![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত কিছু এখনও অর্জিত হয়নি।
দেরীতে হলেও শুরু করলাম নিক পিরোগ এর 'থ্রিএএম' নভেলাখানি
বইঃ থ্রিএএম
ধরনঃ ক্রাইম/থ্রিলার
লেখকঃ নিক পিরোগ
অনুবাদকঃ সালমান হক
প্রকাশনীঃ বাতিঘর
মলাট মূল্যঃ ১৩০৳
রেটিংঃ৪/৫
অামি হেনরি বিনস এবং অামার হেনরি বিনস অাছে। ফ্ল্যাপ পড়লেই বোঝা যাবে যে মূল চরিত্র হেনরি বিনস।যার অাছে এক অদ্ভুত রোগ। ২৪ ঘন্টার শুধু ১ ঘন্টা জেগে থাকে হেনরি বিনস। রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত।অার তার নামঅনুসারেই এই বিচিত্র ব্যধির নাম রাখা হয় হেনরি বিনস। রুটিন বাঁধা জীবনে অভ্যস্ত হেনরি। কিন্তু তার এই রুটিন বাঁধা জীবনে ব্যাঘাত হানে একটি অাত্মচিৎকার। পাশের বাড়ি থেকে ভেসে অাসে চিৎকারের শব্দটি। হেনরির সময় নেই এক্ষুনি ঘুমে তলিয়ে পড়বে সে।তার অাগেই জানালা থেকে চোখাচোখি হয় প্রেসিডেন্ট কনর সুলিভান এর সাথে। তবে কি খুনটি তিনিই করলেন? খুনের রহস্যের সমাধানের জন্য তৎপর হয়ে পড়ে গোয়েন্দা বিভাগ সাথে হেনরি।পরিচয় হয় ইনগ্রিড রে এর সাথেও। শেষ পর্যন্ত কি অাসল খুনীকে পাওয়া যাবে নাকি স্বয়ং প্রেসিডেন্টই খুনটি করেছেন সেই চিৎকারকৃত মেয়েটিকে। করলেও কেন করলেন?
এরকম সব প্রশ্নের উত্তর পেতে হলে পড়ে ফেলতে হবে নিগ পিরোগ সাহেবের থ্রিএএম। সালমান হকের অনুবাদ সাবলীল। অারামদায়ক পাঠ ছিলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯
অাসমা সাদিয়া বলেছেন:
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬
করুণাধারা বলেছেন: রিভিউ ভালই লিখেছেন, তবে আরেকটু বিস্তারিত হলে ভাল হত।
প্রতিমন্তব্য করার সময় সবুজ তীরে ক্লিক করে নিলে ঠিক মন্তব্যের নীচে আসবে, তাতে বুঝতে পারি। আমার আগের মন্তব্যে এমন পাইনি তাই বলা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১
অাসমা সাদিয়া বলেছেন: শর্ট রিভিউ ছিলো এটা। থ্রিলার বইয়ের রিভিউ ছোট হওয়া বাঞ্ছনীয়। স্পয়লার দিতে চাইনি। ধন্যবাদ
মোবাইল সাইটে ছিলাম। ডেক্সটপ ভিউ করা হয়নি বলে পাননি।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২
জাহিদ অনিক বলেছেন:
এই সিরিজের মনে হয় আরও বেশ কয়েকটি বই আছে তাই না ?
বই পড়ুয়াদের দেখেছি অনেকেই বলেছেন এই বইগুলো পড়েন যারা থ্রিলার পছন্দ করেন।
ধন্যবাদ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩
অাসমা সাদিয়া বলেছেন: হ্যাঁ। মলাটে মোট ৪টি বই প্রকাশ পেয়েছে। যদিও হিসেব অনুসারে পাঁচটি। থ্রিলার প্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে। বাকি বইগুলোরও শর্ট রিভিউ দেবার ইচ্ছা অাছে।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪
আবু তালেব শেখ বলেছেন: হুমম