![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ একটাই আর তা হলো আমরা আর 15 ই ফেব্রুয়ারীর ভোটার বিহীন ইলেকশনের রেফারেন্স দিতে পারবো না। আমরা আর বলতে পারবো না "আওয়ামীলীগের অনেক খারাপ রেকর্ড থাকিলেও ভোট চুরি বা এক তরফা ইলেকশনের রেকর্ড নাই। বাংলাদেশের গণতন্ত্রের জন্য শেখ হাসিনার যা কিছু অবদান তা এই নির্বানের মাধ্যমে কেমন জানি কালিমা লেপন হইল। স্বচ্ছ ব্যালট বাক্স, ছবি সহ ভোটার তালিকা এবং নির্বাচনের কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রকাশ করা এ সব কিছু আওয়ামীলীগের দাবি ছিল যেটা একটা ক্রেডিবল ইলেকশনের জন্য সহায়ক ছিল। এই সব অর্জনেকেও এখন গর্বের সাথে বলতে পারছি না। 96 সালে 19 টা চ্যানেল ছিল না এত এত মিড়িয়া ছিল না ফেসবুক ছিল না, ব্লগ ছিল না। কিন্তু 5 জানুয়ারীর হাজার হাজার ক্যামেরার সামনে হাজার কলম আর কি বোর্ডের সামনে ইলেকশন হইতেছে। 5 বছর পর ক্ষমতা ছেড়ে দেয়া হলে পরবর্তী 5 বছরের মধ্যে ক্ষমতা ফিরে পাওয়া যেতেও পারে ।আর এর অন্যতা হলে 7 বছর লাগে। মাঝ খানে 2 বছর উদ্দিনীয় শাসন চলে। বিএনপির এক গুয়েমীর ফল থেকে আওয়ামীলীগও কিছুই শিখল না। কোন দলের অস্থিত্ব কেউ বিলীন করতে পারে না।মহাজোট সরকার যখন ভমিধব্স বিজয়ে ক্ষমতা লাভ করে তখন সবাই বলেছিল এবার বিএনপি জামাত অস্তিত্ব সংকটে পড়বে। কিন্তু এটার কিছুই হয় নাই। তাই আগামীতে বিএনপি জামাত ক্ষমতায় আসিলে আওয়ামীলীগের জন্য খারাপের চেয়ে ভালোই হইত। বিএনপি তখন না পারতো নিজামীদের গলায় মালা দিতে না পারতো সাজা দিতে। জামাত এবং জঙ্গি সংগঠন গুলাকে নিয়ন্ত্রন করতে ব্যর্থ হলে আবারো বাংলাদেশ হয়ে পড়ত ঝুকি পুর্ণ দেশের তালিকায়। এই ফাঁকে আওয়ামীলীগ দল গুছাতে পারতো ভুল গুলার জন্য দেশবাসীর সেম্পেথি আদায় করতে পারতো।
হায় বুঝে না বুঝে না তারা কিছুই বুঝে না তারা। নাকি আমি কম বুঝি?
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০
মেনন আহমেদ বলেছেন: সহমত।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
মধু নদীর জোলা বলেছেন: সহমত
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
সকাল রয় বলেছেন:
কিছুই শিখতে পারেনাই উহারা....
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
এ ধরনের অথর্ব, জামাতি লেজুরবৃত্ত্বি করা বিরোধীদল থাকলে এরকমই হবে।
নির্বাচন পিছিয়েও কোন লাভ হতনা। এমনকি তত্তাবধয়ক রাখা হলেও কোন লাভ হতনা, তত্তাবধয়ক সরকার প্রধান সিলেক্সান নিয়ে দির্ঘ অচলাবস্তা থাকতো
শুশিলরা এটাই চেয়েছিল, দির্ঘ অচলাবস্থা মানেই সুযোগ সন্ধানি 3rd party.
দেশকে নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র কখনো সফল হতে দেয়া যায় না। দেয়া হবে না। এই ভোটে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধি শক্তি রাজাকারদের কবর রচিত হবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
আদম_ বলেছেন: সহমত।