নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানো তো মেয়েরা মায়াবতী হয়। অামি না হয় একটু নিষ্ঠুর হোলাম।

অাসমা সাদিয়া

বলার মত কিছু এখনও অর্জিত হয়নি।

অাসমা সাদিয়া › বিস্তারিত পোস্টঃ

ইশমারাট গারাল!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬

ক্ষোভ থেকে..
.
অাসি বর্তমান ট্রেন্ড এ। বলে রাখা ভালো অামি অতিমাত্রায় ক্ষ্যাত একটা মানুষ। টেস্ট পরীক্ষায় পাশ করতে পারলে এইচএসসি পরীক্ষা দিতে পারবো। তো অামি সাথে অন্য এক বন্ধু ঠিক করলাম বিশ্ববিদ্যালয় দর্শনে যাবো। যেমন ভাবা তেমনি কাজ। অাশেপাশে পাবলিক ভার্সিটি একটাই ইসলামিয়া বিশ্ববিদ্যালয় (ইবি)। কুষ্টিয়া সাথে ঝিনাইদহের কিছু অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়টি। তো সকাল ১০ টার ইবির বাসে চেপে বসলাম। সাথে অারও ডজন খানেক ইশমার্ট মেয়ে! তারা অামার পরিচিতও না, চিনিও না। তারা অামার অন্যবন্ধুর পরিচিত ;তার ফ্রেন্ড ক্লাসমেটরা। চলছে গাড়ি।রাস্তার কথা না বলি।অতিশয় খারাপ তারওপর বাসের পেছনের সারিতে বসেছি। কানে অামি অার অামার বন্ধু হেডফোন গুঁজে গান শুনতে লাগলাম।
.
বাস থেকে নেমে খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম।পুরো ভার্সিটিই ঘুরে দেখলাম। এবার খাবার পালা।এদিক ওদিক ঘুরি কিন্তু ক্যান্টিন খুজে পাইনা! কাওকে জিজ্ঞেস করবো উহু সে সাহসে কুলোয় না। তো সামনেই একটা ফাঁকা জায়গাতে যতসম্ভব গ্রামীনফোনের সিম বিক্রি হচ্ছিল। তো অামার ফ্রেন্ড বললো, 'দোস্ত, ওইখিনে সিম বিক্কিরি হচ্ছে চ যাই একটা কিনি অানি।' ব্যাস সবাই হেসে উঠল। অামিও হাসছিলাম কারন একটা করে টিফিন বক্স সাথে দিচ্ছিল। বলদের মত ভাবলাম সবাই এই কারনেই হাসছে। কিন্তু সবাই হাসছে অামার বন্ধুর অাঞ্চলিক কথা শুনে। ঠিকঅাছে ফাইন! ফ্রেন্ডমহল হাসছে। ফ্রেন্ডরাই তো পঁচাবে এরকমটাই ভাবছিলাম। কিন্তু অামার ধারনা পেছনে রেখে এক ইশমার্ট গার্ল বললেন যে তুই এত ক্ষ্যাত কেন? এখানেও তোকে এভাবে কথা বলতে হবে? বিক্কিরি!! বিক্কিরি কি? তোরে নিয়ে তো রাস্তাঘাটে চলাই যায় না।তোর বাড়ি কই রে..ব্লা ব্লা ব্লা.. সাথে অন্যরাও কথা শোনালো। (এ কেমন ফ্রেন্ড :O )
অামাকে তাদের মধ্যে একজন বললো যে তুমি এত ইশমার্ট হয়ে চলো ওকে কিছু শেখালেও তো পারো। কেমন ফ্রেন্ড! (অট্টহাসি! বিদ্রুপের হাসি)
খেয়াল করলাম বন্ধুর মুখ বাংলার পাঁচ হয়ে গেছে। যাহোক ফ্রেন্ডকে চিয়ার অাপ করে ঘুরলাম। অনেক খোঁজাখুঁজির পর ক্যান্টিন পাওয়া গেল। হাল্কা স্ন্যাক্স খেলাম সবাই। ক্যাম্পাসে শরবত, ছোলারঘুগনি,অামড়া-জলপাই-বাদাম-জাম্বুরা অনেক কিছুই বিক্রি হচ্ছিলো। খেলাম কিছু। ফেরার পালা। দুপুর ২ টায় ইবির বাস যায়। বাজে সাড়ে ১২। সবাই অপেক্ষা করতে নারাজ। এখন ফেরার বন্দোবস্ত করার দায়িত্বও অামার ফ্রেন্ডের ওপর। অাশেপাশে ভ্যান ছাড়া কোনো গাড়ি নেই। তাদের জিজ্ঞেস করলাম কুষ্টিয়া ফিরবো কি কি গাড়ি পাওয়া যাবে।

....
পরিশিষ্টঃ দিন শেষে সবাই হাসিরখোরাক আনইশমার্ট ক্ষ্যাত মেয়েটার ওপরই নির্ভরশীল। দিনশেষে অামিও হেসেছি অাসলে স্মার্ট বলতে অামরা কি বুঝি? স্মার্টনেস নির্ভর করে ব্যক্তির অাইকিউ (IQ) এর ওপর। তার বুদ্ধিমত্তার ওপর। নাকি তার ড্রেসঅাপ,গেটঅাপের ওপর।চলনসই জামা কাপড়েই চলতে হয় অামাদের। কারন অামাদের বুনিয়াদ সেই গ্রামেরই। :স্বভাব যায় না মলে: টাইপ। বাংলা অামাদের মাতৃভাষা তবুও একেকেটি অঞ্চলভেদে কিছু না কিছু টান পরিবর্তিত হয়; পরিবর্তিত হয় উচ্চারনের ভঙ্গি। তবুও সেটাই অামাদের ন্যাটিভ ভাষা। অামাদের মাতৃভাষা,কথ্যভাষা। না অামি বলছিনা শুদ্ধ ভাষায় কথা বোলোনা। কিন্তু এই ইশমার্টদের থেকে অামি কিছুই অাশা করি না। কারন এরা হলো 'বাবু খাইইসস্সো' টাইপ ভাষার অধিকারী!
অার একটা কথা বলেই ইতি টানি!
অাসুন ইশমার্ট হই বন্ধুমহলে বন্ধু না হয়েও 'এটা অামার ফ্রেন্ড' কথাটির শিকার হই এবং পাছে শুনি তুই কী অামার ফ্রেন্ড? একটু স্মার্ট হয়ে যা দোস্ত।সবাই কি বলবে! :'(

তাই অাসুন সবাই 'খাইসস্সসো' ভাষার দীক্ষা গ্রহন করি! শুভরাত্রি!
ও সবাই খাইসসসো (উচ্চারনের সময় নাক ধরে রাখা বান্ছনীয়)তো?
[বানান ভুলে কতৃপক্ষ অবশ্যই দায়ী -_- ]
২৭.১০.১৭

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩০

কালীদাস বলেছেন: 'বাবু খাইইসস্সো'-এর একটা ন্যাকা টোন আছে, শুনলে পায়ের রক্ত মাথায় চড়ে যায়। ফাজলামি।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

অাসমা সাদিয়া বলেছেন: একদম! কিন্তু কিছুই করার নেই।

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কিছু বেকুবের ধারনা কাপোড়চোপর আর কথাবার্তায় স্মার্টনেস প্রকাশ পায়।কবে যে এরা মানুষ হবে!!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮

অাসমা সাদিয়া বলেছেন: হবে না।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৪

খালিদ আহসান বলেছেন: দেখা যাচ্ছে আপনার বন্ধুটিই সবচেয়ে স্মার্ট।

আর আপনার চিন্তা ভাবনার ধরণ দেখে বোঝা যায়, আপনিও স্মার্ট।

আসলে আমরা স্মার্টনেস এবং ফ্যাশন এর মধ্যে গুলিয়ে ফেলি। যে সুন্দর কাপড় পরে, সুন্দর করে কথা বলে সে ফ্যাশন সচেতন। সে লোকজনদের আকৃষ্ট করতে পারে। অপরদিকে যে একটি কাজ খুব দক্ষতার সাথে কম ঝামেলায় করে ফেলতে পারে সে স্মার্ট।

আর যার এই দুটি গুণই আছে সে হল চরম স্মার্ট। ;)

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

অাসমা সাদিয়া বলেছেন: চরম স্মার্ট সামসামনি কাওকে দেখিনি এখনও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.