![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি তথা আটার দলীয় জোটের শান্ত শিষ্ট ভদ্র কর্মী বাহিনীদের প্রতি একটি অনুরোধ। আপনাদের কথা না শুনলে গাড়িওয়ালা, ট্রেন ওয়ালাদের পাছায় গজারী লাঠির বাড়ি দিন , তাও না শুনলে সামনের গ্লাসটা ভেঙ্গে দিন।
তারপরও দয়া করে আগুন দিবেন না। হরতাল অবরোধে আমার কোন আপত্তি নেই । দেশটা আপনাদের সব অধিকারও আপনাদের । দেশটা চালাবেনও আপনারা। দেশটার ১২ টা বাজাতে চাইলে তাও পারবেন আপনারা। আপনাদের বা আপনাদের প্রতিপক্ষ কাউকে দোষ দিচ্ছি না। দোষ আমাদের কপালের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিল ভাগনি পরিবার সহ। বললাম দুই দিন থেকে যান বেড়িয়ে যান । কাল সাড়ে ৩ টার সুবর্ন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা ছিল তাদের জন্য। বগি লাইন চ্যুত হওয়ায় সেটা ছাড়ে রাত ১০ টায়। তাও ভালো কোন মতে ট্রেনে তুলে দিয়ে ঘুমালাম। হায়! সকালে উঠে ফোন করে দেখি তারা আখাওড়া স্টেশনে। শান্ত শিষ্ট ভাইয়েরা ট্রেন লাইন উপড়ে ফেলেছেন। এত কঠিন কর্ম তাহারা কত সহজে করলেন? ট্রেন লাইন উপড়ানো অনেক শক্ত কাজ এবং ভালো হাতিয়ার যন্ত্রপাতি লাগে। কিন্তু আমাদের কর্মী ভাইয়েরা এসব কিছুকে তোয়াক্কা করে না। মা-বাপের বাজার করে আনার কথা ফেলে দিতে পারেন কিন্তু ফখরুল ভাইয়ের কথা কিভাবে ফেলবেন ? মীর্জা ফখরুলের ঘোষণার দেরী আছে কিন্তু গভীর রাতে কাজে নেমে পড়তে দেরী নেই। উৎসব মুখর পরিবেশর শীতের মধুময় রাতে তাহারা উপড়ে ফেলেছেন এক একটা রেল লাইন। তাহারা এখনো স্টেশনেরই আছে।
আমার আত্মীয় স্বজন বসে থাক - সমস্যা কি? তাদের খাওয়া দাওয়া বাথরুম যাওয়া সব সমস্যা নিয়ে কি মাথা ঘামালে কি চলবে? ক্ষমতায় যেতে এবং থাকতে অনেক দেরী যাচ্ছে অনেক। জানা মতে তাহারাও আঠারো দলের ভোটার । তাহারা ও বুঝুক আঠারো দল কত ভালো!! কার দোষ দিবো এ সবের জন্য? ঐ ট্রেনে ভোট নিলে আঠারো দল পাবে ৬৫ ভোট আর সরকারী দল পাবে ৩৫ ভোট । ৬৫ ভাগের নেত্রী ও তাদের ইনসিকিউটি চিন্তা করে না ৩৫ ভাগের নেত্রীও সেটা চিন্তা করে না।
মানুষ পুড়লে -এত এত দামী গাড়ি পুড়লে মনে এখনো কেন যেন ব্যাথা লাগে। এ জন্যই হয়ত দলীয় কর্মী হতে পারলাম না।
পরিশেষে আপনাদের প্রতি আবারো অনুরোধ - দয়া করে আগুনের ব্যবহারটা নিয়ন্ত্রণ করুন। গাজারি লাঠি নিয়ে সব ভেঙ্গে ফেলুন সমস্যা নাই। কিন্তু আগুন দেওয়াটা ভালো না। সে আগুন একদিন আপনার ঘর বাড়িও পুড়াতে পারে। বিএনপি পুড়লেও ব্যাথা লাগে আওয়ামীলীগ পুড়লেও ব্যাথা লাগে। মানুষতো সবাই, এক দেশেরইতো মানুষ।
যে কোন মিছিল গেলে শুনতে পাই - জ্বালো জ্বালো! আগুন জ্বালাও এক সাথে। ভাই এবার একটু ভাঙ্গুন বহুত জ্বালিয়েছেন এবার হাতের কাছে রাখা পেট্রোল এবং ম্যাচের কাঠিটা হাতির ঝিলে ফেলে দিয়ে আসুন।
ভালো থাকুন আপনারা। আপনারইতো করবেন আগামী দিনের অন্যরকম বাংলাদেশ, আপনারা থাকতে পথ হারাবেনা বাংলাদেশ!
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
মদন বলেছেন: ৯৬ এ ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি একক নির্বাচনে গিয়েছিলো, আওয়ামীলীগ-জামায়াত মিলে দেশটা জ্বালিয়ে দিয়েছিলো। এবার ক্ষমতার গদি আকড়ে ধরে আছে আওয়ামীলীগ, বিএনপি-জামায়াত দেশটা জ্বালিয়ে দিচ্ছে।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭
মদন বলেছেন: বলতে ভুলে গেছি, তিন দলই হচ্ছে দাতাল শুকর। ক্ষমতার কামড়াকামড়িতে একজনও কম নয়।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভূতের মুখে রাম রাম
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
হেডস্যার বলেছেন:
মদন বলেছেন: বলতে ভুলে গেছি, তিন দলই হচ্ছে দাতাল শুকর। ক্ষমতার কামড়াকামড়িতে একজনও কম নয়।
৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
ঢাকাবাসী বলেছেন: সবগুলানই শুকর।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
হৃদয় রিয়াজ বলেছেন: এগুলারে এখন এসব বলে কোন লাভ নাই ভাই। সবগুলা মানসিক ভারসাম্য হারিয়ে নেড়ি কুত্তার মত হয়ে গেছে। ক্ষমতার পিপাসা না মেটা পর্যন্ত তারা আর ঠিক হচ্ছে না।