নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানো তো মেয়েরা মায়াবতী হয়। অামি না হয় একটু নিষ্ঠুর হোলাম।

অাসমা সাদিয়া

বলার মত কিছু এখনও অর্জিত হয়নি।

অাসমা সাদিয়া › বিস্তারিত পোস্টঃ

(২)শর্ট রিভিউঃ যকের ধন- হেমেন্দ্রকুমার রায়

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯



ছবি সংগৃহীতঃ গুগল
বইঃযকের ধন
ধরনঃ ক্লাসিক কিশোর অ্যাডভেঞ্চার/গোয়েন্দা
লেখকঃ হেমেন্দ্রকুমার রায়
মলাট মূল্যঃ ১২০
রেটিংঃ ৪.৫/৫

লেখক সম্পর্কে কিছু জেনে নেয়া যাক। হেমেন্দ্রকুমার রায়ের জন্ম কলকাতায় ১৮৮৮ সালে। ১৪ বছরেই প্রথম সাহিত্যচর্চা শুরু করেন লেখক। ছাপা লেখা প্রকাশিত হয় ১৯০৩ সালে বসুধা পত্রিকায় 'অমর কাহিনী' নামক গল্পের মাধ্যমে। কুমার-বিমল এক অনবদ্য সৃষ্টি তার। এ চরিত্রের অারও বই প্রকাশ পেয়েছে। সেগুলো সম্পর্কে জানবো পরবর্তীতে।

যকের ধন। নামটা শুনেই গুপ্তধন জাতীয় কিছুর কথা মনে হয়ে যায়। সেরকমই গুপ্তধনের কাহিনী হচ্ছে যকের ধন।
কুমার নিতান্তই সাধাসিধে কিশোর।এলাকার বাইরে যায়ই না এমন। ঠাকুরদাদা মারা যাবার পর তার পুরোনো বাক্সের মধ্যে থেকে উদ্ধার করে মড়ার মাথার খুলি অার একটি নোটবুক। বিচিত্র সম নকশা অাঁকা সেই মড়ার খুলিতে। অার নোটবুকটাও ভর্তি অদ্ভুত সব অঙ্কে। দুটোর মধ্যে কি কোনো যোগসুত্র অাছে? খেই খুঁজে পায় না কুমার। অজ্ঞতা জঞ্জাল ভেবেই ফেলে দেয় সেই মড়ার খুলি। হঠাৎই বাড়িতে অাগমন ঘটে বিচ্ছেদকৃত প্রতিবেশীর। বাক্স নিয়ে কথাও হয় কুমারের সাথে তার। কিন্তু ঠাকুরদাদা বেঁচে থাকতে বাড়ির ত্রিসীমানাও মাড়াতেন না ভদ্রলোক। পরের রাতেই চোর অাসে বাড়িতে। কিছু কি অাঁচ করতে পারে কুমার? সমাধানের খোঁজে সে দেখা করে পাড়ার ছেলে বিমলের সাথে। তরুনযুবা বিমল সাহস অার বুদ্ধি দুয়েই এগিয়ে অন্যসবার। সবকিছুর শেষ দেখে ছাড়তে চায় সে। কুমার অার তার কুকুর বাঘা সাথে পুরোনো বিস্বস্ত চাকরকে নিয়ে বেরিয়ে পড়ে যকের ধনের রহস্য উন্মোচনে।সামনে-পেছনে সবজায়গা থেকেই বিপদ এগিয়ে অাসছে তাদের দিকে। কি সেই বিপদ? তারা কি পারবে বিপদ কাটিয়ে যকের ধনের রহস্য ভেদ করতে? নাকি হারিয়ে যাবে অসীম অতলে? বিস্তারিত জানতে পড়ে ফেলতে হবে হেমেন্দ্রকুমারের যকের ধন।

দেরিতেই পড়ে ফেলেছি বইটা। অারও অাগে পড়তে পারলে বোধহয় অারও তৃপ্তি পেতাম যদিও টানটান উত্তেজনা নিয়েই শেষ করেছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩

সালাউদ্দীন খালেদ বলেছেন: ভাল করেছেন

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: ্পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.