নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

যাদের কর্মসুচী ঘোষণা করতে রাতের দশটা বেজে যায় তারা দেশ চালাবে কেমনে

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

যাদের কর্মসুচী ঘোষণা করতে রাতের দশটা বেজে যায় তারা দেশ চালাবে কেমনে? রাত 9 টার আগে পর্যন্ত আপনারা জানালেন থানায় থানায় বিক্ষোভ করার কথা আর এখন বললেন অবরোধ? অবরোধ কাকে করবেন? কোন মন্ত্রীকে করবেন? কোন মন্ত্রনালয়কে করবেন? শেখ হাসিনাকে অফিসে যেতে অবরোধ করুন-পারলে করুন।

আমাদেরকে জিম্মি করে কেন? অবরোধ( স্ব-শরীরে বাঁধা দেওয়া) শব্দটা কিভাবে গণতান্ত্রিক হয়? অনেকে বলবেন আওয়ামীলীগও করেছিল। কিন্তু খারাপ দিয়ে খারেপের যাষ্টিফাইন করে লাভ কি?

বিএনপির মিটিং গুলা শুরু হয় রাতের সাড়ে নয় টায়। স্থায়ী কমিটির মেম্বারেরা কি পোশাক শ্রমিক যে রাতে ৯ টার আগে তারা ফ্রী হয় না? হেফাজতের ৫ই মে রাত্রে বিএনপি নেত্রী হেফাজতের পাশে দাঁড়াতে বললেন রাত সাড়ে ৯ টার পরে। কথিত আছে উনার নাকি দিন শুরু হয় ১২ টার পরে। এভাবে কি করে দেশ চালাবেন আপনারা? একবার মগবাজার একবার গুলশান একবার পল্টন ঘুরতে ঘুরতে আপনাদের আন্দোলন গুলাও মেটো সাপের মত হয়ে যাচ্ছে।

দয়া করে আন্দোলন করলে আমাদেরকে একটু আগে থেকে সময় জানিয়ে দিবেন । রাতের ১০ টায় নয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

রসায়ন বলেছেন: যুক্তিপুর্ণ পোস্ট

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

দখিনা বাতাস বলেছেন: ম্যাডামের দুপুড় বারোটার আগে ঘুম ভান্গেনা। নেতাগো কি দুষ? নেতারা ঘোষনাটা দিয়ে যায়গা যার যার কামে। জামাতিরা আছে কয়টা বোমা মাইরা মানুষ মাইরা হরতাল অবরোধ সফল করতে। খারাপ কি? ভালইতো চলতাছে।

সারাজিবন দেখলাম, হরতাল অবরোধ হয়, নেতাকর্মির সাথে জনগনও রাস্তায় নামে আন্দোলনে। পুলিশের গুলিতে মরে। আন্দোলন আরো জমজমাট হয়। এইবার দেখি উল্টা। হরতালকারীগো বোমায় মানুষ পুলিশ সবই মরে। রাস্তায় নেতাও নাই, জনগনতো নাম নিশানাও নাই।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

হ্রস্ব ই বলেছেন: বয়স হয়ে গেছে তো তাই টাইম এর হিসাব থাকে না।হঠাৎ মনে হল,অবরোধ দেয়া দরকার, তাই দিয়ে দিল।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫

এই আমি সেই আমি বলেছেন: নেতা বা কর্মীরা বিএনপির কোন আন্দোলন করে না । আন্দোলন করে হিরোইন খোর আর টোকাইরা দু চার শ টাকার বিনিময়ে । আর করে জামাতের
বিশেষ ট্রেনিং প্রাপ্ত কমান্ডোরা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.