![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরম গরম জিলাপির কথা শুনলেই সবারই মুখে জল চলে আসে। জিলাপি বানানো অনেক সহজ, নিজের হাতে বানানো জিলাপির স্বাদটাই অন্যরকম। মচমচা জিলাপি খেতে চাইলে এখনি বসে পড়ুন জিলাপির সব উপকরন নিয়ে।
উপকরনঃ
ময়দা ২ কাপ, চিনি ২-৩ কাপ, চালের গুড়া ১/২ কাপ, বেকিং পাউডার ২ চা চামচ, দারুচিনি ও এলাচ ২-৩ করে, পানি পরিমান মত, সামান্য গোলাপ জল ও জাফরান এবং পরিমান মত তেল।
লিখাটা রঙডং ডট কম থেকে নেয়া।)
বিস্তারিত এখানে পাবেন-
http://www.shobdoneer.com/arshad/49183
২| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপুরে কয়া দেখি...............
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
আহলান বলেছেন: আহ ...খুব স্বাদ হৈছে ...........