![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম আলোরতে এই নিউজটা দেখে প্রথমে খটকা লাগল । ভাবলাম আমরা কি আর "দুই নেত্রী" বলতে পারবো না, দুই এর জায়গায় একজন নেত্রী, অন্যজন নেতা বলার সময় এসে গেলো?
রাতে আবার তারেকের আম্মু খালেদা জিয়ার বিবৃতি শুনে আবারো খটকা লাগলো। "মা" বললো সমঝোতায় আসতে আর "পোলায়" কয় কিসের সমঝোতা? শমশের মুবিনের সাথে করা ফোনালাপেও দেখলাম মা আর পোলায় খুব একটা আলাপ সালাপ করে না।
একুশে টিভিতে কালকে তারেক ভাইয়ের পুরা বক্তব্যটা শুনলাম। খুব অবাক হলাম যখন তিনি একটা লাইন কাগজের লিখার দিকে থাকিয়ে উচ্চারণ করলেন" আমার সব চিন্তা ভাবনা বাংলাদেশকে নিয়ে আবর্তিত।" নিজের একটা আবেগের কথা কাগজের লিখার দিকে চেয়ে বললে আবেগটাই আর টাস করতে পারি না। নিজের অনুভুতি কি আর কাগজের ভাষায় আবৃত্তি করা যায় বড় ভাই? "আই কন্ট্রাক্ট" বলে একটা কথা আছে যুবরাজ ভাই। আপনাকেও দোষ দিয়ে কি করবো ৭ বছর হয় ক্ষমতায় নাই। আর কাহাতক সহ্য করা যায়। ঐ দিকে আবার আপনার অনুপস্থিতিতে জয় বাবা দেশ কাপিয়ে ফেসবুক কাপিয়ে বেড়াচ্ছে।
আমাদের বড় ভাই আরেকটা কথা বলেছেন "দেশবাসী যেন পরিবার পরিজন নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ভাই আমাদের পরিবারের কোন দাম নেই? আপনারা দুই ভাই বিদেশে আপনার মা গুলশানে ৩০০ পুলিশ বেষ্টিত শুধু আমরাই মার খাবো আপনাদের ক্রডিট কার্ডের ৩ কোটি টাকা সিঙ্গাপুরী বিল পরিশোধের জন্য?
আরেকটা জিনিসে মজা পাই ইদানিং -সেটা হলো রহমান ফেমিলীর দুই মা জননীর পাশাপাশি তাগু দুই পোলাও এখন সমানে রাজত্ব ধরে রাখার আপ্রাণ চেষ্টায় ব্যস্ত। হায় বাংলাদেশীরা তোমরা রাজতন্ত্র থেকে আর কতদিন গণতন্ত্র ধার করবা?
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১০
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: জিয়ার পরিবারটা একসময় সৎ ছিলো একটা সুন্দর সাজানো সংসার ছিলো জিয়ার মৃত্যুর পর এই পরিবারটাকে ভাগ ভাটোয়ারা করে খেয়ে ফেলেছে সবাই
এখন যা দেখা যায় তা হলো একটা ভুতুড়ে পরিবার একটা গোলোক ধাঁধাঁ তিনটা মূমুর্ষ মাথা
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩০
মিতক্ষরা বলেছেন: সমঝোতা আর কি হবে। সমঝোতা হয় নি বলেই তো নির্বাচন হয়েছে। সরকারের লোকজনের ভাষ্য অনুযায়ী এই সরকার আরো পাচ বছর মেয়াদী। পাচ বছর মেয়াদ শেষে আবারো হয়তবা পাচই জানুয়ারী মার্কা আরেকটি নির্বাচন করবে।