নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানো তো মেয়েরা মায়াবতী হয়। অামি না হয় একটু নিষ্ঠুর হোলাম।

অাসমা সাদিয়া

বলার মত কিছু এখনও অর্জিত হয়নি।

অাসমা সাদিয়া › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিবিলাস!!

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১


বৃষ্টিতে ভেজার অাসল মজা তখনই যখন হঠাৎই
ঝুপ করে বৃষ্টি নামে।কি অবস্থায় অাছি সেটা
মাথায় না রেখে দৌড়ে ছাদে চলে যাওয়া
কিংবা উঠোনে নেমে পড়াতেই ভেজার মজা।
দু'দেড় ঘন্টা ভেজার পর অাঙুলের চামড়া জড়
হয়ে যাবে তারপর ঠান্ডায় কাঁপতে কাঁপতে
কাঁথামুড়ি দিয়ে মনে মনে ভাবা যে এত না
ভিজলেই হতো! এই বৃষ্টি না থাকলে হয়তো
অনেক গল্প-কবিতার জন্মই হতো না;জন্ম হতো
না কিছু গানের ; জন্ম হতো না কিছু
লেখকের,কবির কিংবা গীতিকারের। জন্ম
নিতো না কিছু অন্যরকম ভাবনা-অনুভূতি!
ভালো থাকুক বৃষ্টি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বৃষ্টি বিলাস (কবিতা)

২| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮

অাসমা সাদিয়া বলেছেন: B-)

৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: এই বৃষ্টি না থাকলে হয়তো
অনেক গল্প-কবিতার জন্মই হতো না;জন্ম হতো
না কিছু গানের ; জন্ম হতো না কিছু
লেখকের,কবির কিংবা গীতিকারের
- ঠিকই বলেছেন। বর্ষা বাঙালী হৃদয়কে উদ্বেলিত করে তোলে। বিরহ কাতর হৃদয়ে বাঙালী সাহিত্য, সঙ্গীত রচনা করে।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

অাসমা সাদিয়া বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.