিকল্পনা করি, কিভাবে খুব সহজে কোন ধরনের জামেলা ছাড়াই এই হারিয়ে যাওয়া ঐতিহ্য বাহী জামদানী চাহিদা অনুযায়ী মানুষের নাগালে পোঁছে দেওয়া যায়। যা করতে হবে ইন্টারনেটে http://rupkothajamdani.com/ আমাদের এই ওয়েবসাইটে গিয়ে পণ্য দেখে পছন্দ করে আমাদের মুঠো ফোনে জানিয়ে দিলেই আমরা আপনার কাংখিত পণ্য পৌঁছে দিব। পণ্যের মূল্য দেওয়া আছে, আপনি চাইলে বিকাশ অথবা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।



এই তো সেই দিনের কথা ১বছর হতে চলল আমাদের যাত্রা, আমরা শুরু করেছিলাম অল্প পরিসরে। এখন ধীরে ধীরে আমাদের প্ল্যাটফর্ম বড় হচ্ছে, আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পন্য দিতে পারছি, আরও কিছু সুযোগ ও সুবিধার জন্য ইতিমধ্যে আমরা নানান প্ল্যান ও পরিকল্পনা এবং উদ্যোগ হাতে নিয়েছি, ইতিমধ্যে আমরা একটি জামদানী সৌরোম দিয়েছি চট্টগ্রামে, এখন কেও ইচ্ছা করলে আমাদের এখানে এসে সরাসরি জামদানীর নানান পণ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়াও ঈদকে কেন্দ্র করে আমরা কিছু নতুন পণ্য সংগ্রহ করছি যা শীঘ্রই দেখবেন ওয়েবসাইটে। ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩

মুক্তবন্দী বলেছেন: চট্টগ্রামে আপনাদের শো রুমটি কোথায়? (01711 931139)

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

আছিব চৌধুরী বলেছেন: ঠিকানাঃ রূপকথা জামদানি, ২য় তলা, সানমার স্প্রিং গার্ডেন, ৬৪, জামাল খান রোড, চট্টগ্রাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.