![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতিঝিলে হেফাজতের মহাসমাবেশে যারা বক্তব্য রেখেছেন তাদের বেশীর ভাগই আমাদের(শাহবাগবাসী) বাবা বা দাদুর বয়সী। কিন্তু তাদের কাছ থেকেও আমরা(শাহবাগবাসী) মুরুব্বী সুলভ বক্তব্য পাই নাই । পেয়েছি প্রতিপক্ষ সুলভ। এর বাইরেও যেটা পাইনি সেটা হলো ইসলামের "সুশীতল নরম জিহব্বাহর আহবানের ডাক"।
তারা বলতে পারতো বাবারা তুমরা(গুটিকয়েক) নাস্তিক/ ধর্ম বিদ্বেষী হইবা কেন? "ইসলামের কোন বিষয় যদি না বুঝে থাকো তাহলে আসো আমরা বুঝিয়ে দিই।" কিন্তু তাহারা বলিলেন নাস্তিকের সাথে কোন আলোচনা নাই। কেবল কল্লা চাই(মৃত্যু দন্ড)। জ্বালো, জ্বালো আগুন জ্বালো বলিলেন আমাদের মতই। আমাদের মতই তাহারাও চত্বরের স্বপ্ন দেখিলেন। আমরা রাস্তা ব্লক করিয়া অপরাধ করেছি সন্দেহ নাই তাহারাও সমালোচনা করেন। কিন্তু তাহারাও এমন করিয়া একটা ইসলামী চত্বরের স্বপ্ন দেখেছিলেন চট্টগ্রাম ওয়াসা মোড়ে।
তাহাদের মতিঝিলেও চিড়া মুড়ি ফকরুদ্দিনের, নান্নার বিরানী, কলার কাঁদি প্রবেশ করেছিল কিন্তু সেটা দোষের নয়। কিন্তু শাহবাগে প্রবেশ করিলেই " গেলো! গেলো! "কারা দিচ্ছে এসব" বলিয়া মাজহার, মাহফুজ উল্লাহ, কাদের সিদ্দীকী, পিয়াস করিম, নাজিউর পুত্র, ফিরোজ রশীদ সহ এস্টাবিলিসমেন্ট নাঁক সিটকায়। শাহবাগে ফুলের দোকান থাকিলেও সেখানটা বড় বেশী নোংরা। আপনাদের মতো ভদ্র পল্লী নয়। এখানকার শ্লোগান কন্যাদের পোশাক গুলোও বড়জোর আজিজ মার্কেট থেকে কেনা। সেটা গুলশানের নাবিলা, বসুন্ধরার ইনফিনিটি থেকে কেনা নয়। আপনারা নাক সিটকাতেই পারেন। আমরা জানি আপনাদের কাজই হলো নাক সিটকানো। কোথাকার কোন "লাকী আক্তার" বড় বড় কথা বলবে আর আপনারা (হাসনাত হাই, অদিতি ফালগুনির মতো পারফিউম ও ফরমিকা প্রেমী লিখকরা সহ) সেটা সহ্য করবেন সেটা কিভাবে হয়!1! আপনারা ভদ্র পল্লীতেই থাকেন। পদ্মানদীর মাঝি কোবেরের কথা মনে পড়ে--- এ পাড়ায় তিনি আসেন না তিনি থাকেন ভদ্রপল্লীতে।
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
সাহাদাত উদরাজী বলেছেন: আসলে কোথায় আমরা চলছি!
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
সোহেলভাই বলেছেন: কথার ভাবেই বোঝা যায় ভদ্র বেয়াদব। শাহবাগে আপনারা আপনাদের প্রত্রিপক্ষ এলে তাদের বুকে জড়িয়ে ধরতেন। তাই না ? আরে হেফাজতের সমাবেসে তো অনেক ব্লগার ছিল। তাদের তো তারা কিছুই বলে নাই। আর শাহবাগে যদি কোন জামাত শীবির অথবা হেফাজতের কেউ আসে তাহলে তো মনেহয় তার খবর আছে। অন্তত বেহায়া কিছু মা আরে বোনের হতের মার সাথে ২য় মুক্তিযুদ্ধের কর্মীরাতো থাকলোই। মুজিব ভাই বেচে থাকলে মনে হয় তারো খবর ছিলো। কারণ সেই তো জামাতের জীবন দাতা।
আমার কী মনে যানেন? মনে হয় মুজিব ভাই নিজেোউ জামাত করতেন। কী বলেন? তা না হলে যারা ত্রিশ লক্ষ মানুষ মারলো আর দুই লক্ষ লাকী আপার ......করল, তার পরো তারেদর ছেরে দিল।
কী আপনার সন্দেহ হয় না ?
আমার তো হয়।
অপেক্ষায় থাকেন ভবিষ্যতে তাকেউ রাজাকার দের সাধারণ ক্ষমা করে দেশে বিশৃঙ্খলা জিয়িয়ে রাখার অপরাধে বিচার হবে। অপরাধ প্রমান হলে ফাসি ো হতে পারে।
আপনার ধরানা আমি শিবির না ? আমার ধারনা আপনি নাস্তিক না?
বাংলী বোঝে তখন যখন পাছার মাঝে মোটা বাশ ঢোকে।
দু:খিত কিছু গরম বক্তব্যের জন্য। দেখি আপনি আমাক কী বলেন? শিবির না হেফাজন?
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
আশমএরশাদ বলেছেন: ভাই সোহেল আপনাকে আমার কিছুই মনে হয়নি একজন মন্তব্যকারী ছাড়া। হেফাজতের বেশ কিছু বয়োবৃদ্ধ নেতা; বাবু নগরী সহ যেভাবে তাদের ছেলের বসয়ী ডাঃ ইমরানকে এড্রেস করেছে সেটা নিশ্চয় শোভন লাগেনি আমাদের কাছে। এই জন্যই আমার প্রথম লাইনটা ছিল তাদের বয়স এবং পজিশনকে নিয়ে। তারা ইসলামের সেবক প্রচারক হিসাবে কাজ করছেন সেটার পরিচয়টাই আমরা বক্তব্যের মধ্যে চাই। পল্টন- মানিক মিয়া এভিনিউ মার্কা নয়। সেটাই আমার মুল বক্তব্য ছিল।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
যোগী বলেছেন:
অবিশ্বাষী বা বিধর্মীর সাথে অত্যন্ত নরম সুরে কথা বলা ইসলামের বিধান।
যদি শাহবাগীরা অবিশ্বাষী হয় তাহলে হেফাজতিরা তাদের সাথে আলোচনাও করতে চাইলোনা কেন??
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
লেজ কাটা শেয়াল বলেছেন: Ami apnere koi- 'tor *** cu*'
tarpor apni amare marte aile ami boli- 'ahen aloconay bosi'!
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
এই আমি সেই আমি বলেছেন: ধন্যবাদ হেফাজতিদের সত্যিকারের চরিত্র চিত্রণের জন্য । কথায় কথায় খোলা তলোয়ার হাতে ছুটে শহিদ অথবা গাজি হতে , এই খবিশ গুলার জন্য আজ ৬০ লক্ষ ইহুদি ১২০ কোটি মুসলমানরে দৌড়ের উপর রাখছে ।
এতদিন দেখে আসছি দাড়ি টুপি পড়া বাপ চাচা দের সৌম্য-শান্তির প্রতীক হিসাবে । হাত আলটিমেটলি সালামের জন্য উপরে উঠে আসত ।লিখলে বলবেন দাড়ি টুপির সমালোচনা করছি । এটা আমার দোষ নয় , দোষ তাদের যারা দাড়ি টুপি রেখে এই অপকর্ম গুলি করছে । বাচ্চারা তো টিভিতে এদের হিংস্র রূপ দেখে ভঁয় পায় । যেভাবে মঞ্চে দেখলাম হাত নেড়ে রক্ত চক্ষু বের করে আস্ফালন করলেন , ইসলাম শান্তির ধর্মের একজন ধর্ম বিশারদ হিসাবে তাদের কতটুকু মানায় ।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
অনার্য পথিক বলেছেন: প্রথম আলো ক্ষমা চাইলেও মানুষ যা জানার জেনে গেছে।