নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানো তো মেয়েরা মায়াবতী হয়। অামি না হয় একটু নিষ্ঠুর হোলাম।

অাসমা সাদিয়া

বলার মত কিছু এখনও অর্জিত হয়নি।

অাসমা সাদিয়া › বিস্তারিত পোস্টঃ

মানুষটা

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

এহেম এহেম,
কেমন অাছেন? Formality অার কি! অাপনি জানেন?অাপনাকে নিয়ে লিখতে লিখতে এই দেড়দুশো পৃষ্ঠার সস্তা ডায়েরীটাও একসময় শেষ হয়ে যাবে। অথচ অাপনি কখনই জানবেন না যে কেওএকজন ন্যানো সেকেন্ডের জন্যে হলেও অাপনাকে তার মন-মস্তিষ্ক বহির্ভূত করতে পারেনি। অাপনাকে সুনীলের কবিতার মত বলতে পারেনি, 'ভালবাসি,ভালবাসি'। উহু দূর থেকে এগুলো বোঝা যায়না। অামিতো Hidden Lover। অাপনার গোপন প্রেমিক।
.
অনুভূতিরা তখনই শাখাপ্রশাখা মেলতে পারে যখন তা মাটিকে স্পর্শ করে;মেঘ হয়ে অাকাশে বিচরন করে কীভাবে বোঝাবে যে সে মাটিকে ভেজাতে চায়; সবুজ করতে চায় প্রকৃতি! বৃষ্টি হয়ে মাটির কাছাকাছি অাসার সুযোগ তো চায় তার। নাহলে তো ভেসে ভেসে উবেই যাবে। মাটি ভিজিয়ে তাকে শীতল করে শাখাপ্রশাখা মেলা হবেনা, প্রকৃতি সবুজ-সবুজ-শীতল হবেনা,হবেনা অনুভূতিদের দেখা। সেগুলো একসময় রুক্ষ হয়ে মারা যাবে। এরপর অনেকদিন কেটে যাবে, অাপনি সম্পত্তি রুপে গৃহস্থের জমিতে ফুলগাছের ন্যায় জীবন শুরু করবেন নতুন করে। প্রত্যহ অাপনাকে জল দিয়ে ভালবাসার প্রকাশ করবে সে। অাপনিও বুঝতে থাকবেন গৃহস্থ কতটা ভালবাসে অাপনাকে। পুলকে শিহরিত হবেন বারবার ফুল হয়ে ফুটবেন তার জমিতে।অার অামি!! অামি হয়তো মাঝে মাঝে মেঘের মত এসে অাপনাকে দেখবো ঠিকই কিন্তু এও বুঝবো অামার অভাব অাপনার কাছে নেই। অাপনিতো অামাকে বোঝাতেই দেননি যে...যাজ্ঞে অাপনি দিব্যি থাকবেন রঙিন হয়ে। অন্যদিকে সময় বয়ে যাবে, অামি ধূসর মেঘই রয়ে যাবো।
.
অাচ্ছা অাপনার কি কখনও মনে হবে যে, অাকাশ অনেক মেঘলা ছিলো কিন্তু বৃষ্টি হবো হবো করেও হয়নি! :-)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

সকাল রয় বলেছেন: #:-S

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১১

অাসমা সাদিয়া বলেছেন: :-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.